ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সাথে গতানুগতিক ঋণ ব্যবস্থার পার্থক্য বর্ণনা কর।, ক্ষুদ্র ঋণ ও গতানুগতিক ঋণ ব্যবস্থার মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা কর

Advertisement

ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সাথে গতানুগতিক ঋণ ব্যবস্থার পার্থক্য বর্ণনা কর।, ক্ষুদ্র ঋণ ও গতানুগতিক ঋণ ব্যবস্থার মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা কর।

উত্তর : ভূমিকা : ক্ষুদ্রঋণ ও প্রচলিত ঋণ উভয়ই ঋণ। ক্ষুদ্রঋণ প্রচলিত ঋণের একটি অংশ। ক্ষুদ্রঋণ ও প্রচলিত ঋণের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা উভয়কে পৃথক করে দেয়।
ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ও গতানুগতিক ঋণ ব্যবস্থার পার্থক্য : নিম্নে ক্ষুদ্র ঋণ ও গতানুগতিক ঋণ ব্যবস্থার মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা করা হলো-

১. সংজ্ঞাগত পার্থক্য : দরিদ্র কৃষক, ক্ষুদ্র পেশায় নিয়োজিত ব্যক্তি, বিত্তহীন পুরুষ ও মহিলাদেরকে ক্ষুদ্র আকারে শর্তযুক্ত ও পরিশোধ্য ব্যক্তিভিত্তিক বা গ্রুপভিত্তিক প্রদত্ত ঋণকে ক্ষুদ্র ঋণ বলা হয় । পক্ষান্তরে, অর্থনৈতিক বিভিন্ন প্রয়োজনে নির্দিষ্ট সময়ে পরিশোধ্য নগদ অর্থ বা দ্রব্য গ্রহণকে গতানুগতিক ঋণ বলা হয়।

২. ঋণের লক্ষ্যভিত্তিক পার্থক্য : দরিদ্র কৃষক, ক্ষুদ্র পেশায় নিয়োজিত ব্যক্তি, বিত্তহীন পুরুষ ও মহিলার দারিদ্র্য বিমোচনই হলো ক্ষুদ্র ঋণের লক্ষ্য। অপরদিকে, ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন হলো গতানুগতিক ঋণের মূল লক্ষ্য।

৩. পরিমাণভিত্তিক পার্থক্য : উদ্দেশ্যের উপর ভিত্তি করে ক্ষুদ্রঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। অপরদিকে, গতানুগতিক ঋণের পরিমাণ যেকোনো পরিমাণ হতে পারে।

৪. জামানতভিত্তিক পার্থক্য : ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে জামানত নিরাপত্তা প্রয়োজন হয় না। পক্ষান্তরে, গতানুগতিক ঋণের ক্ষেত্রে জামানত নিরাপত্তা অতীব গুরুত্বপূর্ণ ।

৫. ঋণ খেলাপির সমস্যাভিত্তিক পার্থক্য : ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ঋণ খেলাপির সমস্যা খুব বেশি আশঙ্কা সৃষ্টি করে না। অপরদিকে, গতানুগতিক ঋণের ক্ষেত্রে ঋণ খেলাপির সমস্যা ঋণ প্রদানকারী ব্যাংকের অস্তিত্বের সংকট ডেকে আনে ।

৬. মনিটরিং ব্যবস্থাভিত্তিক পার্থক্য : ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরালো হয় কারণ জামানতের ব্যবস্থা গ্রহণ করা হয় না। পক্ষান্তরে, গতানুগতিক ঋণের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা শিথিল থাকে ।

Advertisement

৭. তহবিল বহুধাকরণভিত্তিক পার্থক্য : ক্ষুদ্র ঋণের বেলায় ঋণদানকারী প্রতিষ্ঠানের তহবিল বহুধাকরণ হয়। পক্ষান্তরে, গতানুগতিক ঋণ একমুখী হওয়ায় ঋণের ক্ষেত্রে কেন্দ্রীভূতকরণ
দেখা যায়। ক্রম ব্যাতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম বাতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম বাতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম বাতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম ব্যক্তিত্বে

৮. রাজনৈতিক চাপ : ক্ষুদ্র ঋণের পেছনে রাজনৈতিক দলীয়করণের প্রভাব কম থাকলেও গতানুগতিক ঋণের ক্ষেত্রে রাজনৈতিক চাপ পরিলক্ষিত হয়ে থাকে। ফলে ঋণখেলাপিরাও রাজনৈতিক আশ্রয়ে নীতিবহির্ভূত কাজ করতে সাহস পায় ।

Advertisement 2

উপসংহার : উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায় যে, ক্ষুদ্র ঋণ ও গতানুগতিক ঋণের ক্ষেত্রে উপরিউক্ত পার্থক্যগুলো বিদ্যমান ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

Advertisement 5

আর্টিকেলের শেষ কথাঃ ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সাথে গতানুগতিক ঋণ ব্যবস্থার পার্থক্য বর্ণনা কর।, ক্ষুদ্র ঋণ ও গতানুগতিক ঋণ ব্যবস্থার মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা কর।, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ও প্রচলিত ঋণ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ কর।

Advertisement 2

Advertisement 3

Leave a Comment