এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান ১০ম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান ১০ম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

১।   কোনটি পরোক্ষ পরিচালন আয়? 

     ক) বিক্রয়          খ) বেতন 

     গ) প্রদত্ত কমিশন     ঘ) বাট্টা প্রাপ্তি  

২।   প্রদত্ত বাট্টা বিশদ আয় বিবরণীতে কী হিসেবে দেখানো হয়?

     ক) পরিচালন আয়     খ) পরিচালন ব্যয়

     গ) অপরিচালন আয়         ঘ) অপরিচালন ব্যয় 

     নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

     একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জামি ও দালান ৫,০০,০০০ টাকা,বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, প্রদেয় খরচ ১১,০০০ টাকা, পাওনাদার ১২,০০০ টাকা, প্রাপ্য সুদ ১,৮০০ টাকা, মূলধন ৪,০০,০০০ টাকা।

৩। প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ কত?

     ক) ৭,০১,৮০০ টাকা       খ) ৮,০০,০০০ টাকা

     গ) ৮,০১,৮০০ টাকা       ঘ) ১২,০০,০০০ টাকা 

৪।   প্রতিষ্ঠানটির চলতি দায় হলো— 

            i. প্রদেয় খরচ 

            ii. প্রাপ্য সুদ    

            iii. পাওনাদার 

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   

     খ) i ও iii  

     গ) ii ও iii  

     ঘ) i, ii ও iii  

৫।   কোনটি অন্যান্য ব্যয়?

     ক) মজুরি          খ) বেতন

     গ) সুদ      ঘ) ক্রয়

৬।   বিশদ আয় বিবরণীর ১ম ধাপের ফলাফল কোনটি?

     ক) নিট বিক্রয়      

     খ) নিট ক্রয়

     গ) মোট মুনাফা    ঘ) নিট মুনাফা 

৭।   কুঋণ সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দিতে হয়?

     ক) রক্ষণশীলতার নীতি খ) ক্রয়মূল্য নীতি

     গ) বকেয়া ধারণা নীতি      ঘ) ব্যাবসায়িক সত্তা নীতি  

৮।   ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি?

     ক) খতিয়ান  

     খ) বিশদ আয় বিবরণী 

     গ) আর্থিক বিবরণী         ঘ) আর্থিক অবস্থার বিবরণী 

৯।   বিশদ আয় বিবরণীর মাধ্যমে কী জানা যায়?

     ক) লাভ          খ) ক্ষতি  

     গ) লাভ-ক্ষতি      

     ঘ) সম্পত্তির পরিমাণ 

১০। স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য হলো—

            i. দীর্ঘ আয়ুষ্কাল        

            ii. অধিক ব্যয়সাপেক্ষ 

            iii. মুনাফা অর্জনে নিয়োজিত

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   

     খ) i ও iii       

     গ) ii ও iii  

     ঘ) i, ii ও iii  

১১।  কোনটি দায় হিসাব?

     ক) অগ্রিম বেতন     খ) বকেয়া ভাড়া 

     গ) প্রাপ্য বিল      

     ঘ) পাওনা 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১২। ট্রেডমার্ক কী?

     ক) আয়           খ) দায়

     গ) সম্পদ         ঘ) ব্যয় 

১৩। ১০% বন্ধকী ঋণ আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে?

     ক) চলতি সম্পদ     খ) চলতি দায়

     গ) মালিকানাস্বত্ব     ঘ) দীর্ঘমেয়াদি দায়  

১৪। সমাপনী দাখিলার দ্বারা বন্ধ করা হয়—

            i. আয়       ii. ব্যয় 

            iii. সম্পদ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii           

     খ) i ও iii   

     গ) ii ও iii        

     ঘ) i, ii ও iii 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক।

১৫। আঁখি ট্রেডার্সের রেওয়ামিলে ১০ মাসের বেতন ১২,০০০ টাকা হলে তার বকেয়া বেতনের পরিমাণ কত?

            ক) ১,২০০ টাকা

            খ) ২,০০০ টাকা

            গ) ২,৪০০ টাকা              ঘ) ১৪,৪০০ টাকা

১৬। শিক্ষানবিশ সেলামি একটি—

            ক) প্রত্যক্ষ পরিচালন আয় খ) পরোক্ষ পরিচালন আয়

            গ) অন্যান্য আয়               ঘ) ব্যয় 

১৭।      পণ্যের বিক্রয়মূল্য থেকে মোট মুনাফা বাদ দিলে যা থাকে তাকে কী বলা হয়?

            ক) মোট ব্যয়      

            খ) বিক্রীত পণ্যের ব্যয়

            গ) সমাপনী মজুদ পণ্য      ঘ) প্রারম্ভিক মজুদ পণ্য 

১৮। মালিকানাস্বত্বে পরিবর্তন বিবরণীতে মূলধন থেকে বাদ যায় কোনটি?

      ক) জীবন বীমা প্রিমিয়াম          খ) নিট লাভ 

            গ) অতিরিক্ত মূলধন          ঘ) মোট ক্ষতি 

১৯।      চলতি সম্পদ হলো—

            i. নগদ তহবিল      

            ii. প্রারম্ভিক মজুদ পণ্য     

            iii. সমাপনী মজুদ পণ্য

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii              

            খ) i ও iii  

            গ) ii ও iii  

            ঘ) i, ii ও iii 

২০।      আর্থিক অবস্থার বিবরণীর পূর্ব নাম কী ছিল?

