Advertisement
বর্তমানে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া সোনার হরিণ পাওয়ার মত সমান। কারণ ট্রেন বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গা। অনেকেই ট্রেন ভ্রমণ খুব পছন্দ করেন। যেহেতু ট্রেনে তেমন একটা জ্যামের মধ্যে পড়তে হয় না তাই অনেকেরই ভ্রমণের সেরা অপশন হল ট্রেন। তবে এই ট্রেনের টিকিট অগ্রিম পাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে।
আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে কিভাবে খুব সহজেই অগ্রিম ট্রেনের টিকেট কাটতে পারবেন এবং ট্রেনের অগ্রিম টিকিট বলতে কি বুঝায় সেই সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়?,৩০ মিনিটের আগে কি ট্রেনের টিকিট বুক করা যায়?
জানুন অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪। বিকাশের মাধ্যমে ট্রেনের অগ্রীম টিকিট অনলাইনে কাটার নিয়ম জানতে চান? বাংলাদেশে ট্রেনকে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ধরা হয়। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৪ হলো রাত দিন ২৪ ঘণ্টা।
দূরপাল্লার যেকোনো ভ্রমণে তাই সবাই ট্রেন ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ট্রেনের টিকিট কাটা এখানে অত্যন্ত দুঃসাধ্য কাজগুলোর মধ্যে একটি। বিশাল লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে বাঁচতে আপনি ব্যবহার করতে পারেন ই-টিকেটিং সিস্টেম। বাংলাদেশ রেলওয়ে থেকে আপনি অনলাইনেই টিকিট কেটে ফেলতে পারেন। তবে এজন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৪।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪ | অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় 2024
https://eticket.railway.gov.bd এই সাইটটি থেকে আপনি কোন ঝামেলা ছাড়াই টিকিট কেটে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মাত্র ৩টি ধাপে অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৪ হলো রাত দিন ২৪ ঘণ্টা।
ধাপ ১: অ্যাকাউন্ট খোলা | ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪
যেসব জিনিস প্রয়োজন হবে: | মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড কোন ব্রাউজার (মজিলা, গুগলক্রোম, অপেরা, যেকোনো ব্রাউজার হলেই হবে)
- আপনার ফোন নম্বর
কার্যপ্রণালী: | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪
১. https://eticket.railway.gov.bd সাইটে গিয়ে Register এ ক্লিক করুন। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম।
২. এরপরে যে ফর্মটা আসবে সেটি ভালো ও নির্ভুলভাবে পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন।
Advertisement
এরপরে
- ইমেইল এড্রেস (Email)
- একটি স্ট্রং পাসওয়ার্ড বসান (Enter Password)
- পুনরায় পাসওয়ার্ডটি বসিয়ে দিন (Confirm Password)
- আপনার পোস্ট অফিস কোড বসিয়ে দিন (Post Code)
- এর পরে আপনার বর্তমান ঠিকানা বসিয়ে দিন (Address)
- পুনরায় উপরে তথ্যগুলো চেক করে COMPLETE REGISTRATION বাটনে ক্লিক করুন। এরপরে উপরে দেওয়া Mobile Number-এ একটি OTP কোড যাবে। উক্ত OTP কোডটি বসিয়ে CONTINUE বাটনে ক্লিক করুন।
৩. সব ঠিকঠাক থাকলে আপনাকে ভেরিফিকেশন কোড দিতে বলবে। ভেরিফিকেশন কোডটা আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে সেন্ড করা হবে ০১৮—– এই নাম্বার থেকে। ৬ ডিজিটের ভেরিফিকেশন কোডটি প্রবেশ করিয়ে Verify বাটনে ক্লিক করুন।
এভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে অ্যাকাউন্ট আপডেট করতে হবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৪ হলো রাত দিন ২৪ ঘণ্টা।
ধাপ ২: অ্যাকাউন্ট আপডেট | মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
যেসব জিনিস প্রয়োজন হবে:
- একটি অ্যাকাউন্ট (যেটি আপনি আগের ধাপে ক্রিয়েট করলেন)
- আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম-নিবন্ধন নম্বর
কার্যপ্রণালী: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪
