এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ফাইনাল সাজেশন, ডাউনলোড করুন hsc পরীক্ষার নতুন সাজেশন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, HSC Business organization 1st paper special short suggestions

Advertisement

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ফাইনাল সাজেশন, ডাউনলোড করুন hsc পরীক্ষার নতুন সাজেশন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, HSC Business organization 1st paper special short suggestions

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (Business Organization and Management 1st Paper) সুপার সাজেশন ২০২৪
subject code: 277
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, hsc ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন,

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৪

1

Advertisement 5

2
3

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৪

⚫➖১ম অধ্যায়:

১) ব্যবসায়ের বৈশিষ্ট্য
২) শিল্পের প্রকারভেদ গুলো ( প্রজনন, উৎপাদন,যৌগিক)
৩) প্রত্যক্ষ সেবা
৪) বানিজ্যের প্রকারভেদ ( আমদানি, রপ্তানি পুনঃরপ্তানি)
৫) সামাজিক ব্যবসায়ের ধারনা, বৈশিষ্ট্য ও গুরুত্ব)

⚫➖২য় অধ্যায়:

Advertisement

১) পরিবেশের প্রকারভেদগুলোর বৈশিষ্ট্য ও গুরুত ব্যাখা সহ

⚫➖৩য়য় অধ্যায়ঃ

১) একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব, সুবিধা ও অসুবিধা
২) একমালিকানা ব্যবসায়ের উপর্যুক্ত ক্ষেত্র

⚫➖ ৪র্থ অধ্যায়ঃ

১) অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য ও গুরুত
২) অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ ( সাধারন,নির্দষ্ট, সীমিত অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর)
৩) অংশীদারি ব্যবসায়ের ধরন
( কর্মী,নামমাত্র, নাবালক, অচরনে অনুমিত, ঘুমন্ত অংশীদারে বৈশিষ্ট্য)
৪) অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র
৫) অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি ( আদলতের নির্দেশ, বিশেষ ঘটনা সাপেক্ষ)

⚫➖৫ম অধ্যায়ঃ

১) কোম্পানির বৈশিষ্ট্য
২) শেয়ার বিক্রির মাধ্যমে মুলধন সংগ্রহের গুরুত্ব
৩) স্মারকলিপির বৈশিষ্ট্য ৪) পরিমেলবন্ধ নিয়মাবলীর বৈশিষ্ট্য
 ৫) কোম্পানি সংগঠনের প্রকারভেদ ( প্রাইভেট, পাবলিক, সাবসিডিয়ারি, হোল্ডিং)
৬) সম্প্রতিকালের ব্যবসায় ( আউটসোর্সিং)
৭) কোম্পানির বিলোপসাধন পদ্ধতি

⚫➖১২তম অধ্যায়ঃ

১) ব্যবসায় নৈতিকতার ধারনা ও প্রয়োজনীয়তা
২) ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব
৩) ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র সমূহ ( ক্রেতা ও ভোক্তা,সরকার,সর বরাহককারী ও
সাধারন সম্প্রদায়ের প্রতি দায়িত্ব বর্নানা কর)

একটি দেশের অর্থনীতি ও জনগােষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলাে ব্যবসায়উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ।

 শিখনফল/বিষয়বস্তুঃ

  • ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • ব্যবসায়ের আওতা বা পরিধি বর্ণনা করতে পারবে।
  • বাংলাদেশে ব্যবসায়ের আওতা হিসেবে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবে।
  • ব্যবসায়ের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে।

নিদের্শনা (সংকেত/ধাপ/পরিধি)ঃ

  1. ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে ।
  2. ব্যবসায়ের আওতা বর্ণনা করতে হবে।
  3. কার্যাবলি বর্ণনা করতে হবে
  4. অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায় কীভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করতে হবে।

উত্তর: লিংক

ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ;

শিখনফল/বিষয়বস্তু:

ক) ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে;

খ) ব্যবসায় পেিবশের বিভিন্ন উপাদান ব্যাখ্যা করতে পারবে;

গ) ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলাের প্রভাব বিশ্লেষণ করতে পারব;

Advertisement 2

ঘ) ব্যবসায়ের পরিবেশের উপাদানগুলাের মধ্যে কোনগুলাে বাংলাদেশের অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিত করতে পারবে;

ঙ) বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলাে সনাক্ত করতে পারবে এবং তা দূরীকরণের উপায় চিহ্নিত করতে পারবে;

নিদের্শনা (সংকেত/ধাপ/পরিধি):

ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে;

ব্যবসায়ের উপর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলাের প্রভাব ব্যাখ্যা করতে হবে;
ব্যবসায়ের উপর সামষ্টিক পরিবেশের উপাদানগুলাের প্রভাব ব্যাখ্যা করতে হবে;

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে;

(প্রয়ােজনে নিজ জীবনের অভিজ্ঞতা ব্যাখ্যায় অন্তর্ভুক্ত করা যেতে পারে)

উত্তর: লিংক

বিশ্বব্যাপী ক্ষুদ্রায়তন একমালিকানা ব্যবসায়ই এখনও সবচেয়ে জনপ্রিয়- উক্তিটির যথার্থতা নিরূপণ।

শিখনফলঃ

  1. মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে,
  2. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে,
  3. *একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে,
  4. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলাে চিহ্নিত করতে পারবে,
  5. বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ গুলাে বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনাঃ

  1. একমালিকানা ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে।
  2. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে।
  3. *একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
  4. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলাে চিহ্নিত করতে হবে।
  5. একমালিকানা ব্যবসায় জনপ্রিয়তা নিয়ে টিকে থাকার কারণগুলাে ব্যাখ্যা করতে হবে।

উত্তর: লিংক

দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবায় অবদান বিশ্লেষণ।

শিখনফলঃ

  • ব্যবসায়ের দ্বারা ব্যাখ্যা করতে
  • শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে
  • বাণিজ্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে।
  • প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে
  •  অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান বিষণা করতে পারবে;

নির্দেশনাঃ

  1. ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে।
  2. পাঠ্যপুস্তকে বর্ণিত ব্যবসায়ের স্ত্রী ও কার্যাবলি ব্যাখ্যা করাতে হবে।
  3. ব্যবসায়ের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করে সেটি কীভাবে অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে তা ব্যাখ্যা করতে হবে।

উত্তর: লিংক

pdf download ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৪

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১ম অধ্যায়

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব জাকির হোসেন বিবিএ অনার্স পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে বাড়িতে ফিরে নিজেদের তিন বিঘা আয়তনের পুকুরুটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্নম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব জাকির হোসেন একজন জনপ্রিয় এবং সফল মাছচাষি। তার এ কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছেন।

ক. ব্যবসায় কী?
খ. বাণিজ্য বলতে কী বোঝায়?
গ. জনাব জাকিরের গৃহীত কার্যক্রম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জাকিরের গৃহীত এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও।

Advertisement 4

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব সামা একজন ব্যবসায়ী তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াজাতকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে, বিক্রয় করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিছু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই তিনি বিক্রয় করতে বাধ্য হলেন।

ক. ব্যবসায় কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. জনাব সামা কোন ধরনের বাণিজ্য করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সামা কেন তার পণ্য নির্দিষ্ট সময়ের পূর্বে বিক্রয় করতে বাধ্য হলেন? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : গণি মিয়া একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য একজোড়া গরু ক্রয় করলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয় করে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারেও বিক্রি করলেন।

ক. সামাজিক ব্যবসায় কী?
খ. মুনাফা হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার’- ব্যাখ্যা করো।
গ. গণি মিয়ার গরু ক্লয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা করো।
ঘ. গণি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : ক, খ, গ তিন বন্ধু। ক তার হ্যাচারিতে আলো, তাপ ও বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম থেকে মুরগির বাচ্চা পেয়ে থাকেন। গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি তথ্য লিখন ও প্রক্রিয়াকরণের ব্যবসায়ে নিয়োজিত। খ, ক-এর হ্যাচারি থেকে পণ্য সংগ্রহ করেন। খ উক্ত পণ্যের চাহিদা মূল্যস্তর যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্য প-এর নিকট থেকে সংগ্রহ করে উত্ত পণ্য সারাদেশে সরবরাহ করে থাকেন।

ক. ব্যবসায় কী?
খ. পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে গ-এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উপযোগ সৃষ্টির ভিত্তিতে ক ও খ-এর কাজের ব্যাপারে তুলনামূলক মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : চট্টগ্রামের আলম ট্রেডার্স শীত মৌসুমের শুরুতে আমেরিকার “রিকার্ড” ট্রেডার্সের নিকট ৫০ লক্ষ টাকার শীতবস্ত্র ক্রয়ের জন্য ফরমায়েশ দেয়। যাত্রাপথে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাহাজের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফরমায়েশকৃত পণ্য ২৩ দিন বিলম্বে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। শীত মৌসুম প্রায় শেষ হওয়ায় ফরমায়েশকৃত পণ্য কম দামে অন্যদেশে বিক্রি করে দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানটির ৫ লক্ষ টাকা লোকসান হয়।

ক. আমদানি কী?
খ. প্রজনন শিল্প বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত আলম ট্রেডার্সের ব্যবসায়টি কোন ধরনের বৈদেশিক বাণিজ্য? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের লোকসান কমানোর ক্ষেত্রে ব্যবসায় সহায়ক কোন কাজটি অবদান রাখতে পারত বলে পারতে তুমি মনে করো? যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব মুরাদ রংপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন। তিনি তার এলাকার বিভিন্ন স্থানে চাল বিক্রি করেন। তিনি অভিজ্ঞতার মাধ্যমে বেশ উন্নতি সাধন করেছেন। তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান। কিন্তু এজন্য তার যথেষ্ট সক্ষমতা নেই।

ক. ব্যবসায় কী?
খ. বিমা কীভাবে প্রতিবন্ধকতা দূর করে?
গ. জনাব মুরাদ কী ধরনের শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব মুরাদের সমস্যা উত্তরণে তোমার পরামর্শ দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব ‘A’ আমের মৌসুমে রাজশাহী থেকে আম কিনে ঢাকায় বিক্রি করেন। গতানুগতিক ব্যবসায়ীগণ ফরমালিনের কথা চিন্তা না করেই রাজশাহীর বাজার থেকে আম কিনে ঢাকায় বিক্রি করে। কিন্তু জনাব ‘A’ সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে ফরমালিনমুক্ত আম কিনেন। ফরমালিনমুক্ত আম পচে লাভের পরিবর্তে ক্ষতিও হতে পারে তা জেনেও জনাব ‘A’ এ কাজ করেন।

ক. ব্যবসায় কী?
খ. পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?
গ. জনাব ‘A’-এর ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ‘A’-এর কাজে উদ্যোক্তার কোন গুণটি ফুটে ওঠেছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : রাসেল স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। স্থানীয় বাজারের ক্রেতারা যাতে নিজেদের পছন্দমতো মাছ ক্রয় করতে পারে, এজন্য রাসেল দীর্ঘ সময় জীবন্ত রাখার জন্য কৃত্রিম উপায়ে মাইগুলো সংরক্ষণ করেন। এতে তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। অর্থ স্বল্পতার কারণে এ বাড়তি চাহিদা | মেটানো তার পক্ষে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না।

ক. সামাজিক ব্যবসায়?
খ. প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়?
গ. রাসেল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ. ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের করণীয় কী বলে তুমি মনে করো? যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : মি. করিম গাজীপুরের একজন চাল ব্যবসায়ী। তিনি মায়ানমার থেকে চাল আমদানি করে বাছাই করেন এবং পরবর্তীতে বিভিন্ন ভাগে ভাগ করে বস্তা ভরে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। তার গুদামে বর্তমানে প্রায় ১ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। কিন্তু বাজারে চালের দাম কমে যাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে তিনি গুদামের চাল প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণের উদ্যোগ নেন।

ক. বাণিজ্য কী?
খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত মি. করিম চাল বস্তায় ভরার পূর্বে ব্যবসায়ের কোন কাজ করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মূল্যহ্রাসের কারণে মধ্যপ্রাচ্যে চাল বাজারজাতকরণের মাধ্যমে যে বাণিজ্যের কাজটি সম্পাদন করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : চাকরি থেকে অবসরগ্রহণের পর জনাব তানভীর ব্যবসায় শুরু করেন। দিনাজপুর থেকে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রয় করেন সাফল্যের ধারাবাহিকতায় তার কর্মচারীর সংখ্যা বেড়ে এখন ১০০ জন। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।

ক. ব্যবসায়ের সংজ্ঞা দাও।
খ. প্রজনন শিল্প বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব তানভীর কর্তৃক সম্পাদিত কার্যক্রম হতে কোন কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব তানভীরের অবদান উদ্দীপকের আলোকে বর্ণনা করো।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায়

সৃজনশীল প্রশ্ন ১ : গণি মিয়া কৃষক পরিবারের কর্মঠ ছেলে। নদী বিধৌত পদ্মার পাড়ে তারা বাস করতো জমিতে পলি থাকায় সেখানে প্রচুর ফসল উৎপন্ন হতো। ফলে তারা সচ্ছল জীবিকা নির্বাহ করতো। বন্যায় নদীভাঙনের ফলে গত বছর গণি মিয়াদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তার ব্যবসায় করার ইচ্ছা ছিল। ব্যাংক ঋণ না পেয়ে তিনি ইটের ভাটায় কাজ শুরু করেন। পরবর্তীতে নদীভাঙন এলাকায় সরকার ব্যাংক ঋণের ব্যবচ্ছা করলে গণি মিয়াদের আর্থিক অবস্থার উন্নতি হয়।

ক. প্রযুক্তিগত পরিবেশ কী?
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝ?
গ. গণি মিয়াদের মানবেতর জীবনযাপনের ওপর কোন পরিবেশের প্রভাব ছিল? ব্যাখ্যা করো।
ঘ. সরকারি নীতিমালা প্রণয়নের কারণে গণি মিয়ার মতো যুবকদের আর্থিক অবস্থার উন্নয়ন কি সম্ভব? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : বাংলাদেশে রয়েছে প্রচুর জনশক্তি। এ জনশক্তি ও সম্ভা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে ওঠেছে পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। তবে পোশাক শিল্পে অনেক সমস্যাও আছে। এসব সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

ক. অর্থনৈতিক পরিবেশ কী?
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ. বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : খুলনার বাসিন্দা রাজিব একজন কৃষক। তার জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এসব ফসল বিক্রি করে তিনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন। কিন্তু লবণাক্ততার কারণে তার জমিতে কয়েক বছর যাবত উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে রাজিব কৃষিকাজ ছেড়ে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন।

ক. BSTI-এর পূর্ণরূপ কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে রাজিবের মতো অনেক ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও শিল্পের ক্ষেত্রে এদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয় তবে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য | আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রকে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ক. পরিবেশ কাকে বলে?
খ. অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়ের ক্ষেত্রে রানা প্লাজার ঘটনা উত্তরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব ইকবাল ঢাকায় থাকেন। তিনি সন্দ্বীপেও একটি বাড়ি কিনেছেন। সেখানে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন। উক্ত মাছ বিশেষ | প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম আছে। তবে পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্লেতারা মাঝে মধ্যে তার পণ্য ক্রয়ে সমস্যার মুখোমুখি হন।

ক. সামাজিক ব্যবসায় কী?
খ. শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?
গ. উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
ঘ. ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব রিফাত গাজীপুরে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এখানে জমির মূল্য অপেক্ষাকৃত কম এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। এতে বিনিয়োগ কম করেও মুনাফার পরিমাণ বেশি হয়। তিনি দেখলেন তার কারখানার পার্শ্ববর্তী ‘রংধনু’ নামক একটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে শ্রম অসুতোষ চলছে। মালিকপক্ষ ‘রংধনু’ নামক পোশাক কারখানাটি তালাবদ্ধ ঘোষণা দেয়।

ক. পরিবেশ কী?
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ. পরিবেশের কোন উপাদান বিবেচনা করে জনাব রিফাত পোশাক কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো।
ঘ. ‘রংধনু’ ‘পোশাক শিল্পে শ্রম অসন্তোষ ও তালাবদ্ধকরণ ব্যবসায় পরিবেশের যে উপাদানের অন্তর্গত উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : মাহমুদ কাপড়ের ব্যবসায় করেন। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে প্রায় ৫ লক্ষ টাকার কাপড় ক্রয় করে আনার সময় পথে কতিপয় সুবৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তার ব্যাপক ক্ষতি হয়।

ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. ব্যবসায়ের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কীরূপ?
গ. মাহমুদ ব্যবসায়ে কোন পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন? ব্যাখ্যা করো।
ঘ. কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : মিসেস পাখি চাপাইনবাবগঞ্জের একজন বাসিন্দা। সেখানকার আমের উৎপাদন সচরাচর বেশি হয়। তাই তিনি নতুন ধরনের ব্যবসায় শুরু করলেন, যেখানে তিনি বিভিন্ন ধরনের আচার ও আমের দ্বারা তৈরি বিভিন্ন প্রকার মিষ্টি রাখেন। অল্পদিনের মধ্যে তার ব্যবসায়টি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। তাই তিনি দেশব্যাপী তার পণ্যগুলোর প্রচার করতে চান। তিনি বিভিন্ন পাইকারি ব্যবসায়ী ও অন্য প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা নেওয়ার কথা ভাবছেন। পাশাপাশি বর্তমানে প্রচলিত সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের কথাও ভাবছেন। তবে পদ্ধতিগুলোর দীর্ঘসূত্রতা নিয়ে তিনি চিন্তিত।

ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত মিসেস পাখি ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
ঘ. মিসেস পাখির ব্যবসায়টির দ্রুত প্রচারের জন্য বাহ্যিক পরিবেশের কোন উপাদানকে অধিক বিবেচনা করা উচিত? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : পলি বিধৌত পদ্মাপাড়ের ছেলে ফজলু ও তপন। উর্বর মাটিতে প্রচুর ফসল ফলার কারণে তাদের পরিবারগুলো বেশ সচ্ছল ছিল। হঠাৎ নদী ভাঙনের কবলে পড়ে বিগত তিন বছরে গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় জীবিকার তাগিদে ফজলু এখন ইটের ভাটায় কাজ করে। অন্যদিকে, তপন ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন প্রযুক্তিতে নদীতে মাছ চাষ করে আজ সফল।

ক. ব্যবসায় পরিবেশ কাকে বলে?
খ. অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝ?
গ. তপনের সফলতার পেছনে কোন ধরনের পরিবেশের অবদান বেশি ছিল বলে তুমি মনে করো? তোমার সপক্ষে মতামত দাও।
ঘ. পরিবেশগত সুবিধা সঠিকভাবে গ্রহণ ও ব্যবহার করার ওপরই মানুষের উন্নয়ন ও সঞ্চতা অনেকাংশে নির্ভর করে। উদ্দীপকের আলোকে মন্তব্য করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : টাঙ্গাইলের মিসেস তাসলিমা একজন উচ্চ শিক্ষিত মহিলা হয়েও চাকরির পেছনে না ঘুরে তার বৃদ্ধ পিতার দীর্ঘদিনের সফ খ্যাতিসম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান টাঙ্গাইল শাড়ি বিতান’ পরিচালনার দায়িত্ব নেয়। আগে এ প্রতিষ্ঠানের পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও ভোজার রুচি অনুযায়ী আধুনিক মানের পণ্য সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানটি ব্যাপক সমস্যার সম্মুখীন হয়। এ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য তিনি কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আধুনিকরণের জন্য কর্মীদের পরামর্শ দেন।

ক. ট্রেড কি?
খ. ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায়?
প. পরিবেশের কোন উপাদানের প্রভাবে মিসেস তাসলিমা চাকরি না করে ব্যবসায়কে বেছে নিলেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বর্তমান সমস্যা উত্তরণে করণীয় বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৩য় অধ্যায়

