এসএসসি ভোকেশনাল ১০ম শ্রেণির অটোমোটিভ (২) ২য় পত্র অ্যাসাইনমেন্ট ৫ম সপ্তাহের সমাধান/উত্তর ২০২১, ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা

18.automotive2282ndpaper2928229

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

 ১. লুব্রিকেটিং সিস্টেম এর প্রয়ােজনীয়তাঃ 

ইঞ্জিনের জন্য লুব্রিকেশনের প্রয়ােজনীয়তা নিচে দেওয়া হলােঃ 

১. ইঞ্জিনের চলমান যন্ত্রাংশের ঘর্ষণ জনিত বাধা কমিয়ে শক্তির অপচয় রােধ করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

২. ইঞ্জিনের চলমান যন্ত্রাংশসমূহকে ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

৩. ইঞ্জিনের ভিতরে যন্ত্রাংশসমূহকে ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়ােজন । 

৪. ঘর্ষণশীল যন্ত্রাংশসমূহের ষর্ষণের ফলে যে ধাতব কণা ক্ষয় হয় তা ধুয়ে পরিষ্কার করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

৫. সিলিন্ডার ও পিস্টনকে সীজ হওয়া থেকে রক্ষা করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন । 

৬. ঘুরন্ত যন্ত্রাংশের মধ্যে শক শােষণ করা , শব্দ কমানাে এবং ইঞ্জিনের দীর্ঘ স্থায়িত্বের জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

২. লুব্রিকেটিং সিস্টেম এর অংশসমূহঃ

লুবিকেটিং সিস্টেমের কার্যক্রমের ভিন্নতার উপর ভিত্তি করে তিন প্রকার । যথা : 

১। স্পাস লুব্রিকেটিং সিস্টেম 

২। প্রেসার ফীড লুব্রিকেটিং সিস্টেম 

৩।স্পাস ও প্রেসার ফীড লুব্রিকেটিং সিস্টেম

img 20210820 143848

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ) প্রসার ফিড লুব্রিকেটিং সিস্টেম (Pressure Feed Lubricating System ) : 
এ জাতীয় লুব্রিকেটিং সিস্টেমে পাম্পে বা তেল ধারে একটি রােটারি জাতীয় অয়েল পাম্প থাকে । এ অয়েল পাম্পটি ইঞ্জিন ক্যাম শ্যাফট দ্বারা পরিচালিত হয় । ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ভিতর দিয়ে এ লুব্রিকেটিং অয়েল প্রবাহের জন্য ছােট ছিদ্র ছাড়াও ইঞ্জিনের বকার আর্ম পর্যন্ত লুব্রিক্যান্ট সরবরাহের জন্য অয়েল গ্যালাক্সির সঙ্গে অল্পেল লাইনের সংযােগ রয়েছে । অয়েল চাপের মধ্যে লুব্রিকেন্ট গ্যালারিতে প্রেরণ করে ।

সেখান থেকে বিভিন্ন ছিদ্র দিয়ে চলমান ও আবর্তনশীল যখলে পৌছে যায় | এটা ভয়ায় আর্য , পিল ও অন্যান্য বাংলকে লুব্রিকেন ফয়ে পুনরায় অরেল পাম্পে ফেরত আসে । অঙ্গেল পাম্পের একটি কনি ছাড়াও গ্যালারির সঙ্গে যুক্ত করে এতে আরও একটি ঘঁকনি বা ফিস্টার ব্যবহার করা হয় ।

এ ঘঁকনিগুলো লুব্রিকেন্টের ধুয়ে আনা ময়লাকে হেঁকে রেখে দিয়ে পুনরায় পরিষ্কার সুব্রিকেন্ট পাম্পিং করে পাঠায় । একটি নির্ধারিত সময় এর পর এ লুব্রিকেন্ট তার গুণাগুণ হরিয়ে ফেলে । তখন পুরাতন লুব্রিকেন্ট পরিবর্তন করে নন লুব্রিকেন্ট দিতে হয় । বিনির্দিষ্ট সময় অন্তর ফিল্টার এলিমেন্ট পরিষ্কার ও পরিবর্ধন করতে হয় । সাধারণত অপেক্ষাকৃত বড় ইঞ্জিনে এ জাঙ্গীয় প্রেসার ফীড সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে । অয়েল মিটার রিভিং এর কার্যকারিতা নিশ্চয়তা বিধান করে । কোনোেৱ অকার্যকারিতার জন্য চালককে সতর্কীকরণ বাতি জ্বালিয়ে সতর্ক করে দেওয়ায় ব্যবস্থা থাকে ।

img 20210820 143848

৪. ভালভ মেকানিজমের লুব্রিকেশন পদ্ধতিঃ

এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট, বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট , ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট

Leave a Comment