১. ব্রাউজারে https://eticket.railway.gov.bd গিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। সাধারণত লগইন করাই থাকবে।
২. লগইন করার পরই আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটা ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে। উল্লেখ্য আপনার সার্টিফিকেটের জন্মতারিখ ব্যবহার করতে হবে। আর আপনি যেখানে থাকেন সে এলাকার পোস্ট কোড দিতে হবে। এই সাইটে গিয়ে আপনার এলাকার পোস্ট কোড খুঁজে বের কতে পারবেন। সব পূরণ করার পরে নিচের Update Your Profile বাটনে ক্লিক করুন।
৩. সব ঠিক থাকলে উপরে একটা নীল ড্যাসবোর্ডে আপনার সব তথ্য দেখাবে।
এভাবে আপনার অ্যাকাউন্ট আপডেট হয়ে গেলেই আপনি টিকিট কিনতে পারবেন।
ধাপ ৩: টিকিট কেনা | ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪
যেসব জিনিস প্রয়োজন হবে:
- যেকোন একটি পেমেন্ট মেথড (বিকাশ, রকেট, নেক্সাস পে, অ্যামেক্স অথবা ব্র্যাক বা সিটি ব্যাংক এর যেকোনো মাস্টার-কার্ড বা ভিসা কার্ড)
- আপডেট করা একটি অ্যাকাউন্ট
কার্যপদ্ধতি: | অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৪
১. প্রথমে আপনার ব্রাউজারে https://eticket.railway.gov.bd গিয়ে লগইন করে নিন।
২. এরপর হোম এ গিয়ে আপনার রুট ঠিক করে “Find” এ ক্লিক করুন।
৩. এরপরে ট্রেনের লিস্ট থেকে আপনি যে ট্রেনে যেতে চান সেটির পাশের “Details” বাটনে ক্লিক করুন।
৪. ডিটেইলস দেখে নিশ্চিত হয়ে “Purchase” বাটনে ক্লিক করুন।
৫. এরপর একটি স্ক্রিনে আপনার টিকিট এর ব্যাপারে সব ডিটেইলস চলে আসবে। সব ঠিকঠাক থাকলে “Buy Ticket” বাটনে ক্লিক করে “Agree” বাটনে ক্লিক করুন।
৬. এর পরের স্ক্রিন থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে পে করলেই একটি ফিরতি ইমেইলে আপনার টিকিট চলে আসবে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবশেষে আপনার ইমেইলে পাঠানো অ্যাটাচমেন্ট টি প্রিন্ট-আউট করে নিশ্চিন্তে ট্রেনে উঠে যান। টিটিই কে ওই প্রিন্ট আউট দেখালেই হয়ে যাবে।
কোন সমস্যা হলে…: ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪
- আপনার ভিপিএন বন্ধ করুন। এ সাইটটি শুধুমাত্র বাংলাদেশের জন্য।
- ধাপ ২ এ কোন সমস্যা হলে ব্রাউজার চেঞ্জ করুন। অনেক সময়ে মজিলা ব্রাউজারে অ্যাকাউন্ট আপডেট হয় না। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম।
ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায় ২০২৪?
সাধারণত পাঁচ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যায়। বিভিন্ন পরিস্থিতির ওপর বিবেচনা করে অনলাইনে এবং অফলাইনে 5 থেকে 10 দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যায়। ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায় ২০২৪, আশা করছি এই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন।
Advertisement 2
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৪
উপরে যে সমস্ত বিষয়বস্তু ব্যাখ্যা করা রয়েছে সেগুলো অনুরূপভাবে অনুসরণ করে ট্রেনের অগ্রিম টিকিট ২০২৪ কাটতে পারবেন। মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার উভয় থেকেই ট্রেনের অগ্রিম টিকিট ২০২৪ কাটতে পারবেন।
মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
খুব শীঘ্রই এই পোস্টে মোবাইলে ট্রেনের টিকেট কাটার নিয়ম ব্যাখ্যা করা হবে। মোবাইলে ট্রেনের টিকেট কাটার নিয়ম জানতে নিয়মিত আমাদের অর্ডিনারি আইটির ওয়েবসাইট ভিজিট করুন।
Advertisement 2
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়