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব শফিক তার নিজস্ব কারখানায় মানসম্মত চামড়ার জুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে থাকেন। তাকে সহযোগিতা করার জন্য তার দুই বন্ধু শ্যামল ও সজল উত্ত প্রতিষ্ঠানে কর্মরত জনাব শফিকের উৎপাদিত জুতা মানসম্মত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে তা ব্যাপকভাবে সমাদৃত। তিনি তার বন্ধুদের সহযোগিতায় নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনা করেন। তিনি এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন।

ক. ব্যবসায় কি?
খ. ব্যবসায়ে অসীম দায় বলতে কী বোঝ?
গ. জনাব শফিকের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শফিকের ব্যবসায়টি। দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি খুব লাভজনক হয়ে ওঠে। তাই সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার ক্রয় করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এজন্য সে মাসিক টাকায় বিনিময়ে তার ভাইকে এ কাজে নিযুক্ত করে বছরান্তে সালামের ভাই মুনাফা দাবি করে।

ক. একমালিকানা ব্যবসায় কাকে বলে?
খ. একমালিকানা ব্যবসায়ে স্থায়িত্বের অভাব কেন?
গ. উদ্দীপকে সালামের ব্যবসায়টি কোন প্রকৃতির? বিশ্লেষণ করো।
ঘ. সালামের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : মি. রহমান একজন ফল ব্যবসায়ী ঢাকার কাওরান বাজারে তার আড়ত রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো ‘সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী।

ক. প্রত্যক্ষ সেবা কী?
খ. পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
গ. মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা সম্ভব? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : নিয়ামত হোসেন ১০ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি মুদি দোকান চালাচ্ছেন। গ্রাহকের সাথে তার সম্পর্ক ভালো যুক্তিসঙ্গত দামে গ্রাহকের রুচি অনুযায়ী পণ্য বিক্রি করেন। প্রতিযোগিতার মধ্যেও তার গ্রাহক বেড়েছে। এখন তিনি বড় আকারের দোকান দেওয়ার কথা ভাবছেন। এজন্য তার অধিক টাকার প্রয়োজন। বন্ধু রহিম তার ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতে চান। ব্যাংকও ঋণ দিতে রাজি।

ক. প্রমিতকরণ কাকে বলে?
খ. শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন?
গ. উদ্দীপকে নিয়ামত হোসেনের কর্মকাণ্ডে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. বড় দোকান দেওয়ার ক্ষেত্রে নিয়ামত হোসেনের করণীয় সম্পর্কে তোমার অভিমত উদ্দীপকের আলোকে তুলে ধরো।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব তারে কলেজ রোডের একটি মনিহারি দোকানের মালিক। কলেজ রোডের পাশে চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি লক্ষ করলেন আজকাল ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তিনি এ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিলেন। তিনি দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনলেন। তার ব্যবসায়ে এখন গরম রুটির মতো বিক্রি চলছে।

ক. একমালিকানা ব্যবসায় কী?
ঘ. একমালিকানা ব্যবসায় কীভাবে প্রতিষ্ঠিত হয়?
গ. কোন প্রধান সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. একজন একমালিকানা ব্যবসায়ের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : কাজল স্থানীয় কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। অল্পদিনের মধ্যে সে ভোঞ্জাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে। ব্যবসায় সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধু মিরাজের নিকট থেকে ৩০,০০০ টাকা গ্রহণ করে।

ক. শিল্প কী?
খ. একমালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত কাজলের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. ‘কাজলের ব্যবসায়িক’ সফলতা অর্জন তার ব্যবসায়িক কৌশলগুলোর ফল যুক্তিসহ বর্ণনা করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব রানা স্বল্প পুঁজি নিয়ে সিয়ামুনের মতো বিলাসবহুল হোটেল থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় চতুরে একটি হোটেল দিলেন। সেখানে তিনি ২৫ টাকায় ৬টি আইটেমের সাথে ১ প্লেট ভাত বিক্রি করেন। তিনি তার হোটেলের খাবারে রেসিপির মধ্যে পরিবর্তন এনে নতুন নতুন ভালো স্বাদের খাবার ঐ দামে বিক্রি করেন। এতে তার ব্যবসায়টি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

ক. মূলধন?
খ. বাংলাদেশের আমদানি বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রানার ব্যবসায়টি ব্যবসায়ের কোন সুবিধার ফলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠছে? বিশ্লেষণ করো।

Advertisement 2

সৃজনশীল প্রশ্ন ৮ : জাকির হোসেন দুইজন কর্মী নিয়ে দেশের বিভিন্ন অশ্যাল থেকে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রয় করেন। তিনি তার বন্ধুদের কাছ থেকে অর্থ ধার নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করেন যেহেতু ফলমূলে খুব তাড়াতাড়ি পচন ধরে তাই এই ব্যবসায়ে প্রচুর ঝুঁকি বিদ্যমান। জাকির হোসেন ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবস্থ গ্রহণের চিন্তাভাবনা করছেন।

ক. অংশীদারি ব্যবসায় কাকে বলে?
খ. অংশীদারি ব্যবসায়ের দায় অসীম কেন?
গ. উদ্দীপকের জাকির হোসেন কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জাকির হোসেন কীভাবে তার ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : উদ্যমী যুবক সুশান্ত ২৫,০০০ টাকা ধার করে মোট ৫০,০০০ টাকার পণ্য সামগ্রী কিনে মুদি দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য সামগ্রী নেই। ফলে তিনি ভীষণ চিত্রিত হয়ে পড়েন। এমতাবস্থায় কয়েকজন নিয়মিত। ফ্রেডার পরামর্শে তিনি যেসব পণ্য সরবরাহ করতে পারেন না তার একটি তালিকা প্রস্তুত করে পরবর্তীতে ঐসব পণ্য দোকানে তোলেন। কিছুদিনের মধ্যে তার বিক্রয় বাড়ে এবং ধীরে ধীরে তিনি ব্যবসায় উন্নতি।

ক. BGMEA এর পূর্ণ রূপ লেখো।
খ. ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাদা বলতে কী বোঝায়?
গ. একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার যৌক্তিকতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : অর্থের অভাবে উচ্চ মাধ্যমিক পাস করার পর শিমুলের পড়াশোনা বন্ধ হয়ে যায়। সে অল্প কিছু জমানো টাকা নিয়ে বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর রমজান মাসে সে ফল বিক্রি বন্ধ করে ইফতার সামগ্রী এবং ঈদের এক সপ্তাহ পূর্বে সে আবার ইফতার সামগ্রী বাদ দিয়ে পাঞ্জাবি টুপি ইত্যাদি বিক্রি করে। এতে সে আশাতীত সাফল্য পায়। শিমুল ঠিক করেছে এখন থেকে সে সময়োপযোগী পণ্যের বেচাকেনা করবে।

ক. একমালিকানা ব্যবসায় কাকে বলে?
খ. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝ?
গ.উদ্দীপকের শিমুলের কাজের মাধ্যমে একমালিকানা ব্যবসায়ের সুবিধার প্রধান কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শিমুলের উপলব্ধিকে তুমি কি যথার্থ মনে করো? যুক্তি দাও।

এইচএসসি ১০০% কমন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায়

সৃজনশীল প্রশ্ন ১ : রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসার শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্যানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়।

ক. ঘুমন্ত অংশীদার কাকে বলে?
ঘ. নাবালক কি অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সুমি কোন ধরনের অংশীদারত্ব ব্যাখ্যা করো।
ঘ. বুনি পাগল হওয়ায় ব্যবসায়টির কীরূণ বিলোপসাধন ঘটবে? তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : রফিক, শফিক ও করিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। রফিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও পরিচালনায়ও অংশগ্রহণ করেন। শফিক মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। করিম মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম রয়েছে। হঠাৎ রকম বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।

ক. ক্রেডিট কার্ড কি?
খ. ই-ব্যাংকিং বলতে কি বুঝো?
গ. করিম কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত অংশীদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু? যুক্তিসহ লেখো।

সৃজনশীল প্রশ্ন ৩ : শফিক, আজিম ও রনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি গৃহনির্মাণ ফার্ম গঠন করার পরিকল্পনা করেন তারা উত্ত ফার্মে প্রকৌশলী রফিকের সুনাম ব্যবহার করার জন্য তাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী তিনি উক্ত ব্যবসায়ে মূলধন, শ্রম বা দক্ষতা কিছুই বিনিয়োগ করেন না। কিন্তু মুনাফা ভোগ করেন এবং তিনি ১০,০০০ টাকা পর্যন্ত দায় বহন করবেন। তিন বছর পর আজিম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার ১৫ বছর বয়সী সন্তান তামীমকে তারা অংশীদার হিসেবে গ্রহণ করে। পরবর্তী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটির দশ লক্ষ টাকা দায় সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের সম্পদ ও মূলধনসহ মোট দুই লক্ষ টাকা দায় মিটানো সম্ভব। অবশিষ্ট দায় মিটানোর জন্য শফিক ও রনি দুই লক্ষ টাকা করে চার লক্ষ টাকা প্রদান করে এবং রফিক ও তামীমকে দুই লক্ষ টাকা করে প্রদান করার জন্য চিঠি দেওয়া হয়।

ক. ঘুমন্ত অংশীদার কী?
খ. চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায়ের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে দায় মেটানোর জন্য রফিক ও তামীমকে প্রদত্ত চিঠির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : ফারজানা ও তার তিন বোন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জেকস নামক বুটিক হাউজ গড়ে তোলেন। ভালো ডিজাইন ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। ফলে প্রতিষ্ঠানটি অল্পদিনে প্রচুর মুনাফা অর্জন করে ৪ বছর পর ফারজানার বড় বোন মারা গেলে তার ১৬ বছর বয়সী ছেলে তৌকিরকে ব্যবসায় দেখাশোনার সুযোগ দেয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা ওয়ান ব্যাংক হতে ঋণ নেয়।

ক. নামমাত্র অংশীদার কে?
খ. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে তৌকিরের ভূমিকা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : মুন এবং রবি ‘সাদ ট্রেডার্স’ নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। রাফি নামে তাদের বন্ধু প্রায়ই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়টির একজন অংশীদার বলে মনে হয়। মাঝে মাঝে সে নিজেকে একজন অংশীদার বলে পরিচয় দেয়। কিছুদিন পরে ‘আশিক ট্রেডার্স’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সের কাছে ৩০,০০০ টাকা দাবি করে। রাফি টাকাটা নিয়েছিল, এটা সত্যি ছিল কিন্তু ‘সাদ ট্রেডার্স’ সে অর্থ দিতে নারাজ।

ক. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
খ. অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝ?
গ. সাদ ট্রেডার্সে রাঁফি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : মীম টুপিতে নকশার কাজে বিশেষভাবে পারদর্শী। মধ্যপ্রাচ্যে ব্যাপক চাহিদা থাকায় সে নকশাকৃত টুপি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় দক্ষতার কারণে অল্প সময়ের ব্যবধানে তার ব্যবসায় দেশে বিদেশে সুনাম অর্জন করে। ফলে মীম তার ব্যবসায় সম্প্রসারণ করতে চায়। কিন্তু তার পর্যাপ্ত মূলধন নেই। তার দুই বন্ধু ব্যবসায়ে মূলধন সরবরাহ করতে চায়। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা তিন বন্ধু মিলে ব্যবসায় পরিচালনা করতে রাজি হয়।

ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. প্রত্যক্ষ সেরা বলতে কী বোঝায়?
গ. মালিকানার ভিত্তিতে মীমের প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : মাহমুদ, তাহসিন ও জহির তিনজন মিলে একটি নিটিং গার্মেন্টস গড়ে তুলেছেন। পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মিজানকে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বিনা মূলধনের প্রতিষ্ঠানের অংশীদার করে নেওয়া হয়। মাহমুদ, তাহসিন ও মিজান ব্যবসায় পরিচালনায় অংশ নেয় কিন্তু জহির অংশ নেয়নি। বছর শেষে জহির অন্যদের সমান মুনাফা দাবি করে।

ক. অংশীদারি ব্যবসায় কী?
খ. নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন? ব্যাখ্যা করো।
গ. মিজান কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জহিরের মুনাফার দাবি কি যুক্তিযুক্ত? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৮ : রাশেদ ও শাহেদ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। রাশেদ ব্যবসায়ে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। কিন্তু খুলনায় একটি এনজিওতে চাকরিরত থাকার কারণে তিনি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহ করতে পারেন না। শাহেদ একাই ব্যবসায় পরিচালনা করেন এবং তারা ব্যবসায়ের লাভ সমানভাবে ভাগ করে নেন। শাহেদ ঢাকার বাংলাবাজার থেকে নগদের পাশাপাশি বাকিতেও পণ্য ক্রয় করে থাকেন। শাহেদ কিছুদিনের জন্য বিদেশে গেলে রাশেদ দোকানে বসেন। এর মাঝে একজন পাওনাদার ৫০,০০০ টাকা পাওনা আদায়ের জন্য দোকানে আসেন। কিন্তু রাশেদ পাওনাদারের দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।

ক. চুক্তিপত্র কি?
খ. চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো।
গ. রাশেদ কোন ধরণের অংশীদার? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রাশেদ কি পাওনাদারের দাবিকে অস্বীকৃতি জানাতে পারেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : কণা ও তমা ১০ লক্ষ টাকা বিনিয়োগে একটি অংশীদারি প্রতিষ্ঠান স্থাপন করে। অতিরিক্ত মূলধনের প্রয়োজনে ঘনিষ্ঠ বান্ধবী মুনাকে অংশীদার হিসেবে গ্রহণ করে এ শর্তে যে, মুনা লক্ষ টাকা দেবে, তবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে না। ২০১৫ সালে আদালত মুনাকে দেউলিয়া ঘোষণা করে। দুর্ভাগ্যবশত অল্পদিন পর সড়ক দুর্ঘটনায় কণা মৃত্যুবরণ করে।

ক. অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দাও।
খ. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়?
গ. মুনা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির পরিণতি সম্বন্ধে তোমার মতাম্লত দাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে বিরেন, বিজয় ও স্বাধীন সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করলেন। তাদের প্রত্যেকের মূলধন এক লক্ষ টাকা। ২০১১ সালে বিরেনের মৃত্যুর পর তার ১০ বছরের কন্যা মুক্তিকে বিজয় ও স্বাধীনের সম্মতিতে ব্যবসায়ের অংশীদার করা হয়। ২০১২ সালে ৩১শে ডিসেম্বর তারিখে ব্যবসায়ের মুনাফা সামান্যই হলো। ২০১৫ সালের ১লা জুলাই তারিখে বিজয় দেউলিয়া ঘোষিত হলো। তখন ব্যবসায়ের দায়ের পরিমাণ তিন লক্ষ টাকা।

ক. অংশীদারি চুক্তিপত্র কী?
খ. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়?
গ. ২০১১ সালে মুক্তি কোন ধরনের অংশীদার ছিল? ব্যাখ্যা করো।
ঘ. বিজয়ের দেউলিয়াত্বে উক্ত ব্যবসায়ের মুক্তির দায় নিরূপণ করো।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আরিফ ও তার হয় বন্ধু একত্রিত হয়ে ৯০ কোটি টাকা মূলধন নিয়ে আনন্দ ট্রেডার্স নামে একটি ব্যবসায় গঠন করেন। আরিফ ও তার বন্ধু রিপন পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধিসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তারা জনগণের মাঝে উচ্চহার সুদের ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।

ক. পরিমেল নিয়মাবলি কী?
খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : “রাইট কোং লি.” অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় তা সংগ্রহ করার জন্য পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যবসায়ে লোকসানের কারণে প্রতিষ্ঠানটির ৫ কোটি টাকা দেনা হয়ে যায় যা কোম্পানিটি পরিশোধে অক্ষম। অবস্থা নিরসনে তারা উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

ক. ন্যূনতম চাঁদা কী?
খ. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কোম্পানিটি কোন ধরনের শেয়ার ইস্যু করতে চায়? ব্যাখ্যা করো।
ঘ. অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে সেটি কোন ধরনের অবসানে পড়বে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : রতন তার পাঁচ বন্ধুকে নিয়ে টাঙ্গাইলে ‘বিডি ফার্নিচার নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ১০ কোটি টাকা। সবার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এজন্য তারা ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান।

ক. বাণিজ্য কী?
খ. বিবরণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৪ : মি. সাত্তার একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করে মুনাফা অর্জন করেন। তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করলেন শেয়ার ক্রয়ের মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করেন। সব সুযোগ-সুবিধা ঠিক থাকলেও তিনি লভ্যাংশ প্রাপ্তিতে অনিশ্চয়তায় ভোগেন।

ক. সমবায় সমিতি কী?
খ. ঋণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. সাতার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মি. সাত্তারের যেসব সুবিধা নিশ্চিত করবে তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আরেফিন, ক ও খ নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে জড়িত। ক প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র নিয়ে কাজ শুরু করেন। দুটি প্রতিষ্ঠান ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিল। মেয়াদ শেষে ঋণের টাকা পরিশোধের জন্য ক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক জনাব আরেফিনকে নোটিশ প্রদান করে। খ-এর ক্ষেত্রে মালিক আরেফিনের পরিবর্তে প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে সচ্ছল।

ক. শিল্প কী?
খ. ব্যবসায় বেকার সমস্যা দূর করে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মালিকানাভিত্তিক কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব আরেফিনকে ‘ক’ প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণদায় পরিশোধের নোটিশ প্রদানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : মাশরাফি ও তার ৬ বন্ধু মিলে এমন একটি ব্যবসায় সংগঠন গঠন করার জন্য পরিকল্পনা করেন, যাতে জনগণ থেকেও মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। তাই তারা প্রয়োজনীয় দলিলপত্রসহ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে তাদেরকে একটি সনদ ইস্যু করেন। কিন্তু ব্যবসায় শুরু করার জন্য আরও দলিলপত্রসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করত হবে।

ক. যোগ্যতাসূচক শেয়ার কী?
খ. তফসিল A বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মাশরাফির ব্যবসায় সংগঠনের মালিকানাভিত্তিক ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মাশরাফিদের করণীয় লেখো।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব জাকির তার ১০ (দশ) বন্ধুকে নিয়ে ঢাকা শহরে ‘রনি এন্টারপ্রাইজ’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতিপত্র গ্রহণের মাধ্যমে তারা ব্যবসায় গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন। তাদের মূলধনের পরিমাণ ৪৮ কোটি টাকা। দক্ষতা ও সুনামের কারণে প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ১৭ কোটি টাকা মুনাফা অর্জন করে। সম্প্রতি তারা ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন, যার জন্য অতিরিক্ত ২৩ কোটি টাকা মূলধন প্রয়োজন, যা শেয়ার বিক্রি অথবা ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করতে পারেন।

ক. স্মারকলিপি কী?
খ. ইক্যুইটি শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায় সংগঠনটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা শ্রেয় বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব সিফাত ও তার ১০ বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করার উদ্যোগ নেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হয়ে একটি পত্র ইস্যু করেন। পত্রটি পাওয়ার পর তারা ব্যবসায় আরম্ভ করেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য তারা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন।

ক. হোল্ডিং কোম্পানি কাকে বলে?
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত পত্রটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. মূলধন সংগ্রহের জন্য উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : আধুনিক বিশ্বে কোনো দেশই নিজে একাই ব্যবসায় কাজ করার জন্য যথেষ্ট নয়। কোনো দেশের আছে দক্ষ জনশক্তি আবার কোনো দেশের আছে অত্যাধুনিক প্রযুক্তি। এজন্য বহুজাতিক কোম্পানিগুলো তৃতীয়পক্ষের মাধ্যমে জনশক্তি ও আইসিটি সেবা ভাড়া নেয়।

ক. শেয়ার কী?
খ. ন্যূনতম মূলধন বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের সাম্প্রতিককালের ব্যবসায়ের বর্ণনা আছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায় বেকার সমৃস্যা দূরীকরণে সহায়তা করতে পারে – তুমি কি একমত? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ১০ : মাহী সাত জন উদ্যোক্তা নিয়ে পদ্মা লি. নামে একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করে কোম্পানির স্মারকলিপিতে ২০ কোটি টাকা মূলধনের কথা উল্লেখ করা হয়েছে যা ১,০০০ টাকা মূল্যের সাধারণ শেয়ারে বিভক্ত। কোম্পানি গঠনের পাঁচ বছর পর মেঘনা লি. কোম্পানি পদ্মা লি. কোম্পানির ৫৫% শেয়ার কিনে নেয়। ফলে মেঘনা লি. পদ্মা লি. কোম্পানির অধিকাংশ পরিচালক নিয়োগের ক্ষমতা লাভ করে।

ক. পাবলিক লি. কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত?
খ. কোম্পানি সংগঠন মূলধন গঠনে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
গ. সূত্রের সাহায্যে পদ্মা লি. কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা নির্ণয় করো।
ঘ. পদ্মা লি. কোম্পানি ও মেঘনা লি. কোম্পানির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪

১. ব্যবসায়ের সঠিক সমীকরণ কোনটি? (অনুধাবন)
[বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
ক.B=SI+ SD+SID
খ.B=SI+ SD+SDT
গ.B=SI+ ST+SAT
ঘ.B=SA+ ST+SAT

২. কোনটিকে ব্যবসায় বলা যায়? (অনুধাবন)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.মানসিক প্রশান্তির জন্য গান করা
খ.চাষির নিজস্ব খাদ্য উৎপাদন
গ.পরিবহনের মাধ্যমে যাত্রীবহন
ঘ.শ্রমিকের নিজস্ব পণ্য বহন
উত্তরঃ গ

৩. সংঘ ব্যবস্থা গড়ে ওঠে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের কোন যুগে? (জ্ঞান)
[সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিল­া]
ক.আদিম
খ.মধ্য
গ.আধুনিক.
ঘ.ব্যবিলনীয়
উত্তরঃ খ

৪. কোন সময়কে শিল্প বিপ্লব কাল বলা হয়? (জ্ঞান)
[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.১৬৫০-১৭৫০
খ.১৭৫০-১৮৫০
গ.১৮৫০-১৯৫০
ঘ.১৯৫০-২০৫০
উত্তর: খ

৫. বাংলাদেশ চীন থেকে বস্ত্র ক্রয় করে তা দ্বারা পোশাক প্রস্তুত করে আমেরিকায় রপ্তানি করে। এখানে পুনঃরপ্তানিকারক দেশ কোনটি? (প্রয়োগ)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.বাংলাদেশ
খ.জাপান
গ.ভারতঘ.
আমেরিকা
উত্তর: ক

৬. তানভীর ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে পুরনো ঢাকার ধোলাইখালে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মাসুমের উদ্যোগটি কোন শিল্পের আওতাভুক্ত? (প্রয়োগ) [নটর ডেম কলেজ, ঢাকা; বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক.সেবা
খ.যৌগিক
গ.উৎপাদন
ঘ.প্রজনন
উত্তরঃ ক

৭. উৎপাদনের বাহন কোনটি? (জ্ঞান) [বিএন কলেজ, ঢাকা]
ক.শিল্প
খ.বাণিজ্য
গ.অর্থ
ঘ.উৎপাদন কর্মী
উত্তরঃ ক

৮. কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? [ঢা. বো. ১৫]
ক.প্রজনন
খ.বিশ্লেষণ
গ.নির্মাণ
ঘ.সেবা পরিবেশক.
উত্তরঃ ক

৯. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? [কু. বো. ১৬]
ক. সংযোজন
খ. যৌগিক
গ.বিশ্লেষণ
ঘ.নিষ্কাশন
উত্তরঃ খ

১০. হ্যাচারি কোন শিল্পের অন্তগর্ত?(জ্ঞান)
[সরকারি সিটি কলেজ, রাজশাহী]
ক.কৃষি
খ.প্রজনন
গ.নিষ্কাশন
ঘ.সংযোজন
উত্তর: খ

১১. মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত? (জ্ঞান)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
ক.প্রজনন
খ.নিষ্কাশন
গ.নির্মাণ
ঘ.সেবা পরিবেশক.
উত্তর: খ

১২. সূর্য থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ধরনের শিল্প? (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক.প্রজনন
খ.নিষ্কাশন
গ.প্রক্রিয়াভিত্তিক.
ঘ.সেবা পরিবেশক.
উত্তরঃ খ

১৩. বিভিন্ন অংশ দিয়ে পূর্ণাঙ্গ উড়োজাহাজ প্রস্তুত কোন শিল্পের নির্দেশ করে? (অনুধাবন)
[নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক.সংযুক্ত
খ.যৌগিক
গ.সংযোজন
ঘ.বিশ্লেষণ
উত্তর: গ

১৪. রেশম গুটি থেকে সুতা, রেশমি কাপড় ইত্যাদি প্রস্তুত উৎপাদন শিল্পের কোনটির অন্তর্ভুক্ত?
(অনুধাবন) [ড. মাহবুবুর রহমান মোল­া কলেজ, ঢাকা]
ক.প্রক্রিয়াভিত্তিক.
খ.যৌগিক
গ.বিশ্লেষণ
ঘ.সংযোজন
উত্তরঃ ক

১৫. কোন যুগে বিনিময় প্রথার উদ্ভব হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা; তেজগাও কলেজ, ঢাকা]
ক.প্রাচীন
খ.মধ্য
গ.আধুনিক.
ঘ.প্রাগৈতিহাসিক.
উত্তর: ক

১৬. মেহেদী গাছ কেটে আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। মেহেদীর কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.নির্মাণ
খ.নিষ্কাশন
গ.উৎপাদন
ঘ.প্রক্রিয়াভিত্তিক.
উত্তরঃ গ

১৭. গ্যাস, রেলওয়ে, হোটেল প্রভৃতি কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
ক.প্রজনন
খ.সেবা
গ.উৎপাদন
ঘ.নির্মাণ
উত্তরঃ খ

১৮. পণ্য ও সেবার চ‚ড়ান্ত ভোগ ও ব্যবহার নিশ্চিত করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
ক.প্রত্যক্ষ সেবার মাধ্যমে
খ.আÍকর্মসংস্থানের মাধ্যমে
গ.শিল্পের মাধ্যমে
ঘ.বাণিজ্যের মাধ্যমে
উত্তরঃ ঘ

১৯. কোনটি বাণিজ্য? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক.মাছ চাষ
খ.রাস্তা নির্মাণ
গ.পণ্য পরিবহন
ঘ.কয়লা উত্তোলন
উত্তরঃ গ

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম অধ্যায় ১ বহু নির্বাচনি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

২০. ব্যবসায়ের সর্বশেষ স্তর কোনটি? (জ্ঞান)
[কুমিল­া কমার্স কলেজ]
ক.শিল্প
খ.বাণিজ্য
গ.ট্রেড
ঘ.বাণিজ্য ও ট্রেড
উত্তরঃ খ

২১. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? [কু. বো., চ. বো. ১৫]
ক.জ্ঞানগত
খ.ঝুঁকিগত
গ.স্থলগত
ঘ.কালগত
উত্তরঃ ঘ

২২. কোন বৈশিষ্ট্যটি কেবল প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
ক.বিনিময় মূল্য
খ.গুদামজাতকরণ
গ.অস্পর্শনীয়তা
ঘ.মুনাফা
উত্তরঃ গ

২৩. ‘গায়ক গানের মাধ্যমে অর্থ উপার্জন করে’ এটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[হামিদপুর আল হেরা কলেজ, যশোর]
ক.শিল্প
খ.বাণিজ্য
গ.প্রত্যক্ষ সেবা
ঘ.সহায়ক কার্যাবলি
উত্তরঃ গ

২৪. প্রাতিষ্ঠানিক কার্যাদি সম্পাদন এবং লক্ষ্য অর্জনের প্রধান উপায় কী? (অনুধাবন)
[সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]
ক.পরিকল্পনা
খ.নির্দেশনা
গ.সংগঠন
ঘ.ব্যবস্থাপনা
উত্তরঃ ঘ

২৫. সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? (জ্ঞান)
[সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা]
ক.৫খ.৬গ.৭ঘ.৮
উত্তরঃ গ

২৬. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? (জ্ঞান)
[অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল­¬া]
ক.মুনাফা অর্জন
খ.উৎপাদন
গ.গ্রাহকসেবা
ঘ.ক্রয়
উত্তরঃ খ

২৭. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব দেখা দেয়? (জ্ঞান)
[ইউনিভারসিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.জার্মানিতে
খ.যুক্তরাষ্ট্রে
গ.জাপানে
ঘ.ব্রিটেনে
উত্তরঃ ঘ

২৮. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি?
[ব. বো. ১৬]
ক. মুনাফা
খ. সমৃদ্ধি
গ.শৃঙ্খলা
ঘ.সুনাম
উত্তরঃ ঘ

২৯. পণ্য কেন প্যাকিং করা হয়? (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
ক.চাহিদা বৃদ্ধির জন্য
খ.পরিবহনের সুবিধার জন্য
গ.বিক্রয়ের সুবিধার জন্য
ঘ.গুদামজাতকরণের জন্য
উত্তরঃ খ

৩০. বিশ্লেষণ শিল্পের উদাহরণ হলো (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
I.ডিজেল
II.সাবান
III.আলকাতরা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ

৩১. ব্যবসায়ের প্রধান শাখা হলো (অনুধাবন)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
I.বাণিজ্য
II.শিল্প
III.পরিবহন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক

৩২. বাণিজ্যের কাজ (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
I.ব্যক্তিগত উপযোগ সৃষ্টি
II.কেন্দ্রীভ‚ত কর্ম
III.সহায়ক উপযোগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ

৩৩. অভ্যন্তরীণ বাণিজ্য হলো (অনুধাবন)
[কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা]
I.পাইকারি ব্যবসায়
II.খুচরা ব্যবসায়
III.রপ্তানি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক

৩৪. সামাজিক ব্যবসায়ের সাফল্য পরিমাপের বিষয় হলো (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
I.মুনাফার পরিমাণ
II.নতুন ব্যবসায় সম্প্রসারণ
III.সরকারের রাজস্ব বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক

৩৫. পণ্য গুদামে রাখার যুক্তিসঙ্গত কারণ হলো
(উচ্চতর দক্ষতা) [সরকারি বাঙলা কলেজ, ঢাকা]
I.মূল্য বৃদ্ধি পাবার আশায়
II.সারা বছর চাহিদামতো পণ্য সরবরাহ করা
III.অনেক পণ্য গুদামে রাখলে গুণগত মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক

উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
সজীব কেরানীগঞ্জের আটিবাজারে মুঁদি দোকান চালায়। সে ঢাকার নিউমার্কেট থেকে মালামাল কিনে এনে দোকানে বিক্রি করে। পুঁজির স্বল্পতায় বেশি মাল একসঙ্গে ক্রয় করতে পারে না। ফলে মালামাল ক্রয়ের জন্য তাকে প্রায়ই ঢাকায় যেতে হয়। এতে তার অনেক সমস্যা হচ্ছে। [ঢাকা সিটি কলেজ]

৩৬. সজীবের কাজ বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? (প্রয়োগ)
ক. স্থানগত প্রতিবন্ধকতা
খ.রূপগত প্রতিবন্ধকতা
গ.কালগত প্রতিবন্ধকতা
ঘ.স্বত্বগত প্রতিবন্ধকতা
উত্তরঃ ঘ

৩৭. বারবার ঢাকায় যাবার ফলে সজীবের যে সমস্যা হতে পারে তা হলো (উচ্চতর দক্ষতা)
I.পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি
II.যাতায়াত খরচ বৃদ্ধি
III.সময় নষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ.I ও IIIঘ.I, II ও III
উত্তরঃ ঘ

উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
বউ সাজানোর ক্ষেত্রে লুসি বিউটি পারলারের সাবিনার খ্যাতি চট্টগ্রাম জুড়ে। তার সেবা পাওয়ার জন্য দুই-তিন মাস আগে যোগাযোগ করে সাক্ষাৎকারের দিন নির্ধারণ করতে হয়। বধূকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সাজ সুবিধা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে দৃশ্যমান কোন বস্তুর বিনিময় ঘটে না। [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
৩৮. উদ্দীপকে ব্যবসায়ের কোন শাখার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
ক. শিল্প
খ. বাণিজ্য
গ.পণ্ঠতঞ্ঝপ্ট সৈবা
ঘ.বিনিময়
উত্তরঃ গ

৩৯. উদ্দীপকে ব্যবসায়টির কোন বৈশিষ্ট্য উলে­খ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক. ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি
খ.রূপগত উপযোগ সৃষ্টি
গ.লেনদেনের পৌরনঃপুণিকতা
ঘ.অস্পর্শনীয় ও অবিচ্ছিন্নউত্তরঃ ঘ

HSC /Alim Common Suggestion 2024

আজকের সাজেশস: ২০২৪ এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৪ এইচএসসি বর্ষ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন,

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৪, hsc Business Organization and Management 1st Paper suggestion 2024

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Advertisement 5

Advertisement 3

Leave a Comment