করোনাভাইরাস চিকিৎসায় ভারতে যে দুটি জীবনরক্ষাকারী ওষুধের চাহিদা সবচেয়ে বেশি, সেগুলো এখন দিল্লিতে কালোবাজারে বিক্রি হচ্ছে।
বিবিসির এক তদন্তে জানা যাচ্ছে, ভাইরাস-রোধী রেমডিসিভির এবং টসিলিজুমাব-এর চাহিদা এতটাই বেড়ে গেছে যে, সেগুলো এখন আর খোলা বাজারে পাওয়া যাচ্ছে না।
বিবিসি অভিনব শর্মা নামের একজনের সাথে কথা বলেছেন, যার চাচা করোনাভাইরাসে আক্রান্ত। তারা অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার শেষ চেষ্টা হিসেবে রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন।
কিন্তু সেটা খোলা বাজারে পাওয়া এতটাই কঠিন যে, শেষ পর্যন্ত সাতগুণ দাম দিয়ে তাকে সেটা কিনতে হয়।
রেমডিসিভির-এর সরকারি বাজার মূল্য ৫ হাজার ৪০০ রুপি। কিন্তু কালোবাজারিরা এর জন্য ৩০ হাজার থেকে ৩৮ হাজার রুপি পর্যন্ত দাম হাঁকছে।
- একটি কোম্পানির বোর্ড পরিচালক নিয়োগের প্রক্রিয়াটি চিত্রসহ বিস্তারিত আলোচনা কর
- কি উপায় কোম্পানি সদস্য পদের অবসান ঘটে,কোন উপায় কোম্পানি সদস্য পদের অবসান ঘটতে পারে
- কর্পোরেট জগতের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকা আলোচনা কর
- বোর্ডের সংরক্ষিত বিষয় সমূহ আলোচনা কর,বোর্ডের সংরক্ষিত পরিধি বর্ণনা কর
- ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পদ্ধতি আলোচনা কর