কার্বোনারি শব্দের অর্থ কি, ‘Carbonary’ শব্দের অর্থ কি, ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, কাউন্ট কাভার কে ছিলেন

কার্বোনারি শব্দের অর্থ কি, ‘Carbonary’ শব্দের অর্থ কি, ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, কাউন্ট কাভার কে ছিলেন

কার্বোনারি শব্দের অর্থ কি, ‘Carbonary’ শব্দের অর্থ কি?
উত্তর : জ্বলন্ত অঙ্গবাহী।

ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : কাউন্ট কাতার।

কাউন্ট কাভার কে ছিলেন?
উত্তর : ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম নেতা

গ্যারিবল্কি কে ছিলেন।
উত্তর : ম্যাজিনির শিষা এবং ইতালির স্বনামধন্য জনপ্রিয় সামরিক নেতা।

ইতালির জনক কে?
উত্তর : জোসেফ গ্যারিবল্ডি।

ইতালির ঐক্য সম্পন্ন হয় কত সালে?
উত্তর : ১৮৭০ সালে ইতালির ঐক্য সম্পন্ন হয়।

রেনেসাঁস প্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তর : ইতালিতে।

রেনেসাঁ প্রথম কোন দেশে শুরু হয়।
উত্তর : রেনেসাঁ প্রথম ইতালিতে শুরু হয়।

আরো ও সাজেশন:-

জার্মান জাতি ঐক্যবদ্ধ হয় কত শতকে?
উত্তর : উনিশ শতকে।

বিসমার্ক কে ছিলেন?
উত্তর : জার্মানির চ্যান্সেলর।

“কনফেডারেশন অফ দি রাইন’ কি?
উত্তর : নেপোলিয়ন কর্তৃক জার্মানির ৩৯টি রাজ্য নিয়ে গঠিত একটি প্রজাতন্ত্র ।

‘জোলভেরেইন’ কি?
উত্তর : জার্মানিতে গঠিত একটি শুল্ক সংঘ।

Policy of Blood and Iran এর প্রবক্তা কে?
উত্তর : বিসমার্ক।

কোন সময়কালকে “বিসমার্কের যুগ’ বলা হয়?
উত্তর : ১৮৭১ থেকে ১৮৯০ সাল পর্যন্ত সময়কে বিসমার্কের যুগ বলা হয় ।

কার নেতৃত্বে জার্মানীর একত্রীকরণ সম্পন্ন হয়েছিল, দুই জার্মানি একত্রিকরণ করেন কে?
উত্তর : অটো ফন বিসমার্কের নেতৃত্বে।

‘কূটনৈতিক জাদুকর’ কাকে বলা হয়?
উত্তর : ‘কূটনৈতিক জাদুকর’ বলা হয় বিসমার্ককে ।

রাইখস্ট্যাগ কি?
উত্তর : রাইখস্ট্যাগ হলো জার্মানির কেন্দ্রীয় · আইনসভার নিম্নকক্ষ ।

প্রাচ্য সমস্যা কি?
উত্তর : তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্ৰ করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই প্রাচ্য সমস্যা নামে পরিচিত।

প্রাচ্য সমস্যা কোন ধরনের সমস্যা?
উত্তর : রাজনৈতিক সমস্যা।

“হিটাইরিয়া ফিলকি কি?
উত্তর : গ্রিসের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।

হিটারিয়া ফিলকি’ সমিতির উদ্দেশ্য কি ছিল?
উত্তর : ইউরোপ থেকে তুর্কিদের বিতাড়িত করে প্রাচীন গ্রিক সাম্রাজ্য পুনপ্রতিষ্ঠা করা এবং ইউরোপীয় ভূখণ্ডে খ্রিস্টধর্মকে পুনরুজ্জীবিত করা ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ইউরোপের রুগ্নব্যক্তি’ কাকে বলা হয়, কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?
উত্তর : তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় ।

গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : গ্রিক স্বাধীনতা যুদ্ধ ১৮২১ সালে সংঘটিত হয় ।

Hetairia Phike’ কী?
উত্তর : Hetairia Phike হলো একটি গুপ্ত সমিতি এবং এটা গ্রিকের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।

কার নেতৃত্বে গ্রিকগণ প্রথমে বিদ্রোহ করেন?
উত্তর : প্রিন্স ইপসিল্যান্টির নেতৃত্বে গ্রিকগন প্রথম বিদ্রোহ করেন ।

গ্রিক স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন কে ?
উত্তর : প্রিন্স ইনসিল্যান্টি।

গ্রিক স্বাধীনতা পর্ব কয়টি?
উত্তর : ৩টি ।

লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কখন?
উত্তর : লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮২৭ সালের ৬ জুলাই।

গ্রিকরা কোন ধর্মের লোক ছিল?
উত্তর : গ্রিকরা খ্রিস্টধর্মের লোক ছিল।

Leave a Comment