Advertisement
প্রশ্ন সমাধান: ক্রেতা ও ভোক্তা পার্থক্য, ক্রেতা vs ভোক্তা পার্থক্য, ক্রেতা ও ভোক্তা তুলনামূলক আলোচনা, ভোক্তা ও ক্রেতা মধ্যে পার্থক্য, ক্রেতা ও ভোক্তা কাকে বলে,তুলনা করি: ক্রেতা ও ভোক্তা আলোচনা
ভোক্তা (Consumer):
ভোক্তা হলো কোনো ব্যাক্তি যিনি তার ব্যক্তিগত পছন্দ বা প্রয়োজনে পণ্যসামগ্রী বা সেবা ক্রয় করেন এবং তা নিঃশেষ করেন। অর্থাৎ যে সকল ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কোনও বিক্রেতা হতে পণ্য বা সেবা ক্রয় করেন এবং সেই পণ্য বা সেবার উপযোগ নিঃশেষ করেন তাকে ভোক্তা বলে। অর্থনীতিতে যে ব্যক্তি ভোগ করে তিনিই ভোক্তা। কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলা হয়।
ভোক্তারা একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তার চাহিদা ছাড়া, উৎপাদকদের উৎপাদনের মূল প্রেরণার একটি চাবিকাঠি হারাবে তা হল- ভোক্তাদের কাছে বিক্রি। ভোক্তা এছাড়াও বিতরণের শৃঙ্খলের একটি অংশ।
আরো ও সাজেশন:-
ক্রেতা (Customer):
যে পণ্য বা সেবা ক্রয় করে তাকে ক্রেতা বলে। ক্রেতা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোগ অথবা পরবর্তী উৎপাদনের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ও সেবাকর্ম মূল্যের বিনিময়ে ক্রয় করে থাকে তাকে ক্রেতা বলে। ক্রেতা অর্থে এমন মানুষকে বোঝনো হয় যে নির্দিষ্ট সম্পদের বিনিময়ে বিপরীত পক্ষ হতে দুই জনের মতামতের ভিত্তিতে সুবিধা গ্রহণ করে। যখন কোনো মানুষ কিছু সম্পদের ক্রেতার ভুমিকা পালন করে, তখন ক্রেতার সংজ্ঞাতে এক নতুন অর্থ যোগ হয়।
Advertisement
যেমন, ক্রেতা বলতে সেই মানুষকে বোঝানো হয় যে সমাপনী পণ্য ক্রয় করে, সাধাণত পুনঃবিক্রয়ের উদ্যেশ্যে, উৎপাদনের, সরকার বা প্রতিষ্ঠানের জন্য। বিক্রয় ব্যবস্থাপনায়, ক্রেতা এমন এক সত্তা যে কোন কিছু ক্রয় করার সিদ্ধান্ত নেয়। একজন ক্রেতার সাধারণ দায়িত্ব হল সর্বোচ্চ মানের পণ্য সর্বনিম্ন দামের সাহায্যে ক্রয় করা। এটা গবেষণা, দর প্রস্তাব এবং প্রাপ্ত তথ্য মুল্যায়নের মাধ্যমে সম্ভব।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য :-
ক্রেতা :-
- ক্রেতা হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পরবর্তীতে বিক্রয়, ব্যবহার বা ভোগের জন্য পণ্য ক্রয় করে থাকে।
- ক্রেতা বিভিন্ন উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। তার পণ্য ক্রয়ের উদ্দেশ্য হতে পারে সরাসরি ক্রেতা মূল্য পরিশোধ করে পণ্য ক্রয় করে।
- ব্যবহার বা পুনঃবিক্রয় বা নতুন পণ্য উৎপাদন।
- ক্রেতা রূপগত, স্থানগত, সময়গত ও প্রচারগত উপযোগ সৃষ্টি করতে পারে ।
- ক্রেতা পণ্যের বণ্টনপ্রণালির সর্বস্তরে বিরাজ করে।
ভোক্তা :-
- ভোক্তা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে পণ্য বা সেবা চূড়ান্তভাবে ভোগ বা ব্যবহার করে থাকে।
- ভোক্তার একমাত্র উদ্দেশ্য পণ্য বা সেবা সরাসরি ভোগ বা ব্যবহার করা।
- ভোক্তাকে পণ্য বা সেবা ভোগ করার জন্য মূল্য পরিশোধ করতেই হবে এমন নয়। দান, উপহার বা অন্যের ক্রয়কৃত পণ্য পেয়ে ভোক্তা ভোগ করতে পারে।
- ভোক্তা উপযোগ সৃষ্টি করার পরিবর্তে পণ্যের উপযোগ নিঃশেষ করে।
- ভোক্তা পণ্যের বণ্টন প্রণালির সর্বশেষ স্তরে বিরাজ করে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
তুলনা রেখাচিত্র
তুলনা করার জন্য বেস | ক্রেতা | উপভোক্তা |
---|---|---|
অর্থ | পণ্য বা পরিষেবাগুলির ক্রেতা গ্রাহক হিসাবে পরিচিত। | পণ্য বা পরিষেবাগুলির শেষ ব্যবহারকারী একজন গ্রাহক হিসাবে পরিচিত। |
পুনরায় বিক্রয় করা | একজন গ্রাহক একটি ব্যবসায়িক সত্তা হতে পারেন, যিনি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে এটি কিনতে পারেন। | না |
পণ্য ক্রয় | হ্যাঁ | জরুরী না |
উদ্দেশ্য | পুনরায় বিক্রয় বা গ্রাহক | খরচ |
পণ্য বা পরিষেবা মূল্য | গ্রাহক প্রদত্ত | ভোক্তার দ্বারা প্রদান করা হতে পারে না |
ব্যক্তি | ব্যক্তি বা সংস্থা | ব্যক্তি, পরিবার বা ব্যক্তিদের গ্রুপ |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 2
Advertisement 3