“কুলাঙ্গারের দল” খন্দকার হুমাউন কবীর

কুলাঙ্গারের দল
লেখকঃ খন্দকার হুমাউন কবীর

বঙ্গবন্ধু তুমি, দেখে যাও এসে – তোমার সোনার দেশে
ত্রাণ দেয়া নিয়ে হচ্ছেটা কী ! জনদরদীর বেশে।

করোনা দুর্যোগে দেশটা কাঁপছে – হাহাকার চারিদিক
থেমে নাই তবু লুটেরার লুট, নেইকো দিগ্বিদিক।

“ত্রাণ দেয়া” নামে মহড়া চলছে – ফটোসেশনের ধুম
ছবিতে পোজের কৌশল নিয়ে – কারো কারো নাই ঘুম।

দাতার সারিতে জনা দশেক দাঁড়ায়, সাবান একটি থাকে
গ্রহীতা একা সে সাবান পেয়ে – লজ্জায় মুখ ঢাকে।

সরকারি ত্রাণ বিলিয়ে কেউবা – বলে সে নিজের নাম
সেই ত্রাণ পেতে গরিব দুখীর – ছোটে যে গলৎ ঘাম।

নামকাওয়াস্তে বিলায় কেউবা – বাকিটা ঢোকায় ঘরে
ভাবসাব দেখে চুপ থাকে সব, মুখ খোলে না তো ডরে।

এমনি একটি ঘটনা সেদিন – তুলে ধরেছিল বলে
সংবাদপত্রের লোকটাকে তারা – পেটাল সদলবলে।

শোন পিতা, এক লজ্জার কথা – চেয়ারম্যানের হাল
ছবি তোলা শেষে ফিরিয়ে নিল – ত্রাণের সকল চাল।

কষ্ট পেয়ো না আরও শুনে তুমি – চিকিৎসা বিষয়ে জেনে
বিপদের দিনে কিছু চিকিৎসকের – ধরাই যাচ্ছে না টেনে।

নিজ জীবনে বিপদের ভয়ে – লুকিয়েছে কেউ কেউ
হাসপাতালে না পেয়ে তাদের – উঠছে ক্ষোভের ঢেউ।

শেষ হবে জানি – করোনা দুর্যোগ, দেশ হবে স্বাভাবিক
কিন্তু এসব কুলাঙ্গারেরা – হবে কী কখনো ঠিক ?

Leave a Comment