‘ঐকতান’ কবিতাটি থেকে বিভিন্ন HSC পরীক্ষাতে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ mcq ,‘ঐকতান’ কবিতাটি গুরুত্বপূর্ণ mcq

Advertisement

উত্তর সমূহ:

১। কবির সৃষ্টিকর্ম কেন সর্বত্রগামী হতে পারেননি?

উত্তরঃ শ্রেণিগত সীমাবদ্ধতার কারণে

২। ‘জীবনে জীবন যােগ করা’ বলতে কী বােঝায়?

উত্তরঃ মানুষের সঙ্গে মেশা

৩। ‘ঐকতান’ কবিতায় কবির দৃষ্টিতে কাদের কর্মক্ষেত্র বহুদূর প্রসারিত?

উত্তরঃ শ্রমজীবী মানুষের

Advertisement

৪। ‘ঐকতান’ কবিতায় বর্ণিত সংসারে কাদের বিচিত্র কর্মর্ভার লক্ষ করা যায়?

উত্তরঃ শ্রমিক শ্রেণির

৫। কবি কেন ব্রাত্য মানুষের সঙ্গে যােগসূত্র স্থাপন করতে পারেননি?

উত্তরঃ জীবনযাত্রার সীমাবদ্ধতার জন্য

৬। এসাে কবি, অখ্যাতজনের’- এই অখ্যাতজন’ কারা?

উত্তরঃ নীচু শ্রেণির মানুষ

৭। ‘যে আছে মাটির কাছাকাছি,
সে কবির বাণী-লাগি কান পেতে আছি।’
রবীন্দ্রনাথের এই আকাঙ্ক্ষা নিচের কোন কবি পূরণ করতে পেরেছেন?

উত্তরঃ জসীমউদ্দীন

৮। ভিক্ষালব্ধ ধনের মাধ্যমে কবি কী পূরণ করেন?

উত্তরঃ জ্ঞানের দীনতা

৯। কবি নিজের দীনতার কথা বলেছেন কেন?

উত্তরঃ বিপুলা পৃথিবীর সবকিছু জানেন না বলে

১০। কবির স্বরসাধনায় কী পৌছেনি?

উত্তরঃ বহুতর ডাক

১১। বিপুলা বিশ্বের আয়ােজন কবির অগােচরে রয়ে গেল কেন?

উত্তরঃ অল্প সময়ে জানা অসম্ভব বলে

১২। কবি কোন নিন্দার কথা মেনে নেন?

উত্তরঃ সুরের অপূর্ণতা

Advertisement 2

১৩। কবি ‘ঐকতান’ কবিতায় কোন শ্রেণির কবিকে আহ্বান করেছেন?

উত্তরঃ অখ্যাতজনের

১৪। ‘কাছে থেকে দূরে যারা’ কবি তাদের কী শুনতে চেয়েছেন?

উত্তরঃ বাণী

১৫। কবি ভ্রমণবৃত্তান্ত পড়েন কেন?

উত্তরঃ বৈচিত্র্যময় জনজীবনকে জানার জন্য

১৬। দেশে দেশে কত না নগর রাজধানী’– কবি এখানে কী বোঝাতে চেয়েছেন?

উত্তরঃ পৃথিবীর বিশালতা

১৭। ‘অক্ষয় উৎসাহ’ বলতে কী বুঝিয়েছেন?

উত্তরঃ অফুরন্ত আগ্রহ

১৮। ‘ঐকতান’ কবিতায় কবি কাকে বিপুলা বলেছেন?

উত্তরঃ পৃথিবীকে

১৯। সম্মানের চিরনির্বাসন’ কথাটির গভীরে কোন বিষয়টি নিহিত?

উত্তরঃ আত্মদহন

২০। কবি কীভাবে নিজেকে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন?

উত্তরঃ জ্ঞান আহরণ করে

২১। ‘একতারা যাদের তারাও সম্মান যেন পায়’ এখানে তারাও শব্দটি কাদের নির্দেশ করে?

উত্তরঃ উপেক্ষিত মানুষ

Advertisement 4

২২। কবি কেন ব্রাত্য মানুষের পাড়ায় উকি দিয়েছেন?

উত্তরঃ যােগসূত্র স্থাপন করতে

২৩। কবিতার রস সৃষ্টি হয় কোথায়?

উত্তরঃ পাঠকের অন্তরে

২৪। ‘ঐকতান’ কবিতাটির রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২৫। ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ ১৩৪৮ বঙ্গাব্দে

২৬। ‘ঐকতান’ কবিতাটি কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ ১৩৪৭ বঙ্গাব্দে

২৭। রবীন্দ্রনাথের কবিতা কোথায় পৌছাতে পারেনি?

উত্তরঃ জীবনের সকল স্তরে

২৮। ‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?

[ উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তরঃ অক্ষরবৃত্ত

২৯। ‘ঐকতান’ কবিতাটি জন্মদিনে’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?

উত্তরঃ ১০ সংখ্যক

৩০। জীবন সায়াহ্নে রবীন্দ্রনাথ কাকে প্রত্যাশা করেছেন?

উত্তরঃ মৃত্তিকাসংলগ্ন কবির

৩১। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ১৮৬১ খ্রিস্টাব্দে

৩২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ বনফুল

৩৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয় নিচের কত বছর বয়সে?

উত্তরঃ পনেরাে বছর

৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূলসুর কী?

উত্তরঃ মানবধর্ম

৩৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে নােবেল পুরস্কারে ভূষিত হন?

উত্তরঃ ১৯১৩ খ্রিষ্টাব্দে

৩৬। এশীয়দের মধ্যে কততম হিসেবে রবীন্দ্রনাথ নােবেল পুরস্কার পান?

উত্তরঃ প্রথম

৩৭। ‘ঐকতান’ কবিতার প্রথম চরণ কোনটি?

উত্তরঃ বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি

৩৮। “সম্মানের চিরনির্বাসন” কথাটির গভীরে কোন বিষয় নিহিত?

উত্তরঃ আত্মদহন

৩৯। ‘ঐকতান’ কবিতায় ‘চিত্রময়ী বর্ণনার বাণী’ বলতে বােঝানাে হয়েছে-

উত্তরঃ চিত্তাকর্ষক বর্ণনা

৪০। ‘ঐকতান’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোন শ্রেণির কবিকে আহ্বান করেছেন-

উত্তরঃ অখ্যাতজনের

৪১। ‘ঐকতান’ কবিতায় কৃত্রিম পণ্য বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তরঃ অন্তরের যােগ নেই এমন

৪২। রবীন্দ্রনাথ ঐকতান বলতে বুঝিয়েছেন-

উত্তরঃ জীবনের সর্বপ্রান্ত স্পর্শী সমস্বর

৪৩। ‘ঐকতান’ কবিতায় মূলত প্রকাশ পেয়েছে কবির-

উত্তরঃ আত্মসমালােচনা

৪৪। ‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে প্রত্যক্ষ করেছিলেন, তা আসলে কেমন ছিল?

উত্তরঃ খন্ডিত

৪৫। ‘ঐকতান’ কোন ধরনের কবিতা?

উত্তরঃ আত্মসমালােচনামূলক

৪৬। ঐকতান কবিতায় কবি কীসের অপূর্ণতার কথা বলেছেন?

উত্তরঃ সুরের

৪৭। রবীন্দ্রনাথের মতে, তাঁর কবিতা কোথায় পৌছাতে পারেনি?

উত্তরঃ সমাজের সকল স্তরে

৪৮। কোনটি আত্মসমালােচনামূলক রচনা?

উত্তরঃ ঐকতান

৪৯। ‘ঐকতান’ কবিতায় কীসের অপূর্ণতার কথা বলা হয়েছে?

উত্তরঃ সুরের

৫০। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন?

উত্তরঃ গীতাঞ্জলি

[ উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Advertisement 5

Advertisement 2

Advertisement 3

Leave a Comment