কৃষি কি?,বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?,জিডিপি বলতে কী বোঝায়?, VGF – এর পূর্ণরূপ কি?

কৃষি কি?,বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?,জিডিপি বলতে কী বোঝায়?, VGF – এর পূর্ণরূপ কি?

কৃষি কি?
উত্তর : মানুষের আদিম পেশা হচ্ছে কৃষি।

বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? উত্তর : ১৩.৪৭% ।

জিডিপি বলতে কী বোঝায়?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে।

VGF – এর পূর্ণরূপ কি?
উত্তর : VGF এর পূর্ণরূপ হলো- Vulnerable Group Feeding

‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ‘Urbanism’ শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন।

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
উত্তর : ২,২২৭ মার্কিন ডলার।

বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান কত?
উত্তর : বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান ৩৪.৯৯ শতাংশ।

রেমিট্যান্স কি?
উত্তর : বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই হলো রেমিট্যান্স।

সামাজিক অসমতা কাকে বলে?

উত্তর : সমাজে পদমর্যাদা, সম্পদ, সুযোগ ইত্যাদির ক্ষেত্রে অশোভন অন্যান্য পার্থক্যকেই সামাজিক অসমতা বলে ।

সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন কয়টি?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন ৪টি। যথা- ১. দাসপ্রথা ২. এস্টেট প্রথা ৩. জাতিবর্ণ প্রথা এবং ৪. সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা।

BRAC-এর পূর্ণরূপ কি?
উত্তর : BRAC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Advancement Committee.

BRDB – এর পূর্ণরূপ কি?
উত্তর : BRDB -এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Development Board.

বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমি (BARD) এর প্রতিষ্ঠাতার নাম লিখ ।
উত্তর : ড. আকতার হামিদ খান।

BARD কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ১৯৬০ সালে। টেস্ট পরীক্ষা-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
WAD – এর পূর্ণরূপ কি?
উত্তর : WAD – এর পূর্ণরূপ হলো- Women And Development

‘GAD’ এর পূর্ণরূপটি লিখ। (
উত্তর : ‘GAD’ এর পূর্ণরূপ হলো- Gender And Development.

Changing Society in India Pakistan and Bangladesh’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Changing Society in India Pakistan and Bangladesh’ গ্রন্থটির লেখক এ. কে নাজমুল করিম।

দারিদ্রোর দুষ্টচক্র কি?
উত্তর : দরিদ্র কবলিত সমাজ দারিদ্র্যের একটি গোলক ধাধায় আবর্তিত হতে থাকে যা থেকে সহজে মুক্তি পায় না। ইহাই দারিদ্রোর দুষ্টচক্র।

দারিদ্র্যের দুষ্টচক্র’র ধারণাটির প্রবক্তা কে?
উত্তর : অধ্যাপক র্যাগনার নাকর্স ।

দারিদ্র্য সীমা কি?
উত্তর : কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র্য সীমা বলে ।

সুশীল সমাজ বলতে কি বুঝ?
উত্তর : সুশীল সমাজ হচ্ছে গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ সমাজ।

‘সুশীল সমাজ’ ধারণাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : জ্যা জ্যাক রুশো।

Leave a Comment