ব্যবস্থাপনা বিভাগ
MBA Final Year
বিষয়ঃ কৌশলগত ব্যবস্থাপনা(Strategic Management)
কোর্স শিক্ষকের নামঃ মো: ফারুক হোসেন
প্রশ্নঃ কৌশলগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
উত্তরঃ বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক কারবার জগতে কারবারের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করা হয়।
কৌশলগত ব্যবস্থাপনা ঃ যে প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক বিশ্বে বৃহদায়তন প্রতিষ্ঠানমূহের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার নামই হলো কৌশলগত ব্যবস্থাপনা। নিম্নে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদদের সংজ্ঞা উল্লেখ করা হলো:
১। পিয়ার্স ও রবিনস্- এর মতে,”কৌশলগত পরিকল্পনা এমন একটি প্রক্রিয়া যেখানে সংগঠনের উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে।”
২। Willium F Gluecks-এর মতে,”কৌশলগত ব্যবস্থাপনা হলো কতিপয় সিদ্ধান্ত ও কর্মপ্রক্রিয়ার সমষ্টি যা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য কার্যকর কৌশল বা কৌশলসমূহের উন্নয়ন ঘটায়।”
৩। James A.F. Storner & C. Wankel-এর মতে,” পরিবেশের প্রতি সতর্ক থেকে যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলি সংজ্ঞায়িতকরণ ও তা অর্জনের জন্য কর্মপন্থা গ্রহণ করা হয় তাকে কৌশলগত ব্যবস্থাপনা বলা হয়।”
৪। L.T. Byars L.W. Raw -এর মতে,”কৌশলগত ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপকরা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কার্যকরীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রাখে।”
৫। Weihrich & Koonze- এর মতে,”কৌশলগত ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদি উদ্দেশ্য নির্ধারণ এবং তা বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণ এবং এ লক্ষ্য অর্জনের জন্য উপায় উপকরণাদির প্রয়োজনীয় বরাদ্দকরণের সাথে সরাসরি সম্পর্কযুক্ত থাকে। “
পরিশেষে বলা যায় যে, বর্তমানে বিশ্বে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে প্রতিষ্ঠান যেন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে ও বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারে তার জন্য কৌশলগত ব্যবস্থাপনার উদ্ভব।
- লেবু কি পারে করোনাধ্বংস করতে !!!
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- বিক্রয়ের উপরে করের প্রভাব বিস্তারিত আলোচনা কর
- ইজারার চলতি ও ইজারার অচলতি পার্থক্য । ইজারার চলতি vs ইজারার অচলতি পার্থক্য
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর