খালুর জ্বলছে তালু

Google Adsense Ads

♥ খালুর জ্বলছে তালু♥
♦ শ্যামল বণিক অঞ্জন♦

খালুর জ্বলছে তালু
কিনতে গিয়ে আলু,
আলুর মূল্য শুনে খালুর
মাথাই আলুথালু!

পিঁয়াস রসুন আদা
কিনতে পকেট সাদা,
দ্রব্যমুল্য খালুর কাছে
যেন গোলকধাঁধা!

ঝিঙে বেগুন পটল
বিক্রেতা ভাই অটল,
দামের তাপে টাকে ধোঁয়া
ঠাসেন খালু জল!

শিম কপি আর লাউ
নেই তো কেনার ভাও,
এ সবে হায় আগুন যেন
জ্বলছে যে দাউ দাউ!

হরেক রকম শাক
বিক্রেতা দেয় হাঁক
“এক জোড়া বিশ,এক জোড়া বিশ,
কম দিলে ভাই থাক,।

মনে নিয়ে শঙ্কা
কিনতে গেলো লঙ্কা,
দামের ঝাঁজে কাশেন খালু
বুকে বাজে ডঙ্কা!

কাঁচা পেঁপের কাছে
হাঁফ ছেড়ে খালু বাঁচে,
এক কিলো বিশ, দামটা শুনে
আনন্দে মন নাচে!

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment