ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়ন,ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎসসমূহ আলোচনা কর,ক্ষুদ্র ব্যবসার বিকাশ ঘটাতে অর্থায়ন, ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়ন নানা উৎস

Advertisement

প্রশ্ন সমাধান: ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়ন,ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎসসমূহ আলোচনা কর,ক্ষুদ্র ব্যবসার বিকাশ ঘটাতে অর্থায়ন, ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়ন নানা উৎস, ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎসসমূহ ব্যাখা করো

অর্থের সংস্থান কোন প্রতিষ্ঠানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ । মূলত অর্থের সংস্থানের উপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। তিনটি পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ে অর্থের প্রযোজন হয়। যেমন ব্যবসা শুরুর জন্য দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের জন্য ।

ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎসসমূহ : নিম্নে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থ সংস্থানের উৎস তুলে ধরা হলো : (ক) অভ্যন্তরীণ উৎস : অভ্যন্তরীণ উৎসের মধ্য রয়েছে

(i) সংরক্ষিত মুনাফা
(ii) অপচয় তহবিল
(iii) স্থায়ী সম্পদ বিক্রি
(iv) আয়কর সঞ্চিতি
(v) কু-ঋণ সঞ্চিতি
(vi) কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল
(vii) স্থানীয় সম্পদের মেয়দোত্তীর্ণ ব্যবহার ।

খ) বাহ্যিক উৎস : বাহিজ্যক উৎসের আবার দুটি ভাগ
রয়েছে। যথা

১. মালিকের উৎস এবং
২. পাওনাদাদের উৎস ।


আরো ও সাজেশন:-

Advertisement

পাওনাদারের উৎসের মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক উৎস এবং প্রাতিষ্ঠানিক উৎস ।

(ক) প্রাতিষ্ঠানিক উৎস :
(i) বাণিজ্যিক ব্যাংক
(ii) নিবিয়োগ ব্যাংক
(iii) বিমা কোম্পানি
(iv) ইজারা কোম্পানি
(v) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
(vi) মূলধন বাজার

(খ) অ-প্রাতিষ্ঠানিক উৎস :
(i) দেয় হিসাবসমূহ
(ii) দেয় নোটসমূহ
(iii) বন্ধক
(iv) মহাজন ও সুদের কারবারী
(v) বকেয়া খরচসমূহ
(vi) বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উল্লিখিত উৎস হতে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থের সংস্থান হয়ে থাকে ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Advertisement 5

Advertisement 2

Advertisement 2

Advertisement 3

Leave a Comment