এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন

এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১ টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন।

সমাধান:
ধরি, n সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ হবে
অতএব, প্রথম n সংখ্যক কিস্তির সমষ্টি = 2500
পর পর দুই কিস্তির সাধারণ অন্তর d = 2
প্রথম কিস্তি a = 1
সুতরাং কিস্তির পরিশোধ প্যাটার্ন একটি সমান্তর ধারা
আমরা জানি, সমান্তর ধারার n তম পদের সমষ্টি =
n/2{2a+(n−1)d}

অতএব,
n/2{2a+(n−1)d}=2500
a,d এবং কিস্তির সমষ্টি এর মান বসিয়ে পাই,
n/2{2×1+(n−1)2}=2500
⇒ n/2{2(1+n−1)}=2500
⇒ n×n=2500
⇒ n2=2500
∴ n=50

অতএব, ঐ ব্যক্তি তার ঋণ 50 কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

উত্তরঃ ৫০ টি কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন।

১৬. উৎপাদকে বিশ্লেষণ কর: 8X3+12X2+6X-63

সমাধান:
দেওয়া আছে,
8x3+12x2+6x−63
= (2x)3+3(2x)2.(1)+3(2x).(1)2+(1)3−64
= (2x+1)3−43
= (2x+1−4){(2x+1)2+(2x+1)4+42)}
= (2x−3)(4x2+4x+1+8x+4+16)
= (2x−3)(4x2+12x+21)

নির্ণেয় উৎপাদক: (2x−3)(4×2+12x+21)
উত্তরঃ (2x-3) (4×2 +12x + 21)

জানা অজানা

Leave a Comment