করােনা অতিমারিতে ছিন্নমূল মানুষকে সাহায্য করতে “চ” কোম্পানি প্রতিদিন গরিবদের মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে থাকে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের এরকম অন্য কী কী সামাজিক দায়বদ্ধতা আছে বলে আপনি মনে করেন? উদাহরণ সহকারে আলােচনা করুন।

শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং বীমা ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 1887
বিভাগ: বাণিজ্য শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ করােনা অতিমারিতে ছিন্নমূল মানুষকে সাহায্য করতে “চ” কোম্পানি প্রতিদিন গরিবদের মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহ করে থাকে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের এরকম অন্য কী কী সামাজিক দায়বদ্ধতা আছে বলে আপনি মনে করেন? উদাহরণ সহকারে আলােচনা করুন। ।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

মালিক বা শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা, সরকার, ক্রেতা, বিক্রেতা, কর্মকর্তা ও কর্মচারী, ব্যাংক ও বীমা কো¤পানি এবং ভোক্তা সকলেই ব্যবসায়ের সম্পৃক্ত পক্ষ আর্থিক ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব হল সকল গোষ্ঠির স্বার্থ রক্ষা করে কো¤পানির স¤পদ সর্বাধিকরণকেই বুঝানো হয়। উল্লিখিত গোষ্ঠিসমূহের স্বার্থ রক্ষা করে কীভাবে আর্থিক ব্যবস্থাপক কর্তৃক কো¤পানির মূল লক্ষ্য অর্জন করা সম্ভব তাই আলোচ্য বিষয়:

সামাজিক দায়িত্ববোধ

অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে সকল স্বার্থসংশ্লিষ্ঠ পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরনকে বুঝায়। সাধারনত একটি অর্থনীতির সঞ্চয় ও স¤পদ বিনিয়োগ করা হয় মুনাফা ও ঝুঁকিকে বিবেচনা করে এবং সেজন্যই বাজারে কোন কোম্পানির শেয়ারের মূল্য মুনাফা ও ঝুঁকির মধ্যে সমন্বয় সাধনের প্রতিফলন। মূলতঃ মুনাফা ও ঝুঁকির সমন্বয় সাধনের মাধ্যমে স¤পদের মূল্য সর্বাধিকরণই কো¤পানির মূল লক্ষ্য হিসেবে সার্বজনীনভাবে গৃহীত। তবে এ লক্ষ্য অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের কথাও বিেিচনা হরতে হবে। কোম্পানির স¤পদ সর্বাধিকরণ করতে গিয়ে ভোক্তার স্বার্থ, শ্রমিকের ন্যায্য মজুরি, সুষ্ঠুকর্মচারী নিয়োগনীতি,

নিরাপদ কার্মস্থল, কর্মচারীদের উন্নয়ন ও তাদের শিক্ষা ব্যবস্থা, সার্বিক পরিবেশ, পাওনাদারদের স্বার্থ, সরকারের স্বার্থ ইত্যাদি বিষয়ও যথাযথভাবে বিবেচনা করা ব্যবস্থাপনার দায়িত্ব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এ সকল সামাজিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেক সময় কোম্পানির মালিকদের মুনাফা ও স¤পদ সর্বাধিকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। যার ফলে অনেক সময় সামাজিক দায়িত্ববোধ এবং স¤পদ সর্বাধিকরণের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। সমাজের মানুষের বিভিন্ন ধরনের চাহিদা পুরনের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। সমাজে শুধুমাত্র ক্রেতা বা ভোক্তারাই থাকে না প্রতিষ্ঠানের যারা কর্মী তারাও সমাজেরই সদস্য।

১. বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব : বিনিয়োগকারীরা তাদের কষ্টের সঞ্চয়কে বিনিয়োগ করে লভ্যাংশ বা মুনাফা পাওয়ার আশায়। যেহেতু বিনিয়োগকারীদের অর্থেই ব্যবসায় সংগটিত ও পরিচালিত হয় সেহেতু ব্যবসায় তাদের প্রতি নিম্নোক্ত উপায়ে দায়িত্ব পালন করে:

ক) বিনিয়োগকৃত অর্থের যুক্তিযুক্ত ব্যবহার নিশ্চিত করা

খ) ন্যায্য ও উৎসাহব্যঞ্জক লভ্যাংশ প্রদানের চেষ্টা চালানো

গ) আর্থিক বিবরণী সরবরাহ ও

ঘ) ব্যবসায়ের উন্নয়ন, সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ইত্যাদি।

২. ঋণদাতাদের প্রতি দায়িত্ব: কোম্পানি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে অথবা বন্ড বিক্রয় করার মাধ্যমে ঋণ মূলধন সংগ্রহ করে থাকে। যথাসময়ে ঋণের সুদ ও আসল পরিশোধ করা ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ব্যাংক জনগণের আমানতের মাধ্যমে তার মূলধনের একটি অংশ সংগ্রহ করে। পরবর্তীকালে এই আমানতকৃত অর্থ বিভিন্ন মেয়াদে বিভিন্ন ফার্ম বা কোম্পানিকে ঋণ প্রদান করে থাকে। ব্যাংককে আমানতকারীদের জমাকৃত অর্থের উপর সুদ প্রদান করতে হয়। তাছাড়া বন্ডহোল্ডারগণদের নিয়মিত সুদ পরিশোধ করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

৩. সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব: সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় এবং এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেই ব্যবসায় প্রাতষ্ঠান সমৃদ্ধি লাভ করে। তাই নিম্নোক্ত উপায়ে ব্যবসায় সমাজের প্রতিও তারা দায়িত্ব পালন করে:

ক) সমাজের প্রয়োজন মাফিক পণ্য ও সেবাসামগ্রি উৎপাদন ও তা সরবরাহ করা

খ) বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আর্থিক সহায়তা দান ও জাতীয় দুর্যোগ মুর্হুতে জনগণের পাশে দাড়ানো;

গ) এলাকয় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য কল্যাণধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলা ইত্যাদি।

৪. সরকারে প্রতি দায়িত্ব: একটি দেশের সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নের সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকা স্বাভাবিক। ব্যবসায় প্রতিষ্ঠান সরকারের প্রতি নিম্নোক্তভাবে দায়িত্ব পালন করে;

ক) সরকারকে যথাসময়ে কর ও রাজস্ব প্রদান করা

খ) সরকারের নিয়ম নীতির যথাযথভাবে অনুসরণ করা

গ) সরকারকে বিভিন্ন বিষয় পরামর্শ্য প্রদান ও সহযোগিতা করা

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ঘ) বেকার সমস্যা সমাধানে সরকারকে সহায়তা করা ইত্যাদি।

৫. সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্বঃ বর্তমানকালে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালানর ক্ষেত্রে সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতিও দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে। ব্যবসায়ীরা এরুপ দায়িত্ব পালন না করলে তাদের মধ্যে অন্যায় ও প্রতিযোগিতা ও রেষারেষি বৃদ্ধি পায় এবং এতে সকলেরই স্বার্থ বিপন্ন হয়। এ লক্ষ্যে ব্যবসায় যে সকল দায়িত্ব পালন করে তা নিম্নরুপ:

ক) প্রতিবেশি ব্যবসায়ীদেরকে সংঘবদ্ধ করে সংঘ বা সমিতি গড়ে তোলা

খ) একের অসুবিধায় অন্যের সহযোগিতা করা

গ) অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকা ইত্যাদি।

পরিশেষে বলা যায়, বর্তমানকালে ব্যবসায় শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না বরং সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি ও সবার নিকট হতে প্রয়োজনীয় সহযোগিতা লাভের প্রায়স চালায়। ফলশ্রুতিতে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায় এবং এর সাথে ব্যবসায় সম্প্রসারণ ও অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। সামাজিক দায়বদ্ধতার কাজগুলোর কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। এর ফলে যেসব সুবিধাগুলো পাওয়া যায় তা হলো:

ক) কর্পোরেট ভাবমুর্তি

খ) শেয়ারহোল্ডারদের আত্ববিশ্বাস রক্ষায় সহায়তা করে

গ) প্রতিষ্ঠানের স্টোকহোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষ যেমন: শেয়ার মালিক, কাঁচামাল সরবরাহকারী, ঋণদাতা, সরকার ইত্যাদি) আনুগত্য অঙ্গীকার এবং শ্রদ্ধা অর্জন করা যায়।

ঘ) সম্ভাব্য মামলা এবং বিচার সংক্রান্ত কার্যের ব্যয় হ্রাস পায়;

এসব সুবিধার কারণে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং ঝুঁকি হ্রাস পায়। ফলে প্রতিষ্ঠানের শেয়ার মূল্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ ফার্মের মালিকদের সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য অর্জনের জন্য সামাজিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment