গ্রিক নগররাষ্ট্র কী?, গ্রিক নগররাষ্ট্র বলতে কী বুঝ?, গ্রিক নগররাষ্ট্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

গ্রিক নগররাষ্ট্র কী?, গ্রিক নগররাষ্ট্র বলতে কী বুঝ?, গ্রিক নগররাষ্ট্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর

উত্তরঃ ভূমিকা : প্রাচীন গ্রিক ছিল সভ্যতার লীলাভূমি। রাষ্ট্রদর্শনের ইতিহাসে গ্রিক নগররাষ্ট্রের ধারণা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাশ্চাত্য রাষ্ট্রদর্শনের পীঠস্থান গ্রিক নগররাষ্ট্রই ছিল গ্রিক রাষ্ট্রদর্শনের সূতিকাগার। বর্তমান বিশ্বের রাষ্ট্রচিন্তার যে ক্রমবিকাশ ও ইতিহাস পাওয়া যায় তার উৎস হলো প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা যা তৎকালীন গ্রিসের নগররাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।

গ্রিক নগররাষ্ট্র : সাধারণত নগররাষ্ট্র (city state) বলতে নগরকেন্দ্রিক রাষ্ট্র বা ”City-based state’ কে বুঝায় । শুধুমাত্র নগরকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাই নগর সভ্যতা বা নগররাষ্ট্র হিসেবে পরিচিত।

যেমন—স্পার্টা, ডেনভার ও এথেন্স প্রভৃতি নগরকে কেন্দ্র করে প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র গড়ে ওঠে। এসব নগররাষ্ট্রসমূহ ছিল রাষ্ট্রদর্শনের ভিত্তিস্বরূপ। বর্তমান বিশ্ব যে রাষ্ট্রচিন্তার উত্তরাধিকারী তা মূলত গ্রিক নগররাষ্ট্রসমূহের চিন্তাচেতনা ও সংস্কৃতিকে ভিত্তি করেই সমৃদ্ধি অর্জন করেছে।

প্রাচীন সভ্যতাসমূহের মতো গ্রিক সভ্যতাও ইজিয়ান সাগর বিধৌত ছোট ছোট সমুদ্র ও দ্বীপমালাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রাচীন গ্রিকরা নিজেদেরকে তাদের আদি মানব ডিওকালিয়েনের পুত্র হেলেনের বংশধর বলে পরিচয় দিতেন। তাই গ্রিক জাতিকে হেলেনিক জাতি এবং গ্রিক সভ্যতাকে হেলেনিক সভ্যতা বলে অভিহিত করা হয়।

এরা খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে হোমারিক যুগে গ্রিস অঞ্চলে বিভিন্ন গোত্রের লোক একত্রিত হয়ে গ্রামীণ জীবন শুরু করে। অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত, প্রাকৃতিকভাবে স্বতন্ত্র এক একটি এলাকা নিয়ে রাজ্য তথা রাজনৈতিক এককের উদ্ভব ঘটে। এ ভূখণ্ড রক্ষার্থে সেনাবাহিনী ও দুর্গের প্রয়োজন হয় ।

সুউচ্চ এবং সুরক্ষিত এসব অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে ব্যাপক জনবসতি। প্রাচীন গ্রিক সভ্যতার ইতিহাসে এগুলোই নগররাষ্ট্র বা চড়ষরং নামে পরিচিত। গ্রিসের বিভিন্ন স্থানে গড়ে উঠা এসব নগররাষ্ট্রের মধ্যে এথেন্স, স্পার্টা, কোরিন্থ প্রভৃতি উল্লেখযোগ্য।

এ সম্পর্কে অধ্যাপক আর্নেস্ট বার্কার (Ernest Barker) Zvi ‘Greek Political Theory’ M«‡š’ e‡jb, “Political thought begins with the Greeks, its origin connected with the calm and clear rationalism of the Greek wind..” অর্থাৎ “গ্রিসের যুক্তিবাদের শান্ত পরিবেশে রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত।”

উপসংহার :

পরিশেষে বলা যায় যে, গ্রিক নগররাষ্ট্র বলতে মানুষের সেই সামাজিক সংগঠনকে বুঝায় যা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে প্রাচীন গ্রিসের বিভিন্ন অঞ্চলকে নিয়ে গঠিত হয়েছিল।

প্রাচীন গ্রিসের এসব নগররাষ্ট্রের সমাজ জীবন, ধর্ম, রাজনীতি নিয়েই আধুনিক রাষ্ট্রচিন্তা সমৃদ্ধি অর্জন করছে যদিও আধুনিক রাষ্ট্রচিন্তার মূলভিত্তি স্থাপিত হয়েছিল ম্যাকিয়াভেলির দ্বারা তথাপি রাষ্ট্রচিন্তার ইতিহাসে গ্রিকদের অবদানই সবার ওপরে।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ ৭১ এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পটভূমি বিশ্লেষণ কর

Leave a Comment