কালোজিরা মধু
করোনা মারার জাদু।
গরম জলে লেবু
কোভিড হবে কাবু।
কাঁচা রসুন খেলে
ভাইরাস যাবে চলে।
নিম পাতার চা
গরম গরম খা।
সব ওষুধের দাদা
নামটি তার আদা।
তুলসিপাতা মেথি
বিশ্বজোড়া খ্যাতি।
লবঙ্গ তেজপাতা
ফুসফুস হলে ব্যথা।
এলাচি দারচিনি
খাবে প্রতিদিনই।
বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাফ।
করলে বেশি দান
শান্তি পাবে প্রাণ।’
— কপি/ রাকিব
- সরকারের উত্তম বিধি পালনের বিষয়টা বর্ণনা করে
- যুক্তরাজ্যের কর্পোরেট গভর্নেন্সের বিধি এবং গাইডলাইন সম্পর্কে আলোচনা কর
- যেভাবে সহবাস করলে বাচ্চা হয় বিস্তারিত ভাবে বুঝিয়ে লেখুন
- কর্পোরেশন কাকে বলে, কর্পোরেট অর্থায়ন কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে লেখ
- মুদ্রা বাজার ও মূলধন বাজার পার্থক্য