এইচএসসি প্রস্তুতি : ফিন্যান্স ১ম পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর ৩য় অধ্যায় অর্থের সময়মূল্য

এইচএসসি প্রস্তুতি : ফিন্যান্স ১ম পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর ৩য় অধ্যায় অর্থের সময়মূল্য

১।  পাক্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে (m/2)-এর মান কত?

     ক) ৬       খ) ১২  

     গ) ১৫      ঘ) ২৪

২।   অর্থের চক্রবৃদ্ধি দ্রুত হলে নিচের কোন উক্তিটি সঠিক হবে?

     ক) সুদের হার কম হবে   খ) বর্তমান মূল্য কম হবে   গ) ভবিষ্যৎ মূল্য কম হবে   ঘ) চক্রবৃদ্ধি কম হবে

৩।   মেহেক ১২% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকা বিনিয়োগ করলে কত বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

     ক) ৫ বছর        খ) ৬ বছর   গ) ৭ বছর        ঘ) ৮ বছর

৪।   কখন বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে?

     ক) সুদের হার ১% হলে   খ) মেয়াদ ১ বছর হলে  

     গ) মেয়াদ শূন্য হলে   ঘ) বার্ষিক চক্রবৃদ্ধি ১ হলে

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর   দাও :

     জনাব সিদ্ধার্থ ৫ বছরের জন্য প্রাইম ব্যাংকে ৫,০০,০০০ টাকা জমা রাখেন। ব্যাংক তাকে ১২% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেবে।

৫।   জনাব সিদ্ধার্থ ৫ বছর পর কত টাকা পাবেন?

     ক) ৮,১১,১৭০ টাকা  

     খ) ৮,৮১,১৭০ টাকা  

     গ) ৮,৯৫,৪২৪ টাকা   

     ঘ) ৯,০৩,০৫৬ টাকা 

৬।   জনাব সিদ্ধার্থের ব্যাংকে জমাকৃত টাকা কোন ধরনের নগদ প্রবাহের অন্তর্গত?

     ক) মিশ্র নগদ প্রবাহ  

     খ) এককালীন নগদ প্রবাহ   গ) সাধারণ বার্ষিক বৃত্তি   ঘ) অগ্রিম বার্ষিক বৃত্তি

৭।  জনাব আরহান অগ্রণী ব্যাংক ২০,০০০ টাকা জমা রেখে ১০ বছর পর ৪০,০০০ টাকা উত্তোলন করেন। বিধি-৭২ অনুযায়ী উক্ত বিনিয়োগের ওপর তার অর্জিত সুদের হার কত?

     ক) ১০%      খ) ৮%  

     গ) ৭.২৫%    ঘ) ৭.২০%

৮।  বার্ষিক কিস্তির ভবিষ্যৎ মূল্য ৫০,০০০ টাকা, সুদের হার ৬% এবং মেয়াদকাল ৫ বছর হলে বার্ষিক কিস্তির পরিমাণ কত?

     ক) ৮,৭৫০ টাকা  

     খ) ৮,৮৭০ টাকা  

     গ) ৮,৯৭০ টাকা  

     ঘ) ৮,৯৯০ টাকা

 ৯।  জনাব হাসান আজকে রুপালি ব্যাংকে ১০০০ টাকা জমা রাখলে ১০% সুদে ৫ বছর পর মোট কত টাকা সুদ পাবে?

     ক) ৬১০.৫১ টাকা  

     খ) ১৬১০.৫১ টাকা 

     গ) ২১১০.৫১ টাকা 

     ঘ) ৩১১০.৫১ টাকা

১০।  কোন বার্ষিক বৃত্তির টাকা বছরের শুরুতে পরিশোধ করতে হয়?

     ক) বিলম্বিত     খ) সাধারণ  

     গ) চিরস্থায়ী  

     ঘ) অগ্রিম 

১১। বিনিয়োগকারী কোন মূল্যকে অধিক গুরুত্ব দেয়? 

     ক) বর্তমান মূল্য  

     খ) ভবিষ্যৎ মূল্য 

     গ) বার্ষিকী 

     ঘ) পারপিচ্যুইটি

১২। ঋণ পরিশোধ সূচি থেকে জানা যায়—

            i. ঋণের কিস্তির পরিমাণ

            ii. প্রতি কিস্তিতে সুদ পরিশোধের পরিমাণ

            iii. কিস্তির সংখ্যা

     নিচের কোনটি সঠিক?    

ক) i ও ii             খ) i ও iii  

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii    

১৩। কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হয়? 

     ক) পাক্ষিক  

     খ) মাসিক     

     গ) ত্রৈমাসিক 

     ঘ) ষাণ্মাসিক

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১৪। ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধির মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? ক) সমমুখী  

     খ) বিপরীতমুখী 

     গ) নিরপেক্ষ

     ঘ) সমানুপাতিক

১৫। নির্দিষ্ট সময়ের শেষে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ ঘটে—

            i. বার্ষিক বৃত্তি  

            ii. সাধারণ বার্ষিক বৃত্তি    iii. প্রদেয় বার্ষিক বৃত্তি    

     নিচের কোনটি সঠিক?   

 ক) i                খ) ii        গ) ii ও iii   ঘ) i, ii ও iii    

১৬। বর্তমানে তুমি কত টাকা বিনিয়োগ করবে, যদি ৬ বছর পর ১০% সুদে ১০,০০০ টাকা গ্রহণ করতে চাও?

     ক) ৭,৬৪৮ টাকা   

     খ) ১৭,৭১৬ টাকা  

     গ) ৫,৬৪৪ টাকা   

     ঘ) ৮,৭৫৮ টাকা

১৭। কোনো তহবিলের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য শূন্য হবে—

            i. মেয়াদকাল শূন্য হলে    ii. সুদের হার শূন্য হলে   iii. বার্ষিক চক্রবৃদ্ধি সংখ্যা এক হলে

     নিচের কোনটি সঠিক

     ক) i ও ii     খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii 

১৮। একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সুযোগ ত্যাগ করাকে কী বলে?

     ক) সুযোগ ব্যয়             খ) অর্থায়ন সুযোগ                গ) প্রকল্প মূল্যায়ন                  ঘ) আর্থিক ব্যবস্থাপনা

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

     জনাব আরহান প্রতিবছর ১,০০০ টাকা করে ব্যাংকে জমা রাখেন ৩ বছরের জন্য। বিনিয়োগের হার ১৫%।

১৯। ৩ বছর পর জনাব আরহান মোট কত টাকা পাবেন?

     ক) ৩,৪৭৩ টাকা   

     খ) ৩,৫৭৪ টাকা  

     গ) ৫,০৭৩ টাকা   

     ঘ) ৪,২০০ টাকা   

২০। যদি জনাব আরহান বিনিয়োগটি পয়লা জানুয়ারি থেকে শুরু করেন তবে ৩ বছর পর তিনি কত টাকা পাবেন?

     ক) ৩,৪৭৩ টাকা    

     খ) ৩,৫৯৯ টাকা   

     গ) ৩,৯৯৩ টাকা   

     ঘ) ৪,০২৯ টাকা

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ২. খ ৩. খ ৪. ৫. গ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক   ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক  ২০. গ।

Leave a Comment