একগুচ্ছ কবি রুদ্র অয়ন, একগুচ্ছ কবি রুদ্র অয়ন , নতুন কবিতা একগুচ্ছ কবি রুদ্র অয়ন, রুদ্র অয়ন এর নতুন কবিতা একগুচ্ছ, একগুচ্ছ গল্প, সাহিত্য একগুচ্ছ, লেখক:রুদ্র অয়ন নতুন কবিতা একগুচ্ছ

একগুচ্ছ কবি রুদ্র অয়ন, একগুচ্ছ কবি রুদ্র অয়ন , নতুন কবিতা একগুচ্ছ কবি রুদ্র অয়ন

শিক্ষা সাহিত্য

Google Adsense Ads

একগুচ্ছ কবি রুদ্র অয়ন, একগুচ্ছ কবি রুদ্র অয়ন , নতুন কবিতা একগুচ্ছ কবি রুদ্র অয়ন

বেদনার জলছাপ 

দিন শেষে

সন্ধ্যা ঘনায়,

পৃথিবীর বুকে 

নেমে আসে রাত। 

আঁধার কালো রাত

               নেমে এলে

সবার চোখে কি 

ঘুম পরীরা এসে

ঘুম দিয়ে যায়?

কখনও কখনও 

কারো কাছে

নিদ্রাহীন রাতটুকু

বেদনা লুকানোর 

চাদরও তো হয়।

যখন পৃথিবী ঘুমায়

ঘুমে মগ্ন থাকে সেও,

ফেরারি পাখির মতো

তখন নিদ্রাহীন আমি

রাতের বুকে 

আঁধারের ভাজে ভাজে

আঁকি বেদনার জলছাপ! 

আজ কালের ব্যবধান 

আজকে যারে ভাবছি ভালো

কাল সে হয় মন্দ, 

সরল মনে বুঝিনে হায়

মন্দ ভালো দ্বন্দ্ব। 

যাদের আমি বাসছি ভালো

তারাই করছে ঘৃনা,

আজ চোখে রঙিন স্বপন

কালকে স্বপ্নহীনা।

আজকে যেজন অপরুপা

কাল ভয়ংকর সে,

আজকে যাহা হৃদয়গ্রাহী

কাল অসুন্দর যে! 

আজ যাকে ভাবছি মহান

কাল দেখি সে বন্য,

আজ যিনি শ্রদ্ধাভাজন

কাল সে হয় ঘৃন্য! 

আজ যারে ভাবছি আপন

কাল সে হয় পর,

আপন পরের এ খেলাটা

চলছে নিরন্তর। 

অপ্রত্যাশিত ঝড়

তোমার এক চোখে মেঘ ছিলো

আরেক চোখে 

                   ছিলো প্রলয় ঝড়! 

বৃথাই আমি বৃষ্টির আশায়

জেগে ছিলেম

                     সারাটা রাতভর।

নেই আর পোড়ানোর ভয়

অগ্নিগিরির কাছে 

শিখেছি পুড়তে

পুড়েছি রোজ ছাই চাপা 

                শত অভিমানে,

তুমি আর কতটা 

পোড়াবে আমায়,

তোমার দহন কতটুকু 

               পোড়াতে জানে?

তোমাকে হয়না লেখা

মনের মাঝে অনেক কথা 

সব কি আর প্রকাশ পায়,

ঢেউয়ের মতো আসে মনে

ঢেউয়ের মতো ফিরে যায়।

অনেক কথাই আসে মনে

লিখতে গেলে হারিয়ে যায়,

রাত্রি হলে যেন আসে ফিরে

ভোরের আলোয় ভুলে যাই! 

তোমার কথা রাত দুপুরে

চুপিচুপি হায় আসে মনে,

একদিন তুমি ছিলে ওগো

আমার এই হৃদয় কোণে! 

তোমাকে চিঠি লিখতে গিয়ে

অনেক কথাই স্থান পায়,

হঠাৎ ভীষণ ঝড় এসে

লেখাগুলো সব উড়ে যায়! 

ইচ্ছে করে লিখতে চিঠি

তবুও হয়না চিঠি দেয়া,

Google Adsense Ads

নিরব রাতে হৃদয় পটে

ভাসে যেন স্মৃতির খেয়া! 

তোমায় লেখা কতো কথাই

হারিয়ে যায় সবই হায়,

লিখতে গিয়ে হয়না লেখা 

সবকিছু যেন মুছে যায়!

প্রতিরোধ

বাগানের ফুল চুরি হয়

কারো চুরি হয় মন,

টাকা সোনা কয়লাও চুরি

হয় যে দেশে এখন! 

চোরেরা বসে উচ্চ আসনে

ছাড়ে নীতি বাক্য- বুলি,

ভাবছে বুঝি জনগণকে

বাপ দাদাদের কুলি!

বৌ চুরি হয় বাসর ঘরে

কেউ কি শুনেছো বলো?

বর চুরির সে ঘটনাও

পত্র পত্রিকায় এলো!

কবির কবিতা চুরি করে

ছ্যাচড়া সে এক চোর,

মেধা চুরি করেনা কেউ

খুলে বিবেকের দোর। 

দুঃখ চুরি হয়না কভু

সুখ চুরি হয় যতো,

চোখের জল হয়না চুরি

হাসি চুরি হয় কতো! 

সব চোরের বিরুদ্ধে আজ

করতে হবে মামলা,

অন্যায়ের হোক প্রতিরোধ

এবার ঠ্যালা সামলা। 

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *