প্রশ্ন সমাধান: কোটা ও শুল্ক পার্থক্য, কোটা vs শুল্ক পার্থক্য, কোটা ও শুল্ক তুলনামূলক আলোচনা, শুল্ক ও কোটা মধ্যে পার্থক্য, কোটা ও শুল্ক কাকে বলে,তুলনা কোটা: কোটা ও শুল্ক আলোচনা,
আমদানি ও রপ্তানি বাণিজ্যের থেকে ধার্যকৃত চার্জসমূহকে শুল্ক বলে। অন্যদিকে সরকার কর্তৃক পরিমাণ মূল্যের দিক থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য যে সীমা বেঁধে দেয়া হয় তাই কোটা। কোটা এবং শুল্কের মধ্যে সাধারণত নিম্নোক্ত পার্থক্যগুলো পরিলক্ষিত হয় ।
১. নমনীয়তা : কোটা আমদানি বা রপ্তানির উপর পরিমাণগত বাধা নির্দেশ করে । অর্থাৎ কোটা একটি অনমনীয় পদ্ধতি। পক্ষান্তরে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের একটি পদ্ধতি হিসেবে শুল্ক অনেকটা নমনীয় এবং এর পরিমাণগত প্রভাব কোটার তুলনায় কম ।
২. সংরক্ষণ প্রভাব : কোটার সংরক্ষণ প্রভাব শতকরা একশ ভাগ । পক্ষান্তরে, শুল্কের এ প্রভাব কোটার মতো নয়। কারণ শুল্ক পরিশোধ সাপেক্ষে যেকোনো পরিমাণ দ্রব্য আমদানি ও রপ্তানি করা হয়।
৩. প্রতিক্রিয়া : কোটা সাধারণত প্রতিষ্ঠিত আমদানিকারক ও রপ্তানিকারকদেরকে বেশি সহায়তা করে। অর্থাৎ কোটা লাইসেন্স বিতরণে বৈষম্যমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু এ ধরনের বৈষম্য শুল্কের বেলায় সাধারণত পরিলক্ষিত হয় না ।
৪. মূল্য প্রভাব ও পরিমাণগত প্রভাব : শুল্কের মূল্য প্রভাব নিশ্চিত কিন্তু পরিমাণগত প্রভাব অনিশ্চিত। অপরদিকে, কোটার পরিমাণগত প্রভাব নিশ্চিত কিন্তু মূল্য প্রভাব অনিশ্চিত ।
৫. যোগান ও চাহিদার ভূমিকা নির্ধারণে’ পণ্যের যোগান এবং চাহিদার ভূমিকা বজায় থাকে। : শুল্কের ক্ষেত্রে মূল্য কিন্তু কোটা পণ্যের যোগান সীমিত করে বাজার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করে।
৬. রাজস্ব প্রভাব : শুল্কের রাজস্ব প্রভাব আছে। শুল্ক আরোপের ফলে সরকার রাজস্ব ক্ষেত্রে কিছুটা লাভবান হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে কোটা সরকারের জন্য কোনো রাজস্ব আনতে পারে না।
৭. একচেটিয়া ক্ষমতা : কোটা পদ্ধতির আওতায় আমদানি বা রপ্তানিকারকেরা একচেটিয়া ক্ষমতা অনেক সময় ভোগ করতে পারে যা শুল্কের বেলায় প্রযোজ্য নয়।
৮. বাজার ও উৎপাদক রক্ষা : শুল্ক অভ্যন্তরীণ বাজারকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করে কিন্তু কোটা দেশীয় অদক্ষ উৎপাদকগণকে বিদেশি প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ দক্ষ উৎপাদকগণের বিরুদ্ধে টিকে থাকার জন্য আশ্রয় প্রদান করে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, শুল্ক ও কোটার কিছু পার্থক্য উপরে আলোচিত হয়েছে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা অর্থসংস্থানের সুবিধা ও অসুবিধা সমূহ লিখ, ইজারা অর্থসংস্থানের সুবিধা ও অসুবিধা গুলো বিস্তারিত আলোচনা কর
- ইজারা অর্থসংস্থানের আর্থিক প্রভাব সমূহ আলোচনা কর
- অপারেশন চুক্তি কি ও ব্ল্যাক সোলস মডেল ব্যাখ্যা কর
- ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝ উদাহরণসহ বিস্তারিত আলোচনা কর
- বিভিন্ন প্রকার অপারেশন চুক্তি এর বর্ণনা সহ আলোচনা করো, অপারেশনাল-স্তরের চুক্তি
- Investment Bank সীমাবদ্ধতা আলোচনা কর, Investment Bank অসুবিধা আলোচনা করো, Investment Bank বিপক্ষে তোমার যুক্তি দেখাও