গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সবসময় পরুন সাদা রংয়ের টি শার্ট।

গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সবসময় পরুন সাদা রংয়ের টি শার্ট

স্বাস্থ্য রূপচর্চা

Google Adsense Ads

গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সবসময় পরুন সাদা রংয়ের টি শার্ট।

অতি গরমের সময় ছেলেদের সাদা রংঙের টি সার্ট অথবা হালকা সুতি কাপড়ের মান সম্পূর্ণ পোষাক পরিধান করা প্রয়োজন।তাই আমি ও বেছে নিলাম এই গরমে সাদা টি সার্ট।
এবারের ঈদের ছুটিতে ব‍্যস্ত হয়ে পড়লাম নানা পোষাকের মডেলিং করতে এর ই মধ্যে দুটি পোষাকের উপরে মডেলিং করা হয়েছে, ঈদের আগে দিন রাতে, প্রথমবারের মতোই মডেলিং এর খাতায় নিজের ছোট নামটি সংযুক্ত করলাম।এর পরে আজকে ঈদের পরের দিন করলাম ধানমন্ডির একটি অভিজাত মার্কেটে একটি শোরুমে সত্যিই আমার খুবই ভালো লাগছে এই পোষাক শিল্পের সাথে মডেলিং করতে, তবে সময়রেখা জানিনা কোন পর্যায়ে নিয়ে যায় আমাকে, আমি সকলের কাছে দোয়া কামনা করছি যেন আমি আমার কাজে সফল হতে পারি,এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হ‌ই।

গরম যেন দিনে দিনে আতিষ্ট করে ফেলছে এই জন জীবনে, তবে কিছু কিছু পোষাকের মাধ্যমে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে সেই বিষয়ে কিছুটা লেখার চেষ্টা আমার।সত্যিই সময়টা এখন গরমের তীব্রতা গরমের কারণে শরীরের মধ্যে বিভিন্ন রোগের লক্ষণ দেখা দিয়ে থাকে।তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। এই গরমে আরাম পাওয়ার জন্য পোশাক পরিধান নির্বাচনও জরুরি। তবে গরমে পোশাক নির্বাচনে স্বস্তির পাশাপাশি সৌন্দর্যও খেয়াল রাখতে হয় আমাদের। জেনে নিন গরমে আরামের পোশাক-পরিচ্ছদ।

গরমে পোশাকের রঙের চেয়ে বেশি প্রাধান্য দিন কাপড়ের ওপর। ছেলেরা যেহেতু দিনের বেশিরভাগ সময় বাইরে কাটায় তাই আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে সুতির চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। সুতি বা তাঁতে তৈরি কাপড়ের পোশাক হতে পারে আপনার গরমের স্বস্তিদায়ক সঙ্গী।

আমাদের গরমের সময়ে টি শার্ট পড়া জরুরী:

বর্তমানে এই গরম ছাড়াও অন‍্যন‍্য গরমের সময় ছেলেদের জন্য সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে সাদা সুতি কাপড়ের টি শার্ট। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের এই পোশাকের কোনো বিকল্প নেই। কারণ টি-শার্ট জিন্স, গ্যাবাডিন কিংবা অন্য প্যান্টের সঙ্গে বেশ মানিয়ে যায়। আর সব বয়সের মানুষ স্বাচ্ছন্দে তাদের পোশাকের তালিকায় রাখতে পারে এই পোশাক। ফ্যাশানে এখন গোল গলা ও কলারসহ দুই ধরনের টি-শার্টই বেশ চলছে। সেগুলো ফ্যাশানেবল বটে। টি-শার্টের কাপড় সম্পূর্ণ সুতি হলে তা বেশ আরামদায়ক হবে। তবে টি-শার্টেও এসেছে নতুন ডিজাইন। হাফ হাতার নিচের দিকে ও কলারে ভিন্ন কাপড়ের ব্যবহার চলছে।

গরমের সময়ে কটকটে বা গাঢ় কোনো রং অবশ্যই অসহ্য মনে হয়ে থাকে। তাই অধিকাংশ ছেলেরা গরমে বেছে নেন সাদা রঙের পোশাক। এছাড়া ঘিয়া, আকাশী, হালকা সবুজ, বাদামি, পার্পলসহ যেকোনো সহনশীল রং বেছে নিতে পারেন পোশাকে। আবার গরমে গাঢ় রং যে পরাই যাবে না, এমনটা নয়। কালো এবং কালচে শেডের রংগুলো বাদে যেকোনো রঙেই রাঙাতে পারেন নিজের গরমকাল!

