Advertisement
১। পরোক্ষ উক্তি কোনটি?
ক) শিক্ষক বললেন, ‘কাল তোমাদের ছুটি থাকবে।’
খ) শিক্ষক বললেন যে পরদিন আমাদের ছুটি থাকবে।
গ) শিক্ষক বললেন যে আমাদের ছুটি থাকবে।
ঘ) শিক্ষক বললেন যে আগামীকার আমাদের ছুটি থাকবে।
২। রশিদ বলল, ‘আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন।’ —পরোক্ষ উক্তিতে কী হবে?
ক) রশিদ বলল যে আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন
Advertisement
খ) রশিদ বলল যে তার ভাই আজই ঢাকা যাচ্ছেন
গ) রশিদ বলল যে আমার ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন
ঘ) রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন
৩। প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের কী পরিবর্তন হয়?
ক) আংশিক পরিবর্তন হয় খ) অর্ধেক পরিবর্তন হয়
গ) পরিবর্তন হয় না ঘ) সম্পূর্ণ পরিবর্তন হয়
৪। তিনি বললেন, ‘দয়া করে ভিতরে আসুন।’ বাক্যটি কিসের উদাহরণ?
ক) উপদেশ
খ) পরোক্ষ উক্তির
গ) প্রত্যক্ষ উক্তির
ঘ) অনুরোধ
৫। তিনি বললেন যে বইটা তার দরকার। বাক্যটি কিসের উদাহরণ?
ক) প্রত্যক্ষ উক্তি
খ) কর্মবাচ্যের
গ) কর্তৃবাচ্যের
ঘ) পরোক্ষ উক্তির
৬। পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
ক) প্রশ্ন জিজ্ঞাসায় খ) চিরন্তন সত্যের বর্ণনায়
Advertisement 2
গ) অনুজ্ঞাসূচক ভাবে ঘ) আবেগ প্রকাশে
৭। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দ ‘গতকল্য’ পরোক্ষ উক্তিতে কী হয়?
ক) আগামীকাল খ)পূর্বদিন গ) পরের দিন ঘ) সেদিন
৮। শিক্ষক বললেন, ‘পৃথিবী গোলাকার’—এর পরোক্ষ উক্তি কোনটি হবে?
ক) শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার
খ) শিক্ষক বললেন, পৃথিবী গোলাকার
গ) শিক্ষক বললেন, পৃথিবী হয় গোলাকার
ঘ) শিক্ষক বললেন যে গোলাকার এই পৃথিবী
৯। প্রত্যক্ষ উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ উক্তিতে কী হয়?
ক) আগের দিন
খ) পরদিন গ) পূর্ব দিন ঘ) সেদিন
১০। কোন কিছু বলাকে কী বলে?
ক) বচন খ) উক্তি গ) প্রত্যয় ঘ) বাক্য
১১। উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহৃত হয়?
ক) যথা খ) যেহেতু গ) যে ঘ) যদি
১২। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়?
ক) সর্বনাম খ) ক্রিয়াপদ গ) কাল ঘ) অর্থ
১৩। কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না?
Advertisement 4
ক) প্রশ্ন জিজ্ঞাসায় খ) চিরন্তন সত্যের উদ্ধৃতিতে
গ) অনুজ্ঞাসূচক উদ্ধৃতিতে ঘ) আবেগসূচক উদ্ধৃতিতে
১৪। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক) ক্রিয়া খ) কালের
গ) সর্বনাম ঘ) অর্থের
১৫। প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?
ক) কালের খ) ভাবের গ) উক্তির ঘ) পুরুষের
১৬। সে বলল, ‘আমি ভালো আছি’—বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি?
ক) সে বলল, সে ভালো আছে
খ) সে বলল, আমি ভালো আছি
গ) সে বলল যে, আমি ভালো আছি
ঘ) সে বলল যে, সে ভালো আছে
১৭। তিনি বললেন, ‘দয়া করে ভিতের আসুন’—এর উক্তি পরিবর্তনে কোনটি সঠিক?
ক) তিনি (আমাকে) ভিতরে যেতে বললেন
খ) তিনি (আমাকে) ভিতরে যেতে উপদেশ দিলেন
গ) তিনি (আমাকে) ভিতরে আসতে নির্দেশ দিলেন
ঘ) তিনি (আমাকে) ভিতরে যেতে অনুরোধ করলেন
১৮। শিক্ষক বললেন, ‘তোমরা কি ছুটি চাও?’—এর পরোক্ষ উক্তি?
ক) আমরা ছুটি চাই কি না—শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
খ) আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
গ) আমরা যে ছুটি চাই শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
Advertisement 2
ঘ) আমাদের ছুটির দরকার কি না—শিক্ষক জানতে চাইলেন
১৯। লোকটি বলল, ‘বাঃ! পাখিটি তো চমৎকার?’ এর সঠিক উক্তি পরিবর্তন কোনটি?
ক) লোকটি বলেছিল যে পাখিটি চমৎকার
খ) লোকটি আনন্দিত হয়েছিল সুন্দর পাখির জন্য
গ) লোকটি আনন্দের সঙ্গে বলল যে পাখিটি চমৎকার
ঘ) লোকটি বিস্মিত হয়ে বলল যে পাখিটি চমৎকার
২০। হামিদ বলল, ‘তোমরা আগামীকাল এসো।’ এর পরোক্ষ উক্তি কোনটি?
ক) হামিদ তাদের পরদিন আসতে (বা যেতে) বলল
খ) হামিদ তাদের গতকাল আসতে (বা যেতে) বলল
গ) হামিদ তাদের আগামীকাল আসতে (বা যেতে) বলল
ঘ) হামিদ আমাদের পরদিন আসতে (বা যেতে) বলল
২১। প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
ক) ভাব অনুসারে
খ) বাচ্য অনুসারে
গ) অর্থ অনুসারে
ঘ) উক্তি অনুসারে
২২। প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক) ওখানে খ) সেখানে গ) ঐখানে ঘ) এই খানে
২৩। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের গতকাল শব্দটি পরোক্ষ উক্তিতে কিরূপে পরিবর্তিত হবে?
ক) পূর্বদিন খ) সেদিন গ) আগের দিন
ঘ) গতকল্য
২৪। খোকা বলল, ‘আমার বাবা বাড়ি নেই’—এর পরোক্ষ উক্তি হবে?
ক) খোকা বলল যে আমার বাবা বাড়ি নেই
খ) খোকা বলল তার বাবা বাড়ি নেই
গ) খোকা বলল বাবা বাড়ি নাই
ঘ) খোকা বলল যে তার বাবা বাড়ি ছিলেন না
২৫। শিক্ষক বললেন, ‘চুম্বক লোহাকে আকর্ষণ করে।’ —এর পরোক্ষ উক্তি কোনটি?
ক) শিক্ষক বললেন, ‘চুম্বক লোহাকে আকর্ষণ করে না।’
খ) শিক্ষক বললেন, ‘চুম্বক লোহাকে আকর্ষণ করে।’
গ) শিক্ষক বললেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে।
ঘ) শিক্ষক বললেন, ‘চুম্বক লোহাকে বিকর্ষণ করে।’
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. খ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. গ।
Advertisement 5
Advertisement 3