কেন্দ্রীয় প্রবণতা কি?, কেন্দ্রিয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ কর।, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি?

Advertisement

কেন্দ্রীয় প্রবণতা কি?, কেন্দ্রিয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ কর।, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি?

কেন্দ্রীয় প্রবণতা কি?
উত্তর : সাধারণত পরিসংখ্যানিক উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের চতুর্দিকে ঘনীভূত হওয়ার ঝোক বা প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে ।

কেন্দ্রিয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো উল্লেখ কর।
উত্তর : কেন্দ্রিয় প্রবণতা পরিমাপের পদ্ধতি ৩টি। যথা- ১.গড়, ২. মধ্যমা ও ৩. প্রচুরক।

কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি? অথবা, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে জনপ্রিয় পরিমাণ কোনটি?
উত্তর : গাণিতিক গড়। প্রযোজিত গড়

যোজিত গড় কি?
উত্তর : কোন তথ্য নিবেশনে বিভিন্ন তথ্যের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে যোজিত গড় বলে ।

যোজিত গড় নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর :

মধ্যমা কি?
উত্তর : যে মানটি তথ্য নিবেশনকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলে।

মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : মধ্যমা নির্ণয়ের সূত্রটি হলো:

Advertisement

উপাত্ত থেকে মহামা দেয় কর :- ৮, ৫, ১০,
উ : উপর মামা ৬.৫।

FGD এর পূর্ণরূপ লিখ। ২০১৯ সালে যা এসেছিল।
উত্তর : FGD- এর পূর্ণ হলো- Focus Group

BAD জ্যামিতিক গড় বলতে কী বুঝ?
উত্তর : কোনো সমজাতীয় রাশি তথ্যমালার যতগুলো রাশি বা মান থাকে তার সবগুলোকে একত্রে গুণ করে গুণফলের তত মূলকে জ্যামিতিক গড় বা গুণিতক গড় বলা হয়।

ধনাত্মক বঙ্কিমতা কি?
উত্তর : রাশিগুলোর ঘনত্ব বামদিক থেকে ডান দিকে অপেক্ষাকৃত অধিক হলে তাকে ধনাত্মক বঙ্কিমতা বলে।

Advertisement 5

Advertisement 2

Advertisement 2

Advertisement 3

Leave a Comment