একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়, চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে

শ্রেণি: ১০ম -2022 বিষয়: পদার্থ বিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 136
বিভাগ: বিজ্ঞান শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।

চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে।

ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল।
(i) এই সময়ে বাতাসের বাধা কীভাবে কাজ করে তা বর্ণনা কর।
(ii) সাইকেলটির গতি বাড়ানাের সময় আনুভূমিক বলম্বয়ের তুলনা কর।

(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg.। কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms–1, আরােহীর প্রয়ােগকৃত বল 30 N এবং বাতাসের বাধা 20 N।

নির্ণয় কর :
(i) সাইকেলসহ আরােহীর মােট গতি শক্তি।
(ii) সাইকেলসহ আরােহীর ত্বরণ।

(গ) সাইকেলটি চলার সাথে সাথে, প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চারিত হয়।

চিত্র ২: প্যাডেলে শক্তি ইনপুটের সাথে কী ঘটে তা দেখায়।

(i) শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।
(ii) প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় কর।

শিখনফল/বিষয়বস্তুঃ বল ও ঘর্ষণ বল ব্যাখ্যা করতে পারবে। গতিশক্তির পরিমাপ করতে পারবে। কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে।

নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্যঃ পাঠ্য বইয়ের ৬৬, ৮৭, ১০২ ও ১১৯-১২০ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

(ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল;

ক (i) এর উত্তর

পরিবেশের খুবই গুরত্বপূর্ণ ও অত্যাবশকীয় উপাদান হলো বায়ু।সবখানে বায়ু বিদ্যমান। পৃথিবী একটি বায়ুর মহাসমুদ্র।বায়ুর চাপের কারনে তা মূলত এক স্থান হতে অন্য স্থানে প্রভাহিত হয়।

সাইকেল আরোহী যখন সাইকেল চালিয়ে সামনের দিকে যাই, তখন সে বাতাসের বাধা অনুভব করে, বাতাস তাকে তার গতির বিপরীতে এক প্রকার বল সৃষ্টি করে।

যার কারনে তার গতি আস্তে আস্তে কমতে থাকে। এজন্য তার বেগ আস্তে আস্তে হ্রাস পায়।

সুতারাং, বলা যায়, বাতাসের বাধা গতির বিপরীতে কাজ করে।

ক (ii) এর উত্তর

সাইকেল আরোহীর গতি বাড়ানোর সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনাঃ

আমরা জানি, বল প্রয়োগ ও সরনের মধ্যবর্তী কোণ শূন্য হলে আনুভূমিকভাবে চলমান বস্তর ক্ষেত্রে তার বেগের সমীকরন হয়ঃ v=u+at

কোনো পৃষ্ঠের উপর দিয়ে যখন কোনো বস্তু চলে তখন নিউটনের ৩য় সূত্র মেনে চলে। অর্থাৎ, নিউটনের ৩য় সূত্র দ্বারা তা ব্যাখ্যা করা যায়।

সূত্রঃ প্রত্যেক ক্রিয়া বলের সমান ও প্রতিক্রিয়া বল আছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে,সাইকেল আরোহী আনুভূমিক বরাবর বল ক্রিয়া করে তখন ভূপৃষ্ঠ সে বল প্রতিক্রিয়া হিসেবে ফেরত দেয়।যার ফলে সাইকেল সামনের দিকে অগ্রসর হয়।

আর এই ক্রিয়া -প্রতিক্রিয়া বলের কারনে মূলত সাইকেল আনুভূমিক বরাবর সামনের দিকে যায়।

(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg. কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms-1, আরােহীর প্রয়ােগকৃত বল 30N এবং বাতাসের বাধা 210 N নির্ণয় কর;

একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়, চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে  https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্ন-গ এর (i): শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।

একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়, চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে  https://www.banglanewsexpress.com/

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment