এক মালিকানা ব্যবসায় পরিচালনায় বিভিন্ন প্রয়োজনীয় দিক বিশ্লেষণ, এক মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে।,এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে

শ্রেণি: HSC ইন কমার্স-2021 বিষয়: ব্যবসায় সংগঠন এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1728
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ এক মালিকানা ব্যবসায় পরিচালনায় বিভিন্ন প্রয়োজনীয় দিক বিশ্লেষণ।

শিখনফল/বিষয়বস্তু :

  • এক মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে।
  • এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ চিহ্নিত করতে পারবে।
  • বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • এক মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে।
  • এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে।
  • এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ চিহ্নিত করতে হবে।
  • বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

পৃথিবীর সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল এক মালিকানা ব্যবসায় এর মাধ্যমে। এটি পৃথিবীর প্রাচীণতম ব্যবসায় সংগঠন।

সাধারণভাবে একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় যার মুনাফা অর্জনের লক্ষ্যে কোন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসা অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

একমালিকানা ব্যবসার সুবিধা

১। কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায়।

২। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা থাকে।

৩। নিজেই নিজের বস এবং কারো কাছে কোনও কিছুই জন্য জবাবদিহিতা করতে হয় না।

৪। আপনি আপনার ব্যবসা কিভাবে পরিচালনা করতে তা কেউ জানবে না, অর্থাৎ  ব্যবসা পরিচালনার গোপনীয়তা বজায় থাকে।

৫। ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফার একক মালিকানা। আপনি যত টাকা ব্যবসা থেকে লাভ করবেন এর কোনও অংশ অন্য কাউকে দিতে হবে না।

৬। ব্যবসার দরকারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অনেক সময় ব্যবসার মধ্যে হুট করে সিদ্ধান্ত নিতে হয় যা একমাএ একমালিকানা ব্যবসায় দ্রুত করা যায়।

৭। ব্যবসাটি সহজে বিক্রি করে দেওয়া যায়। একক মালিকানা ব্যবসা কেনা-বেচা সহজ, কেননা এখানে অন্য কোনও ব্যক্তির মতামত বা সিন্ধান্ত নেওয়ার দরকার হয় না।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এক মালিকানা ব্যবসায় প্রাচীনতম ব্যবসা হিসেবে বিশ্বে অনুন্নত ও উন্নয়নশীল ও অনুন্নত সকল দেশেই স্বীকৃত।

প্রাচীনতম ব্যবসা হলেও বর্তমান বৃহদায়তন ব্যবসার সাথে প্রতিযোগিতা করে এখনো সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে এক মালিকানা ব্যবসায় ‌।

একমালিকানা ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য অসুবিধা আছে যে কারণে এই জাতীয় ব্যবসা সকলের নিকট জনপ্রিয়।

একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ বর্ণনা করা হলো-

  • ১. আত্মকর্মসংস্থানে উদ্যোগে এমন আছেন যারা অনেকের কাছে পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসা করতে আগ্রহী। এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় উপযুক্ত।
    যেমন: চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান।
  • ২. এমন কিছু ব্যবসায় আছে যেগুলাের জন্য বেশি অর্থের প্রয়ােজন পড়ে না। সে জাতীয় ব্যবসায়ের
    জন্য একমালিকানা ব্যবসায়ই সবচেয়ে বেশি উপযােগী বিবেচিত হয়। যেমন- পানের দোকান, সবজির দোকান।
  • ৩. যে সকল ব্যবসায়ে ঝুঁকি একেবারেই কম সেগুলাের জন্য একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। কেননা কম আয়ের ব্যক্তিরা সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চান, ফলে তারা এমন ব্যবসায়ই বেশি পছন্দ করেন। যেমন- চালের দোকান, ঔষধের দোকান।
  • ৪. কিছু কিছু ব্যবসায় আছে যেগুলাের প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণির
    গ্রাহকদের নিকট সীমাবদ্ধ। সে সব পণ্য বা সেবার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন-স্কুলের সামনে বই-খাতার দোকান, কোনাে শিল্প কারখানার সামনে রেস্টুরেন্ট।
  • ৫. পঁচনশীল জাতীয় পণ্য যেমন ফল-মূল, শাক-সবজি, মাছ-মাংস ইত্যাদির ব্যবসায় সাধারণত একমালিকানা
    ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে।
  • ৬. ডাক্তারি, প্রকৌশল ও আইন ব্যবসায়ের মতাে ক্ষুদ্র আকারের পেশাভিত্তিক ব্যবসায় এবং প্রত্যক্ষ সেবাধর্মী
    ব্যবসায়; যেমন- লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার ইত্যাদি সাধারণত একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে।
  • ৭. অনেক পণ্য আছে যেগুলাের চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের উপর নির্ভরশীল।
    সে সকল পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রেও একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন-দরজির দোকান।
  • ৮. যে সব ব্যবসায় প্রদত্ত পণ্য-দ্রব্য ও সেবার সাথে ব্যক্তির বা মালিকের নৈপুণ্য, শিল্পকর্ম ও সুনাম
    জড়িত থাকে সেগুলাের জন্য একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন-চিত্রকর্মের দোকান, ছবি তােলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান।
  • ৯. কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসার জন্যও একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন- ধান
    ব্যবসায়, আলু ব্যবসায় ও কাঁচামালের ব্যবসায়।
  • ১০. স্থানীয় বা জাতীয় পর্যায়ের বই, খাতা-পত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য একক মালিকানাভিত্তিক ব্যবসায় বেশি উপযুক্ত

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বর্তমান বৃহদায়তন উৎপাদন যুগে প্রাচীন ও ক্ষুদ্রায়তন প্রকৃতির এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব হ্রাস পাওয়ার কথা থাকলেও অদ্যাবধি এ ব্যবসায়ের গুরুত্ব কমেনি। প্রতিটা সমাজে তথা বাংলাদেশে এটা এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সৎগঠন। নিম্নে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব তুলে ধরা হলোঃ

ব্যাপক সেবা প্রদানঃ 

স্বল্প মূলধন নিয়ে অতি সহজে এ ব্যবসায় শহরের কেন্দ্রস্থল হতে শুরু করে গ্রাম-গঞ্জের সর্বত্র গড়ে উঠেছে। তাই প্রয়োজনীয় পণ্য বা সেবা সামগ্রী সহজে ভোক্তা সাধারনের হাতে তুলে দিয়ে ব্যবসায় ব্যাপক জনগোষ্ঠীকে সেবা প্রদান করতে পারে।

সহজ কর্মসংস্থানঃ 

সামান্য কিছু মূলধন হলে যে কেউ এক মালিকানা ব্যবসায়ের মাধ্যম নিজ কর্মসংস্থান করতে পারে। তাই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক এক মালিকানা ব্যবসায়ে জড়িত থেকে নিজের কর্মসংস্থান করছে।

স্বল্প মুলধনঃ

আমাদের দেশের অধিকাংশ জনগন গরিব বিধায় তাদের পক্ষে বৃহদায়তন ব্যবসায় গড়ে তোলা কঠিন।

তাই অল্প পুঁজি দিয়ে সহজেই যে কেউ এ জাতীয় ব্যবসায় গঠন করতে পারে।

সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধিঃ

শহর ও গ্রামাঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী এরূপ ব্যবসায় গড়ে তোলার জন্য তাদের ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে এ ধরনের ব্যবসায় গঠন করে। যা দেশের জন্য মুলধন গঠন এবং বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে।

সম্পদের সুষম বন্টনঃ 

ক্ষুদ্রায়তনের এক মালিকানা ব্যবসায় দেশের আনাচে কানাচে সর্বত্র ব্যাপকভাবে গড়ে উঠে। ফলে বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে সম্পদ যেভাবে কতিপয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয় এক্ষেত্রে তার কোনই সম্ভাবনা থাকে না। এতে সম্পদের সুষম বণ্টন হয় ।

আয় ও সম্পদ বৃদ্ধি পায়ঃ 

ব্যাপক ভিত্তিতে এক মালিকানা ব্যবসায় গঠিত ও পরিচালিত হওয়ার ফলে তা ব্যাপক জনগোষ্টীর আয় রোজগারের ব্যবস্থা ও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করে। এতে জাতীয় আয় ও সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়।

বৃহদায়তন প্রতিষ্ঠানকে সহায়তা দানঃ 

বড় বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল সরবরাহ এবং তাদের উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তাদের নিকট পৌঁছানোর গুরু দায়িত্ব এ জাতীয় সংগঠন পালন করে। বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদনের চাকাকে সচল রাখে এ জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠান।

সহজ পরিচালনাঃ 

এ জাতীয় ব্যবসায় পরিচালনা বৃহদাকার ব্যবসায়ের মত জটিল নয় এবং মালিক যেহেতু নিজেই ব্যবসায় পরিচালনা করে সেহেতু এর পরিচালনা ব্যয়ও তুলনামুলক কম হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment