Google Adsense Ads
করোনা ঔষধে হবে শেষ;
ধর্ষণে ধর্ষিতার হয় লাশ।
-মোঃ ফিরোজ খান
বছরের শুরু হয় মহামারী করোনা ভাইরাসে
লক্ষ লক্ষ মানুষের এই রোগে হয় মৃত্যু
লেখাপড়া বিনোদন ঘরে বন্দি থেকে করছে
মৃত্যুর মিছিলে বছর ও শেষ হয়ে গেছে।
করোনা ভাইরাস এখনও যায়নি বিশ্ব থেকে
এরই মধ্যে নতুন ভাইরাস দেশে ছড়িয়ে পড়েছে
ধর্ষণ”মহামারী দেশের ঘরে ঘরে বেড়ে চলছে
পথে, স্কুল, কলেজে ও বাসে ধর্ষণে মারা যাচ্ছে।
শিশু থেকে শুরু করে বিধবাকে ছাড়েনি ধর্ষণকারী
কাপুরুষ, নরপশু ধর্ষণে মেতে ওঠে হেসে হেসে
মা, বোনের ইজ্জত পথে ঘাটে ধর্ষিত হচ্ছে
করোনার ঔষধ হয়তো একদিন আবিস্কার হবে।
ধর্ষণের ঔষধ মৃত্যু ছাড়া কিছু নেই পৃথিবীতে
রক্ষা করো মাবুদ মা, বোনের পবিত্র ইজ্জত
তুমি ছাড়া কেউ নেই ধর্ষণকারীকে সাজা দেবার
কোনো মা, বোনেরা ধর্ষণের শিকার যেন না হয়।
হাসিখুশি জীবনের নেই কোনো মূল্য পৃথিবীতে
ধর্ষিতা মা,বোনদেরকে সন্মান করবো সকলে
মহামারী করোনা হতে পারে জীবনের বড় শক্র
ধর্ষণের কারণে মা,বোনকে হতে হয় নির্মম মৃত্যু।
এভাবে চলতে থাকলে ধর্ষণ বাংলাদেশের মধ্যে
থাকবে না তাহলে বাংলাদেশে ভালো মা,বোন
করোনায় ঘরে বসে সবাই লড়ছি বেঁচে থাকতে
ধর্ষণ থেকে কিভাবে রক্ষা করবো মা বোনকে।
Google Adsense Ads
- দীর্ঘমেয়াদি প্রণোদনা ইস্কিমের জন্য শেয়ার অপশন ব্যবহার অসুবিধের সময় আলোচনা কর
- শেয়ার অপশন বলতে কি বুঝায় উদাহরণসহ ব্যাখ্যা কর , শেয়ার অপশন কী?, শেয়ার অপশন বলতে কী বুঝ?
- শেয়ারহোল্ডারদের অধিকার ও ক্ষমতা গুলো কি কি
- পরিচালক পর্ষদের দায়িত্বসমূহ বর্ণনা কর
- বার্ষিক সাধারণ সভা সম্পর্কে লিখ
Google Adsense Ads