            ক) ক্রয়-বিক্রয় হিসাব       খ) লাভ-ক্ষতি হিসাব

            গ) উদ্বর্তপত্র       

            ঘ) বিশদ বিবরণী 

২১।      প্রারম্ভিক মজুদ+নিট ক্রয়+প্রত্যক্ষ খরচ—সমাপনী মজুদ=?

            ক) মূলধন          

            খ) বিক্রীত পণ্যের ব্যয়

            গ) উত্তোলন  

            ঘ) পাওনাদার 

২২।      প্রধানত কয়টি কারণে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

            ক) দুই  খ) তিন

            গ) চার               ঘ) পাঁচ 

২৩। কপিরাইট হিসাব একটি—

            ক) আয়             

            খ) ব্যয় 

            গ) সম্পদ           

            ঘ) দায় 

২৪। অগ্রিম আয় কী?

            ক) আয়                         

            খ) ব্যয় 

            গ) সম্পদ           

            ঘ) দায়           

২৫। বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়?

            ক) ২টি   খ) ৩টি

            গ) ৪টি               ঘ) ৫টি

২৬। কোনটির মাধ্যমে একাধিক বছরের আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব?

            ক) মোট লাভ বিশ্লেষণ       খ) নিট লাভ বিশ্লেষণ 

            গ) নগদ প্রবাহ বিশ্লেষণ     ঘ) অনুপাত বিশ্লেষণ 

২৭। নিট মুনাফা ১০,০০০ টাকা এবং নিট বিক্রয় ১,২০,০০০ টাকা হলে নিট মুনাফার অনুপাত কত?  

            ক) ৮.৩৩%        খ) ৮% 

            গ) ৭%                          ঘ) ৮.৫% 

২৮। ব্যবসায়ের অস্পর্শনীয় সম্পদ হলো—

            i. সুনাম

            ii. অবচয়           

            iii. পেটেন্ট

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii              

            খ) i ও iii   

            গ) ii ও iii           

            ঘ) i, ii ও iii 

২৯। চলতি অনুপাতের আদর্শ মান কত?

            ক) ২ : ১                       

            খ) ১ : ২ 

            গ) ১ : ১                        

            ঘ) ৩ : ১ 

৩০।      সিগমা কম্পানির মোট লাভ অনুপাত কত?

            ক) ১০%                       

            খ) ১২%

            গ) ২০%           

            ঘ) ৫০%   

৩১। সিগমা কম্পানির নিট লাভ কত টাকা?

            ক) ৮,৮০,০০০ টাকা         খ) ৮,০০,০০০ টাকা

            গ) ২,০০,০০০ টাকা         ঘ) ৮০,০০০ টাকা 

৩২। কোনটি ভিন্ন প্রকৃতির?

            ক) বীমা সেলামি

            খ) শিক্ষানবিশ সেলামি

            গ) কমিশনপ্রাপ্তি               ঘ) ঋণপ্রাপ্তি 

৩৩। নিচের কোনটি ব্যবসায়ের লেনদেনের সঙ্গে সরাসরি জড়িত নয়?

            ক) বেতন           

            খ) ডাক ও তার 

            গ) সুনামের অবলোপন      ঘ) ব্যাংক চার্য  

৩৪। বিশদ আয় বিবরণী থেকে জানা যায়—

            i. মোট মুনাফা     

            ii. পরিচালন মুনাফা

            iii. নিট মুনাফা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii   

            খ) i ও iii 

            গ) ii ও iii  

            ঘ) i, ii ও iii 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩৫। কিসের ওপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়?

            ক) ক্রয়মূল্য নীতি  খ) বকেয়া ধারণা

            গ) চলমান প্রতিষ্ঠান ণীতি               ঘ) বস্তুনিষ্ঠ ধারণা

৩৬। অগ্রিম প্রাপ্ত আয়কে কী হিসাবে গণ্য করা হয়?

            ক) পরিচালন আয়             খ) অনুপার্জিত আয়

            গ) মুনাফাজাতীয় আয়       ঘ) মূলধনজাতীয় আয় 

৩৭। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুঘরবিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি?

            ক) খতিয়ান 

            খ) রেওয়ামিল

            গ) জাবেদা  

            ঘ) কার্যপত্র 

৩৮। কোনো ব্যবসায়ের মূল পরিচালন আয়—

            ক) বিক্রয়           

            খ) প্রাপ্ত লভ্যাংশ 

            গ) বিনিয়োগের সুদ           ঘ) কমিশনপ্রাপ্তি 

৩৯। অন্যান্য ব্যয় হলো—

            i. ডাক ও টেলিগ্রাম     

            ii. সুদ খরচ        

            iii. শিক্ষানবিশ ভাতা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii   

            খ) i ও iii  

            গ) ii ও iii  

            ঘ) i, ii ও iii  

৪০। বন্দকী ঋণ গ্রহণের ফলে কী বৃদ্ধি পায়?

            ক) স্বত্বাধিকার     

            খ) দীর্ঘমেয়াদি দায়

            গ) চলতি দায়     

            ঘ) অভ্যন্তরীণ দায়

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. গ ৪০. খ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment