বিষয়: ‘গ্রন্থাগার’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন গ্রন্থাগার, অনুচ্ছেদ গ্রন্থাগার , অনুচ্ছেদ গ্রন্থাগার অনুচ্ছেদ, গ্রন্থাগার অনুচ্ছেদ PDF Download,অনুচ্ছেদ নিয়োগ পরীক্ষায় আসা গ্রন্থাগার, গ্রন্থাগার অনুচ্ছেদ বাংলা ২য় পত্র অনুচ্ছেদ, অনুচ্ছেদ গ্রন্থাগার (PDF Download)
লাইব্রেরি/ গ্রন্থাগার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা:- ০১
লাইব্রেরি হচ্ছে পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহ। ব্যক্তিগত বা পারিবারিকভাবে গড়ে উঠতে পারে লাইব্রেরি । মানুষের চিন্তার অমূল্য সম্পদ রক্ষিত থাকে লাইব্রেরিতে। একজন ব্যক্তির পক্ষে সব ধরনের জ্ঞান আহরণ করা সম্ভব নয়। ফলে প্রয়ােজন হয় লাইব্রেরির। ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছা প্রাধান্য পায়। এখানে ব্যক্তি তার রুচি অনুযায়ী বইয়ের মাধ্যমে ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে তােলেন।
পাবলিক বা পারিবারিক লাইব্রেরিতে সবার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় সকল শ্রেণির মানুষের কথা। চিন্তা করেই গড়ে ওঠে পাবলিক বা পারিবারিক লাইব্রেরি । লাইব্রেরিতে সঞ্চিত থাকে চিন্তার অমূল্য সম্পদ। মানুষের তিল তিল সাধনার বিপুল ঐশ্বর্য সঞিত থাকে এখানে।
একটি জাতিকে উন্নত, শিক্ষিত ও সংস্কৃতিবান করে গড়ে তােলার ক্ষেত্রে লাইব্রেরির অবদান অনস্বীকার্য। লাইব্রেরি সামাজিক অবক্ষয় রােধে ভূমিকা রাখে। লাইব্রেরি তার সঞ্জিত সম্পদ নিয়ে কালের সাক্ষ্য বহন করে। মুছে দেয় অতীত আর বর্তমানের সীমারেখা। কল্যাণমূলক গবেষণা, নিজস্ব চিন্তা-চেতনা প্রভৃতির সমাহার সঞ্চিত থাকে লাইব্রেরিতে। কখনাে বিশেষ প্রয়ােজনে, কখনাে বা মনের খােরাক জোগাতে মানুষ ছুটে যায় লাইব্রেরিতে। যে জাতির সমৃদ্ধ লাইব্রেরি নেই, সে জাতির সমৃদ্ধ ইতিহাসও নেই। লাইব্রেরি শিক্ষা প্রসারের অপরিহার্য অঙ্গ। অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার অনবদ্য হাতিয়ার লাইব্রেরি । তাই লাইব্রেরি প্রতিষ্ঠা ও এর চর্চায় মনােনিবেশ করা আমাদের সবার প্রয়ােজন।
আরো ও সাজেশন:-
লাইব্রেরি/ গ্রন্থাগার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা:- ০২
নানা ধরনের বইয়ের সংগ্রহশালাকে বলা হয় গ্রন্থাগার। গ্রন্থাগারে সঞ্চিত থাকে মানুষের যুগ-যুগান্তরের চিন্তাচেতনা, ধ্যানধারণা ও জ্ঞানের অমূল্য সম্পদ, যা মানুষের জ্ঞানের অতৃপ্ত তৃষ্ণাকে তৃপ্ত করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলাে ছড়িয়ে দেয় বলে গ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয়’।
কোনাে দেশ বা জাতির উন্নত চিন্তা-চেতনা ও মনন গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অতুলনীয়। মানুষের শারীরিক রােগ মুক্তির জন্য যেমন প্রয়ােজন হাসপাতালের, তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়ােজন গ্রন্থাগারের। মানুষের বই পড়ার আগ্রহ থেকেই মূলত গ্রন্থাগারের উৎপত্তি।
গ্রন্থাগার হতে পারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয়। ব্যক্তিগত গ্রন্থাগার গড়ে উঠে ব্যক্তির অভিরুচি অনুযায়ী। আবার পারিবারিক গ্রন্থাগারে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী গ্রন্থ সংগৃহীত হয়। আর সাধারণ গ্রন্থাগার সবার জন্য উন্মুক্ত থাকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মূলত শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গ্রন্থাগার গড়ে উঠে। গ্রন্থাগারের প্রয়ােজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। গ্রন্থাগারে পাঠক সহজেই তার পছন্দের বই পেতে পারে।
