লেখা:- ছেলে বেলা
লেখক:- মোঃ শফিকুল ইসলাম
স্মৃতি জড়ানো সেই ছেলেবেলা,
স্কুল শেষে বাড়ি ফেরা।
সবাই মিলে জড়ো হওয়া,
একসাথে মার্বেল খেলা।
বাড়ির পাশে পুকুর পাড়ে,
কাঁঠাল পাতার তাস কুড়িয়ে;
কাঠফাটা রোদে দাঁড়িয়ে,
উঠতাম মেতে উল্লাসের দ্বারে।
একসাথে কত মারামারি,
পাথারে গিয়ে হাঁস চুরি।
বাড়ির পিছনে কারীর ঘরে,
একসাথে পাপ করি।
এখন সবকিছুই হারিয়ে গেছে,
ভবিষ্যতের দ্বারে।
এসব কথা কি এখনো তোদের,
স্মৃতি জানান দিয়ে মনে পড়ে ?
- Assignment
- job suggestion
- Writing Side
- অনলাইনে আয়
- অনার্স ও মাস্টার্স
- অর্থায়ন ও বীমা
- ই-সার্ভিস
- ইসলাম
- এইচ এস সি
- এসএসসি
- ঔষধি উদ্ভিদ ও প্রাণী
- গোপন সমস্যা
- জানা অজানা
- ডিগ্রি ও উন্মুক্ত
- নিয়োগ পরীক্ষা
- পরীক্ষা প্রস্তুতি
- প্রশ্ন সমাধান
- মহান ব্যক্তিত্ব
- রূপচর্চা
- রোগ প্রতিরোধ
- শিক্ষা
- সাজেশন
- সাহিত্য
- স্বাস্থ্য