Advertisement
প্রশ্ন সমাধান: ক্ষুদ্র ব্যবসায়ের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর, জেনে নিন ক্ষুদ্র ব্যবসায় ব্যর্থতার দূরীকরণের উপায়সমূহ, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায়ের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর, জেনে নিন ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায় ব্যর্থতার দূরীকরণের উপায়সমূহ
যেসকল ব্যবসা প্রতিষ্ঠান কম পরিমাণ মূলধন নিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র ব্যবসা বলে । ক্ষুদ্র ব্যবসায়ের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় যা এর প্রসারকে বাধাগ্রস্ত করে। সুতরাং ক্ষুদ্র ব্যবসায়ের অসুবিধা দূরীকরণে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।
ক্ষুদ্র ব্যবসায়ের অসুবিধা দূরীকরণের উপায়সমূহ : নিম্নে ক্ষুদ্ৰ ব্যবসায়ের ও সুবিধা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা করা হলো :
১. পর্যাপ্ত মূলধন সরবরাহ : মূলধনের স্বল্পতা ক্ষুদ্র ব্যবসায়ের সবচেয়ে বড় অসুবিধা। মূলধনের সরবরাহ নিশ্চিত করতে পারলে ও ব্যবসায়ের অসুবিধা দূরীকরণ সম্ভব হবে। সাথে সাথে ক্ষুদ্র ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে।
২. ঋণ সরবরাহ : ঋণের স্বল্পতা ক্ষুদ্র ব্যবসাকে ধ্বংস করে দেয়। যথাসময়ে পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত করতে পারলে ক্ষুদ্র ব্যবসায়ের প্রসার ঘটানো সম্ভব হবে ।
৩. উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান : যারা ক্ষুদ্র ব্যবসায়ের সাথে জড়িত তাদের অধিকাংশই অশিক্ষিত এবং অনভিজ্ঞ। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে এ ব্যবসায় তারা একটি ভাল অবস্থান গড়ে তুলতে পারবে।
আরো ও সাজেশন:-
Advertisement
৪. সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি : সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সমস্যার সমাধান করতে পারবে। সরকারী সহয়তা অব্যাহত থাকলে ব্যবসা বাণিজ্যে সফল হওয়া সম্ভব ।
৫. পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ : যেহেতু ক্ষুদ্র ব্যবসা গড়ে উঠে কাঁচামালের ভিত্তিতে সেহেতু সময়মত পর্যাপ্ত কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে পারলে এ সমস্যার সমাধান হয়ে যাবে ।
৬. যোগাযোগ ও পরিবহণ সমস্যার সমাধান : ক্ষুদ্র ব্যবসায়ের অন্যতম প্রতিবন্ধকতা হলো যোগাযোগ ও পরিবহণ সমস্যা। এ অসুবিধার ফলে অনেক সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দেয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ক্ষুদ্র ব্যবসায়ের অসুবিধা দূরীকরণে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ অবশম্ভবী। এসকল পদক্ষেপের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে ক্ষুদ্র ব্যবসায়ের প্রসার ঘটবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীগণ জাতীর উন্নয়নে অবদান রাখতে পারবে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 2
Advertisement 3