সবসময় ঢিলেঢালা পোশাক পড়তে হবে:

টাইট প্যান্ট ফিটিং শার্ট আর যাই হোক গরমের পোশাক হতে পারে না। ট্রেন্ডি ওয়ার্ল্ডের ছেলেরা গরমের ট্রেন্ড হিসেবে বেছে নিতে পারেন ঢিলেঢালা কার্গো বা থ্রি-কোয়ার্টার এবং সাথে হাফ হাতা শার্ট বা টিশার্ট। ব্লক, বাটিক বা টাইডাই করা সুতির হাফ হাতা শার্ট চলতে পারে ফ্যাশনের ট্রেন্ডে। পরতে পারেন ফতুয়াও। জিন্সের ক্ষেত্রে ন্যারো কাটের বদলে স্ট্রেইট কাটের জিন্স হোক এবার আপনার নিউ লুক! আরামের জন্য বেছে নিতে পারেন গ্যাবাডিন প্যান্টও।

যারা চাকরী করেন এই গরমে পোশাকে ব্যাপারে তাদের মাথায় রাখতে হবে অনেক কিছুই! পোশাক হতে হবে এমন যাতে আপনিও স্বাচ্ছন্দে থাকেন আবার ক্লায়েন্টও অস্বস্তিবোধ না করে। পরতে পারেন হাফহাতা সুতি বা ব্লকের শার্ট, পোলো শার্ট অথবা ফতুয়ার সাথে স্ট্রেইট কাটের জিন্স। কিন্তু, অফিস যদি আপনার এই ক্যাজুয়াল লুক মানতে না চায়, তাহলে আর কী করা! পরতে হবে সেই ফরমাল পোশাকই! তবে খেয়াল রাখুন শার্টের কাটিং যেন আপনার জন্য আরামদায়ক হয়। এক্সক্লুসিভ বা বেশি দামের শার্ট যত সুন্দরই হোক না কেন, এই গরমে তা স্বস্তি দেবে না মোটেও। প্যান্টের বেলায় বেছে নিতে পারেন গাঢ় ধূসর, হালকা ধূসর, অফহোয়াইট, বাদামি বা বিস্কিট রং। এই রঙের প্যান্টগুলো পরতে পারবেন যেকোনো শার্টের সাথে। শার্ট পরতে পারেন একরঙা বা সুতির চেক।

Google Adsense Ads

বিভিন্ন উৎসবের সময়ের পোশাক:

গরমের সময় উত্সোবের পোশাক বলতে ফতুয়া বা পাঞ্জাবীই প্রাধান্য পায় বেশি। হাতের কাজ করা সাদা পাতলা ফতুয়া বা পাঞ্জাবী হতে পারে আপনার উৎসবের ভালো পোশাক। সাথে সবসময় পরতে চেষ্টা করুন জিন্স বা একরঙা ট্রাউজার। এতে গরমে যেমন আরাম পাবেন, তেমনি আপনাকে দেখে চোখ জুড়াবে সবার।

তাইতো কথা না বাড়িয়ে “রংয়ের মেলা”পোষাক ও ফ‍্যাশন হাউজের সঙ্গে যুক্ত করলাম নিজেকে মডেলিং করতে তবে আমি বেছে নিয়েছি সাদা রংয়ের টি শার্ট আর আমার সাথে ছিলেন মডেল ইফরান।দুজনে খুবই আনন্দের সাথেই এই মডেলিং কাজটি সম্পূর্ণ করলাম।ধন্যবাদ সবাইকে।

লেখক সাংবাদিক
ও মডেল
মো:ফিরোজ খান

Google Adsense Ads

1 thought on “গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে সবসময় পরুন সাদা রংয়ের টি শার্ট

  1. অনেক সুন্দর এবং হেল্পফুল পোস্ট এক কথায় খুব চমৎকার লিখেসেন।

    বেস্ট কোয়ালিটি ও ভালো মানের টি শার্ট এর কালেকশন পাবেন একমাত্র আমাদের কাসে।

    টি শার্ট দেখতে নিচের লিংকে ক্লিক করে আমাদের গ্রুপ এর মেম্বার হয়ে নিন।

    আপনাদের ভালো মানের সার্ভিস দেওয়া আমাদের একমাত্র লক্ষ।

    https://www.facebook.com/groups/3672542332829317/?ref=share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *