Advertisement
যেসব প্রতিষ্ঠান দুই তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক তাদের হিসাবের বই সংরক্ষণ করে না অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে তাদের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় পদ্ধতি আলাদা। নিম্নে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় পদ্ধতি অলোচনা করা হলো—
লাভ/ক্ষতি = (সমাপনী মূলধন + উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)
এখানে, প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ — প্রারম্ভিক মোট দায় এবং
সমাপনী মূলধন = সমাপনী মোট সম্পদ — সমাপনী মোট দায়
উদাহরণ : ১ জানুয়ারি ২০১৮ তারিখে রাবেয়া ট্রেডার্সের প্রারম্ভিক মোট সম্পদ ও প্রারম্ভিক মোট দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। ৩১ ডিসেম্বর তারিখে উক্ত ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ ও দায়গুলো ছিল :
নগদ ৮০,০০০ টাকা, মজুদ পণ্য ৩৪,০০০ টাকা, দেনাদার ৯৬,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, পাওনাদার ৪৫,০০০ টাকা এবং ব্যাংকঋণ ৫০,০০০ টাকা। বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন ৬০,০০০ টাকা এবং ব্যবসায় থেকে সারা বছরে মালিক নগদ উত্তোলন করেন ৩৫,০০০ টাকা।
উপরোক্ত তথাদি থেকে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
Advertisement
সমাধান : প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ — প্রারম্ভিক দায়
= ১,৮০,০০০ — ৭৫,০০০ = ১,০৫,০০০ টাকা।
সমাপনী মূলধন = সমাপনী মোট সম্পদ — সমাপনী মোট দায়
= (নগদ + মজুদ পণ্য + দেনাদার + আসবাবপত্র) — (পাওনাদার + ব্যাংকঋণ)
=(৮০,০০০+৩৪,০০০+৯৬,০০০+৪০,০০০)— (৪৫,০০০ + ৫০,০০০)
= ২,৫০,০০০ — ৯৫,০০০ = ১,৫৫,০০০ টাকা।
লাভ/ক্ষতি = (সমাপনী মূলধন + উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন)
= (১,৫৫,০০০ + ৩৫,০০০) — (১,০৫,০০০ + ৬০,০০০)
= ১,৯০,০০০ — ১,৬৫,০০০ = ২৫,০০০ টাকা (লাভ)
অতএব, লাভের পরিমাণ ২৫,০০০ টাকা।
H.S.C
Advertisement 5
Advertisement 2
- জাবেদা তৈরি, গাণিতিক শুদ্ধতা যাচয়, তিনঘরা নগদান বই
- সকল লেনদেনই ঘটনা , কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ” উদাহরন দাও । অনুসরণ
- এইচএসসি ( বিএম ) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ -১ ( ১৮১৫ ) অ্যাসাইনমেন্ট উত্তর
- HSC BM Economics and Commercial Geography (1816) Assignment Answer
- ভূমিকম্পে কী ধরণের ক্ষয়-ক্ষতি হয় তা উল্লেখসহ ক্ষয়-ক্ষতি রােধে কী কী করণীয় লিখবে
- সরকারি অর্থব্যবস্থা কী লিখবে, সরকারি আয়ের উৎস এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকা উল্লেখ লিখবে
- অর্থনীতি মাথাপিছু আয় কী লিখবে, মাথাপিছু আয় বৃদ্ধির উপায় লিখবে
- বাণিজ্যিক ভূগােল, আবহাওয়া ও জলবায়ু কী লিখবে
- বিভাগ অর্থনীতি, কোভিড ১৯ কী লিখবে, কোভিড ১৯ আমাদের শিক্ষাক্ষেত্রে কি প্রভাব ফেলেছে তা লিখবে
- অর্থনীতি, সম্পদ ও অভাব কী লিখবে, সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখবে
Advertisement 2
Advertisement 3
1 thought on “একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ – লোকসান নির্ণয় প্রক্রিয়া আলোচনা”