“কষ্টের দীর্ঘশ্বাস” হামিদা পারভিন শম্পা
তোর চাওয়াতে রাত কে করতে পারতাম ভোর তোর কারণে মনের ঘরে দিয়েছি আজ দোরা।
তোর জন্যই জিবন আমার ধুধু বালুচর,
তোর ভরসায় কভু আমি ছেড়েছিলাম ঘর!
তোর কারণে বেহালাটিতে করুণ সুর বাজে,
নোনা জলের বন্যা বইতো কষ্টের সাগর মাঝে, বিরহের নীল খামে না-কি আজ তোর চিঠি আসে!
আমার স্বপ্নের খুরেছিলি কবর বিদ্রুপের হাসি হেসে। স্বপ্ন ভাঙ্গার কষ্ট না-কি তুই ও এখন পাস! নোনাজলের সাগরে আজ তোর কষ্টের দীর্ঘশ্বাস।।
- মুদ্রা বাজার ও মূলধন বাজার পার্থক্য
- কোম্পানি সচিব ও একান্ত সচিব পার্থক্য
- স্কিন ইফেক্ট কি? ট্রান্সমিশন লাইনে স্কিন ইফেক্ট এর প্রভাব
- পিরিয়ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সমালোচনার মুখে কড়া জবাব টিভি তারকা দিব্যার
- আদর্শ কোম্পানি সচিবের গুণাবলি