কি পরিচয় আমার? কি থাকবে পরপারে?
-মোঃ ফিরোজ খান
এই সমাজ,এই দেশ,এই রাষ্ট্র বল তোমরা কার?
কালো শক্তির কাছে নত কি তোমরা?
নাকি খেটে খাওয়া দিনমজুর অসহায় জনতার?
মাগো!ও মা বলতে কি পারো তুমি?
হিন্দু, মুসলিম,বৌদ্ধ ও খ্রীষ্টান সকলের মধ্যে-
কে হবে তোমার আসল সন্তান?
আইন আদালত এবার বলো তোমরা হবে কার?
ক্ষমতার কাছে থাকবে কি তোমরা নত হয়ে?
নাকি সত্যের সঙ্গে লড়াই করে গড়বে অধিকার?
বজ্রকন্ঠে বলবো এবার সবাই! ধর্ম তুমি কার?
সব মানুষের কল্যাণে কি সৃষ্টি হয়েছে তোমার?
নাকি! জন্ম তোমার বিধার্মিক ধর্মান্ধ জনতার?
ভালো ও সত্যের সঙ্গে থাকবো সবাই মিলেমিশে
অন্যের সঙ্গে করবোনা হানাহানি ঝগড়া বিবাদ-
আমি মুসলিম ইসলামধর্ম হবে পরপারের জবাব!
সাহিত্য
- একুশ আমার অহংকার
- আযানের ধ্বনি
- গল্প- “Depression”
- ফিরে পেলাম সুখের পরিবার
- আর কত চুপ থাকবি নারী
- বেড়েছে কি আয়? শ্যামল বণিক অঞ্জন
- ছেলে বেলা কবিতা মোঃ শফিকুল ইসলাম
- আমি আমার মতো!
- রাজনীতিটার কি দরকার?
- নেবো আবার বরণ করে