কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বিকাল)- ২০২১

Advertisement

Organization Name: Directorate of Technical Education (DTE)
Total Vacancy: 533
Exam Date: 05 March 2021
Evening Shift

১. ‘Botany’ is to ‘plants’ as ‘Zoology’ is to-

ক) flowers
খ) trees
গ) dear
ঘ) animals

উত্তরঃ ঘ) animals

২. ‘মাধ্যমিক’ এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) মাধ্য+ষ্ণিক
খ) মাধ্য+মিক
গ) মাধ্যমিক+অ
ঘ) মধ্যম+ষ্ণিক

উত্তরঃ ঘ) মধ্যম+ষ্ণিক

Advertisement

৩. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?

ক) BIMSTEC
খ) CICA
গ) IORA
ঘ) SAARC

উত্তরঃ ক) BIMSTEC

৪. নিউজিল্যান্ডের রাজধানী কোনটি?

ক) আমস্টারডাম
খ) অকল্যান্ড
গ) ওয়েলিংটন
ঘ) ম্যানিলা

উত্তরঃ গ) ওয়েলিংটন

৫. 0.4×0.02×0.08= কত?

ক) 0.64
খ) 0.064
গ) 0.0064
ঘ) 6.4

উত্তরঃ গ) 0.0064

ব্যাখ্যা: এখানে, 0 এবং দশমিক বাদ দিয়ে বাকী সংখ্যার গুনফল হয় 64.
এখন, প্রশ্নে দশমিক আছে মোট পাচ ঘর আগে, তাই- 0.00064 ( 64 এর আগে শূন্য দিয়ে বাকি ঘর পূর্ণ করে দিতে হবে)।

৬. একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয়গুনের সমান হয় । সংখ্যাটি কত?

ক) ৭
খ) ৮
গ) ৯
ঘ) ১০

উত্তরঃ গ) ৯

ব্যাখ্যা:
ধরি, সংখ্যাটি = x, সুতরাং পরবর্তী সংখ্যাটি = x+1
প্রশ্নমতে,
x2+ x = 9(x+1)
Or, x2+x-9x-9 = 0
Or, x(x+1)-9(x+1) = 0
Or, (x+1)(x-9) = 0
So, x-9 = 0
∴ x = 9. (Ans)

৭. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

ক) জেনেভা
খ) নিউইয়র্ক
গ) হেগ
ঘ) প্যারিস

উত্তরঃ গ) হেগ

৮. ECNEC -এর চেয়ারম্যান বা সভাপতি কে?

Advertisement 2

ক) অর্থমন্ত্রী
খ) প্রধানমন্ত্রী
গ) পরিকল্পনামন্ত্রী
ঘ) স্পীকার

উত্তরঃ খ) প্রধানমন্ত্রী

ব্যাখ্যা: Executive Committee of the National Economic Council বা একনেক-এর সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একনেক গঠিত হয় ১৯৮২ সালে।

৯. আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?

ক) অ্যালুমিনিয়াম
খ) জিঙ্ক
গ) মার্কারী
ঘ) কপার

উত্তরঃ গ) মার্কারী

ব্যাখ্যা: আয়নার পেছনে মার্কারি বা পারদের প্রলেপ লাগানো হয়।

১০.

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

Advertisement 5

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ছাড়া আরও পড়ুনঃ

নিয়োগ পরিক্ষা

Advertisement 5

Advertisement 2

Advertisement 3

7 thoughts on “কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বিকাল)- ২০২১”

Leave a Comment