সাধারণত সারা দিন রাত ধরে অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় দেওয়া থাকে। বিভিন্ন সময়ে অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় পরিবর্তন করা হয়। অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় বিশ্লেষণ করে দেখা গিয়েছে সাধারণত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত অগ্রিম ট্রেনের টিকিট অনলাইনে কাটা যায়।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২৪ হলো রাত দিন ২৪ ঘণ্টা। সাইটের নিয়ম অনুযায়ী এ টিকিট হস্তান্তরযোগ্য নয়। তবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। একজনের টিকিট অন্যজন নিয়ে গেলেও টিটিই ধরবে না। টিটিই শুধু দেখবে যে আপনি বা অন্য কেউ বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছে কি না। আর হ্যাঁ ভুলেও টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করবেন না।
রেলওয়ে স্টেশন কাউন্টারে টিকেট কাটার পদ্ধতি-
স্টেশন কাউন্টারে ট্রেনের অগ্রিম টিকিট কাটা খুবই সহজ। এজন্য আপনাকে অনলাইনে এত ঝামেলা পোহাতে হবে না। খুব সহজে আপনি স্টেশনে উপস্থিত হয়ে ট্রেনের টিকিট কাটতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে রেলওয়ে স্টেশন কাউন্টারে টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই বিকেল ৪টার সময় উপস্থিত হতে হবে। কারণ স্টেশনের টিকিট কাটা শুরু হয় বিকেল চারটার পরে।
কাউন্টার থেকে টিকিট ক্রয় করার সময় আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে এক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন। দায়িত্বরত কর্মকর্তা আপনার কাছে আপনার নাম ঠিকানা, এবং কোথা থেকে কোথায় ভ্রমণ করতে চান সেই সম্পর্কে জানতে চাইবে। এবং আপনি কয়টা ট্রেনে ভ্রমণ করবেন সেটি আপনাকে জিজ্ঞেস করবে। এভাবে আপনি প্রয়োজনীয় সব কাজ শেষ করে আপনি খুব সহজে স্টেশন থেকে অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন।
স্টেশন থেকে বের হওয়ার আগে এবং টিকিটের মূল্য পরিশোধ করার পরে টিকিটটি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে কোন সমস্যা রয়েছে কি না। ভ্রমণের আগ পর্যন্ত তার টিকিটটি আপনার কাছে খুব যত্নে রেখে দিবেন টিকিটটি যেন না হারিয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন।
আজকের বিষয়: নতুন পদ্ধতিতে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম
People also ask
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়?
বাংলাদেশ রেলওয়ের ই-সেবা ওয়েবসাইটের মাধ্যমেও ট্রেনের টিকেট কেনা যাবে। বাংলাদেশ রেলওয়ের ই-সেবা ওয়েবসাইট https://www.esheba.cnsbd.com এ প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করে নাম, ইমেইল এড্রেস, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩০ মিনিটের আগে কি ট্রেনের টিকিট বুক করা যায়?
রিজার্ভেশন চার্ট প্রতিষ্ঠিত হয়ে গেলে যাত্রী হিসেবে আপনি টিকিট কিনতে পারবেন। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে বুকিং বন্ধ হয়ে যায় । টিকিটগুলি আইআরসিটিসি-এর মাধ্যমে অনলাইনে, রেডবস দ্বারা রেডরেলের মতো অ্যাপে বা রেলওয়ে স্টেশন কাউন্টারে সংরক্ষণ করা যেতে পারে।
সূত্র: BD ASK
ট্রেনের টিকিট কত দিন আগে কাটতে পারে?
আপনি ট্রেনের মূল স্টেশনে যাত্রার তারিখ বাদ দিয়ে 60 দিন আগে আপনার টিকিট রিজার্ভ করতে পারেন। মধ্যবর্তী স্টেশনগুলিতে যেখানে ট্রেনটি পরের দিন আসে, সেখানে 61 দিন আগে রিজার্ভেশন করা যেতে পারে। কিছু আন্তঃনগর দিনের এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে, অগ্রিম সংরক্ষণের সময়কাল কম।
সূত্র: BD ASK
কত তাড়াতাড়ি আপনি ইউরোপে ট্রেন টিকেট বুকিং করতে পারেন?
তাই রুট এবং অপারেটরের উপর নির্ভর করে ইউরোপীয় ট্রেনগুলি শুধুমাত্র 2, 3, 4 বা 6 মাস আগে বুকিংয়ের জন্য খোলা থাকে৷ এটি সবচেয়ে সস্তা ভাড়া পেতে আগে বুক করার জন্য অর্থ প্রদান করে, কিন্তু এটি অধৈর্য হওয়ার জন্য অর্থ প্রদান করে না, রিজার্ভেশন খোলার আগে কেউ বুক করতে পারে না।
জেনারেল টিকেট স্লিপার ক্লাস রূপান্তর?
নতুন রিজার্ভেশন চার্জ এবং ভাড়ার পার্থক্যের ভিত্তিতে বাসস্থানের আপগ্রেডিং শুধুমাত্র একবার করা যেতে পারে। এটি ভ্রমণের সময় ভ্রমণ টিকিট পরীক্ষকের কাছে গিয়েও করা যেতে পারে।
সূত্র: BD ASK
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
Advertisement 5
Advertisement 3