খোলাফায়ে রাশেদিন কারা, খলিফা শব্দের অর্থ কি, ‘খলিফা’ ও ‘খিলাফত’ শব্দের অর্থ কি, খোলাফায়ে রাশেদিন’ অর্থ কি

খোলাফায়ে রাশেদিন কারা, খলিফা শব্দের অর্থ কি, ‘খলিফা’ ও ‘খিলাফত’ শব্দের অর্থ কি, খোলাফায়ে রাশেদিন’ অর্থ কি

খোলাফায়ে রাশেদিন কারা ?
উত্তর : মহানবি (সা.)-এর ইন্তেকালের পর যে চার জন সাহাবি হযরতেরই প্রতিনিধি রূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের সর্বাধিনায়কত্ব করে গেছেন, তাঁরাই মুসলিম জাহানের ইতিহাসে ‘খোলাফায়ে রাশেদিন’।

খলিফা শব্দের অর্থ কি? অথবা, ‘খলিফা’ ও ‘খিলাফত’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘খলিফা’ শব্দের অর্থ প্রতিনিধি আর ‘খিলাফত’ শব্দের অর্থ প্রতিনিধিত্ব ।

খোলাফায়ে রাশেদিন’ অর্থ কি?
উত্তর : খোলাফায়ে রাশেদিন-এর অর্থ সত্য বা ন্যায় পথগামী ।

খোলাফায়ে রাশেদিনগণ কত বছর শাসনকার্য পরিচালনা করেন?
উত্তর : খোলাফায়ে রাশেদিনগণ (৬৩২-৬৬১ খ্রিস্টাব্দ) পর্যন্ত সর্বমোট ৩০ বছর শাসনকার্য পরিচালনা করেন।

কত খ্রিস্টাব্দে হযরত আবুবকর (রা.) খলিফা নির্বাচিত হন?
উত্তর : ৬৩২ খ্রিস্টাব্দে।

‘সিদ্দিক’ শব্দের অর্থ কি?
উত্তর : সত্যবাদী।

রিদ্দা শব্দের অর্থ কি?
উত্তর : প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া ।

কয়েকজন ভন্ডনবির নাম উল্লেখ কর।
উত্তর : ভণ্ডনবি- ১. মুসায়লামা, ২. আসওয়াদ আনসী, ৩. তোলায়হা ও ৪. সাজাহ ।

মুসায়লামা কে ছিলেন?
উত্তর : একজন শক্তিশালী ভণ্ডনবি ছিলেন।

কোন খলিফাকে ‘ইসলামের ত্রাণকর্তা বলা হয়?
উত্তর : খলিফা হযরত আবুবকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা’ বলা হয় ।

ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন?
উত্তর : ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা ছিলেন- হযরত ওমর (রা.)।

হযরত ওমর (রা.) কত খ্রিস্টাব্দে খলিফা হন?
উত্তর : ৬৩৪ খ্রিস্টাব্দে ।

হিজরি সনের প্রবর্তক কে?
উত্তর : হযরত ওমর (রা.)।

বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : হযরত ওমর (রা.)।

হযরত ওমর (রা.) কখন মিশর জয় করেন?
উত্তর : ৬৪১ খ্রি. হযরত ওমর মিশর জয় করেন।

“মজলিশ-উস-শূরা” কে প্রবর্তন করেন?
উত্তর : হযরত ওমর (রা.)।

আরো ও সাজেশন:-

মজলিশ-উশ-শূরা কয়ভাগে বিভক্ত ও কি কি?
উত্তর : দুই ভাগে। যথা- (ক) মজলিশ-উল-আম এবং (খ) মজলিশ-উল-খাস ।

আল গনিমত কি?
উত্তর : যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত সম্পদ ।

দিওয়ান কি?
উত্তর : রাজস্ব আদায় ও বণ্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ হযরত ওমর (রা.) প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয় ।

জিজিয়া কি?
উত্তর: জিজিয়া আসা মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অনুসৰ্পিন প্রজাদের জানমাল রক্ষায় নিরাপত্তা কর।

উত্তর কি?
উত্তর: উত্তর হলো বাণিজ্য কর।

হযরত ওসমান (রা.) ইসলামের কতজন খপিকা ছিলেন?
উত্তর : হযরত ওসমান (রা.) ইসলামের তৃতীয় খলিফা ছিলেন।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ওসমান (রা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
উত্তর : হযরত ওসমান (রা.) ৫৭৩ খ্রিস্টাব্দে (মতান্তরে ৫৭ খ্রি.) মক্কার বিখ্যাত কুরাইশ বংশের উমাইয়া গোলে জারণ কর।

‘জুরাইন কাকে বলা হয়।
উত্তর : হযরত ওসমান (রা.) কে ‘অনুরাইন’ বলা হয়।

গোপাকারে রাশেদিনের ৪র্থ অধিকার নাম কি?

উত্তর : হযরত আলী (রা.)।

হযরত আলী (রা.) কত খ্রিস্টাব্দে অক
উত্তর : হযরত আলী (রা.) ৩০০ খ্রিস্টাব্দ

‘আসাদুল্লাহ’ কার উপাধি ছিল?

উত্তর : হযরত আলী (রা.)।

কত বছর বয়সে হযরত আলী (রা.) ইসলাম গ্র
উত্তর: ১০ বছর বয়সে। ৫০০৩২, উত্তর যুদ্ধ কত সালে সবেচিত হয়?

সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : সিফফিনের যুদ্ধ ৬৫৭ সালে সংঘটিত হয়।

হযরত আলী (রা.) কত খ্রিস্টাব্দে শাহাদৎ বরণ করেন?
উত্তর : হযরত আলী (রা.) ৬৬১ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি আব্দুর রহমান ইবনে মুলজামের বিষাক্ত ছুরির আঘাতে শাহাদাৎবরণ করেন।

Leave a Comment