একঘেয়ে ক্লান্ত জীবনে বই এনে দেয় প্রাণস্পন্দন। একটি ভালাে বই ভালাে মানুষ গড়ে তুলতে বিশেষ অবদান রাখে। নৈতিক অধঃপতন থেকে ভালাে বই ও ভালাে গ্রন্থাগার মানুষকে রক্ষা করতে পারে। একটি জাতির মেধা-মনন, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালন-পালন করে গ্রন্থাগার। তাই জাতিকে উন্নত, শিক্ষিত ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তােলার ক্ষেত্রে গ্রন্থাগারের অবদান অসামান্য।
আমাদের মতাে উন্নয়নশীল দেশে গ্রন্থাগারের প্রয়ােজনীয়তা উন্নত দেশগুলাের চেয়ে অনেক বেশি। কেননা, মৌলিক চাহিদা মেটাতেই আমরা যেখানে হিমশিম খাই, সেখানে আমাদের পক্ষে বই কিনে পড়া অনেক সময় সম্ভব হয়ে উঠে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক প্রতিদিনের টিফিন-পিরিয়ড বা অন্য অবসর সময়টা আড্ডা ও গল্প-গুজবের মধ্য দিয়ে কাটিয়ে দেয়।
কিন্তু একটা গ্রন্থাগার থাকলে ছাত্র-শিক্ষক তাদের প্রতিদিনের অবসর সময়টা পড়ালেখায় কাটাতে পারেন। গ্রন্থাগার হচ্ছে এক রকম মনের হাসপাতাল। এখান থেকে মানুষ স্বেচ্ছায় স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হতে পারে। তাই মানবজীবনে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম।
লাইব্রেরি/ গ্রন্থাগার অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
লাইব্রেরি/ গ্রন্থাগার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা:- ০৩
সভ্যতার অঙ্গ। দেশ, জাতি, সভ্যতা ও সংস্কৃতির উত্থান-পতনের প্রকৃত পরিচয় পাওয়া যায় গ্রন্থাগারের মধ্যে। বিশ্বের সকল কবি-সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক ও ঐতিহাসিকের সৃষ্টির সঙ্গে আজকের মানুষের পরিচয় করিয়ে দেয় গ্রন্থাগার। তাঁদের অসামান্য সৃষ্টির মধ্যে অবগাহন করে মানুষ অপরিমেয় আনন্দ লাভ করে। গ্রন্থাগার কৌতূহল ও জ্ঞানতৃষ্ণার পরিতৃপ্তি ঘটায়। শিক্ষা ও অবসর বিনােদনের ক্ষেত্রেও গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গ্রন্থাগার হলাে সর্বজনীন পাঠশালা। এখানে জ্ঞানের সাধনার জন্যে সকল মানুষের সাদর আমন্ত্রণ। বিদ্যার বৈচিত্র্যময় উপকরণ সাজিয়ে গ্রন্থাগারগুলাে সারা বিশ্বের জ্ঞানপিপাসুদের জ্ঞানতৃষ্ণা দূর করার জন্যে সগৌরবে দাঁড়িয়ে আছে। অতীতের কোলে যে মনীষীদের কণ্ঠ চিরদিনের মতাে নীরব হয়ে গেছে, গ্রন্থাগারের গ্রন্থরাজির মধ্যে তাঁদের আলােকিত সান্নিধ্য লাভ করা যায়। তাঁদের আবিষ্কৃত জ্ঞানসমুদ্রে অবগাহন করে লাভ করা যায় বিমল আনন্দের অনুভূতি। গ্রন্থাগারের মাধ্যমে দেশ-দেশান্তরের ও যুগ-যুগান্তরের জ্ঞান সাধনার সম্ভার জনগণের উপভােগ্য হয়। গ্রন্থাগারের সান্নিধ্যে এসে জনসাধারণের চিত্তের বিকাশ ঘটে। তাদের জ্ঞানবৃদ্ধি হয়, তারা আনন্দ উপভােগ করে এবং চিন্তাশক্তি জাগ্রত হয়। কাজেই মানবজীবনে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম।
Honors & Degree, HSC, SSC, JSC Suggestion
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
Honors & Degree, HSC, SSC, JSC Suggestion
লাইব্রেরি/ গ্রন্থাগার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা:- ০৪
মানবসভ্যতার ক্রমবিকাশে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। গ্রন্থাগারে সংরক্ষিত থাকে হাজার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির জ্ঞান। শিক্ষান্বেষী মানুষের কাছে তাই গ্রন্থাগার এক জ্ঞানতীর্থ, যেখানে মুক্তির সন্ধান পাওয়া যায়। পাওয়া যায় জীবনের আলোকিত পথ। ধারণা করা হয়, বর্তমান বিশ্বের বিখ্যাত গ্রন্থাগারগুলোর মধ্যে ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম, ফ্রান্সের বিবলিওথিক ন্যাশনাল লাইব্রেরি, মস্কোর লেনিন লাইব্রেরি, আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেস এবং কলকাতার ন্যাশনাল লাইব্রেরি উল্লেখযোগ্য।
বাংলাদেশে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। গ্রন্থাগার হলো বিভিন্ন ধরনের গ্রন্থের সংগ্রহশালা। এ সংগ্রহ ব্যক্তিগত হতে পারে। হতে পারে পারিবারিক ও রাষ্ট্রীয়। তবে বহু মানুষের মিলিত প্রয়াসে সংগৃহীত সাধারণ গ্রন্থাগার থেকে নিজ নিজ প্রয়োজন ও রুচিমাফিক জ্ঞান আহরণ করতে পারে সবাই। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ সংস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ অনেক সরকারি-বেসরকারি অফিস-আদালত ও প্রতিষ্ঠানে গ্রন্থাগার রয়েছে। এসব গ্রন্থাগার ব্যবহারের সুবিধা সংশ্লিষ্ট ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ।
বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। যুক্ত হয়েছে ডিজিটাল গ্রন্থাগার তথা ই-বুক পদ্ধতির গ্রন্থাগার। মানুষ উপলব্ধি করছে দৈহিক চাহিদাই সব নয়। মনেরও খাদ্য প্রয়োজন। আর গ্রন্থাগারই মানুষের মনের পছন্দমাফিক রসদের সন্ধান দিতে পারে। গ্রন্থাগারে সংগৃহীত গ্রন্থ দেশ ও জাতির অমূল্য সম্পদ। আমাদের দেশে পাবলিক লাইব্রেরি, বাংলা একাডেমি গ্রন্থাগার, জাতীয় গ্রন্থকেন্দ্র গ্রন্থাগার, শিশু একাডেমি গ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার, বিশ্বসাহিত্য কেন্দ্রসহ সরকারি-বেসরকারি অসংখ্য গ্রন্থাগার জ্ঞানপিপাসু মানুষের গ্রন্থপাঠের প্রয়োজন মেটাচ্ছে
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
লাইব্রেরি/ গ্রন্থাগার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা:- ০৫
গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এটি মানুষের জ্ঞানের অতৃপ্ত তৃষ্ণাকে তৃপ্ত করতে সহায়তা করে। গ্রন্থাগার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। কেননা, অর্থ শুধু মানুষকে স্বাভাবিক জীবন ধারণে সহায়তা করে কিন্তু গ্রন্থাগারের বই মানুষের মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে। আমাদের স্কুলে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এটি একটি পৃথক ভবনে অস্থিত। আমাদের স্কুল গ্রন্থাগারটি সুসজ্জিত ।
এতে তিনটি বড় বড় কক্ষ রয়েছে। দুটি কক্ষ হলো পাঠকক্ষ। ছেলেমেয়েদের জন্যও পৃথক কক্ষ রয়েছে। অন্য কক্ষে আলমিরার মধ্যে বইগুলো সাজানো থাকে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, অনুবাদ, গল্প, কবিতা, উপন্যাসসহ সব ধরনের বই রয়েছে আমাদের গ্রন্থাগারে। এখানে বিভিন্ন ধরনের প্রায় ৫,০০০ বই আছে। সেগুলো আমাদের বিভিন্ন বিষয়ের সহায়ক বইয়ের অন্তর্ভুক্ত। এখানে ইতিহাস এবং সংস্কৃতির উপরও কিছু দুর্লভ বই রয়েছে। শুধু শিক্ষার্থীরাই গ্রন্থাগার থেকে বই পড়তে ও বাড়িতে নিতে পারে।
এজন্য তাদের গ্রন্থাগার কার্ড দেওয়া হয়ে থাকে। আমাদের স্কুলের গ্রন্থাগারটি তত্ত্বাবধানের জন্য একজন গ্রন্থাগারিক রয়েছেন। একজন ছাত্র একসাথে দুটি বা তিনটি বই নিতে পারে এবং এগুলো এক সাপ্তাহের জন্য বাড়িতে রাখতে পারে।
কিন্তু পাঠকক্ষে সে যত খুশি বই পড়তে পারে। এটি ছটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। আমাদের স্কুল গ্রন্থাগারটি আমাদের নিকট বিরাট আকর্ষণ। সব মিলিয়ে আমাদের স্কুলের গ্রন্থাগারটি একটি সমৃদ্ধ গ্রন্থাগার। সত্যিই আমরা এটির জন্য গর্বিত।
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
- Hon‘s 2nd: Business Communication & Report Writing
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]