এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন।

এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন।

সমাধান:
ধরি, n সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ হবে
অতএব, প্রথম n সংখ্যক কিস্তির সমষ্টি = 2500
পর পর দুই কিস্তির সাধারণ অন্তর d = 2
প্রথম কিস্তি a = 1
সুতরাং কিস্তির পরিশোধ প্যাটার্ন একটি সমান্তর ধারা
আমরা জানি, সমান্তর ধারার n তম পদের সমষ্টি =
n/2{2a+(n−1)d}

অতএব,
n/2{2a+(n−1)d}=2500
a,d এবং কিস্তির সমষ্টি এর মান বসিয়ে পাই,
n/2{2×1+(n−1)2}=2500
⇒ n/2{2(1+n−1)}=2500
⇒ n×n=2500
⇒ n2=2500
∴ n=50

অতএব, ঐ ব্যক্তি তার ঋণ 50 কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

উত্তরঃ ৫০ টি কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন।

১৬. উৎপাদকে বিশ্লেষণ কর: 8X3+12X2+6X-63

সমাধান:
দেওয়া আছে,
8x3+12x2+6x−63
= (2x)3+3(2x)2.(1)+3(2x).(1)2+(1)3−64
= (2x+1)3−43
= (2x+1−4){(2x+1)2+(2x+1)4+42)}
= (2x−3)(4x2+4x+1+8x+4+16)
= (2x−3)(4x2+12x+21)

নির্ণেয় উৎপাদক: (2x−3)(4×2+12x+21)
উত্তরঃ (2x-3) (4×2 +12x + 21)

জানা অজানা

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *