Advertisement
এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়-০৪ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর
একাদশ-দ্বাদশ শ্রেণির (ICT) আইসিটি গাইড এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় |
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
বহুনির্বাচনী HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়-০৪
১. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. ইন্টারনেট
খ. ডোমেইন নেম
গ. ইয়াহু
ঘ. ফেসবুক
উত্তরঃ (খ)
Advertisement
২. URL এর তৃতীয় অংশের নাম কী?
ক. প্রোটোকল
খ. পাথ
গ. প্যারামিটার
ঘ. হোস্টনেম
উত্তরঃ (খ)
৩. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কমপিউটারে রাখা হয় তাকে কী বলা হয়?
ক. হোম কম্পিউটার
খ. মাদার কম্পিউটার
গ. হাউট কম্পিউটার
ঘ. হোস্ট কম্পিউটার
উত্তরঃ (ঘ)
৪. আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? [ঢা. বো. ২০১৭]
ক. 1G
খ. 2G
গ. 3G
ঘ. 4G
উত্তরঃ (ঘ)
Advertisement 2
৫. এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি? [ঢা. বো. ২০১৭]
ক. < >
খ. { }
গ. ( )
ঘ. [ ]
উত্তরঃ (ক)
৬. এইচটিএমএল কোড < p > H < sup > 2</sup > 0 </p> এর ফলাফল কোনটি? [ঢা. বো. ২০১৭]
ক. H2O
খ. H<sub>2</sub>O
গ. H<sup>2</sup>O
ঘ. HO<sup>2</sup>
উত্তরঃ (গ)
৭. নিচের কোনটি ফাঁকা ট্যাগ? [ঢা. বো. ২০১৭]
ক. < th >
খ. < td >
গ. < br >
ঘ. < em >
উত্তরঃ (গ)
Advertisement 4
৮. Link ট্যাগ কোনটি? [রা. বো. ২০১৭]
ক. < o1> …………..</o1>
খ. < li> ……………</li>
গ. < a > ……………</a>
ঘ. < q > …………..</q>
উত্তরঃ (গ)
৯. ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কী বলা হয়?
ক. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
খ. নেটওয়ার্কিং
গ. ব্রাউজিং
ঘ. প্রোগ্রামিং
উত্তরঃ (ক)
১০. কোনটি ওয়েব ব্রাউজার?
ক. গুগল
খ. ইয়াহু
গ. মজিলা
ঘ. বিং
উত্তরঃ (গ)
১১. কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কী?
ক. হোমপেজ
খ. ওয়েব সার্ভার
গ. হোস্টার
ঘ. মাদার কমপিউটার
উত্তরঃ (খ)
১২. এইচটিএমএল হলো–
ক. ওয়েবব্রাউজার
খ. মার্কআপ ল্যাংগুয়েজ
গ. মেশিন ল্যাংগুয়েজ
ঘ. ওয়েবপেজ তৈরির টুলস
উত্তরঃ (খ)
১৩. হেডিং ট্যাগ কয়টি? [ব. বো. ২০১৬]
ক. 2
খ. 4
গ. 6
ঘ. 8
উত্তরঃ (গ)
১৪. HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন? [ব. বো. ২০১৬]
ক. font
খ. href
গ. face
ঘ. src.
উত্তরঃ (গ)
১৫. HTML-এ সবচেয়ে ছোট আকারের heading প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? [কু. বো. ২০১৬]
ক. < h1 >
খ. < h2 >
গ. < h5 >
ঘ. < h6 >
উত্তরঃ (ঘ)
১৬. HTML-এ লিংক সিনটেক্স হলো– [কু. বো. ২০১৬]
< a href = “url” > Link text </a >এখানে a href এর অর্থ হচ্ছে-
ক. a hot reference
খ. a hyperlink replace
গ. a hyperlink reference
ঘ. a home reference
উত্তরঃ (গ)
১৭. HTTP-এর পূর্ণরূপ কী? [কু. বো. ২০১৬]
ক. Higher Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Protocol
গ. Higher Transfer Text Protocol
ঘ. Hyper Transfer Text Protocol
উত্তরঃ (খ)
১৮. ওয়েবপেজ ডিজাইন কোনটি? [ঢা. বো. ২০১৬]
ক. ওয়েবসার্ভারে তথ্য রাখা
খ. HTML ডকুমেন্ট তৈরি
গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক
ঘ. ডোমেইন রেজিস্ট্রেশন
উত্তরঃ (ঘ)
১৯. <a hrefhttp://www.yahoo.com/”>http://www.yahoo.com</a> এর সর্বশেষ অংশটির নাম কী? [ঢা. বো. ২০১৬]
ক. প্রোটোকল
খ. ডোমেইন নেম
গ. ফাইল প্রকৃতি
ঘ. ডোমেইন প্রকৃতি
উত্তরঃ (ঘ)n
নিচের কোডটি লক্ষ কর এবং ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
২০. প্রাপ্ত আউটপুটে কী দেখাবে? [ঢা. বো. ২০১৬]
ক. টেক্সটি বড় হরফে হবে
খ. লেখাটি টাইটেল হিসাবে দেখাবে
গ. টেক্সটি স্ক্রল করতে থাকবে
ঘ. আউটপুট লিংক দেখাবে
উত্তরঃ (ক)
২১. একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেড প্রয়োজন? [চ. বো. ২০১৬]
ক. ২
খ. ৪
গ. ৮
ঘ. ৩২
উত্তরঃ (ক)
২২. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? [চ. বো. ২০১৬]
ক. ট্যাগ
খ. Head
গ. Body
ঘ. HTML উপাদান
উত্তরঃ (ঘ)
২৩. Google.com কী? [য. বো. ২০১৬]
ক. Browser
খ. Search engine
গ. Protocol
ঘ. E-mail address
উত্তরঃ (খ)
২৪. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে– [য. বো. ২০১৬]
ক. টাইটেল
খ. হেড
গ. বডি
ঘ. কনটেন্ড
উত্তরঃ (ঘ)
২৫. HTML ট্যাগের চিহ্ন কোনটি? [য. বো. ২০১৬]
ক. [ ]
খ. { }
গ. ( )
ঘ. < >
উত্তরঃ (ঘ)
২৬. Data এর ট্যাগ কোনটি? [মা. বো. ২০১৬]
ক. <tr>
খ. <dt>
গ. <td>
ঘ. <itr>
উত্তরঃ (গ)
২৭. কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না? [দি. বো. ২০১৬]
ক. <hi>
খ. <img>
গ. <tr>
ঘ. <br>
উত্তরঃ (ঘ)
২৮. কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? [দি. বো. ২০১৬]
ক. <option>
খ. <frame>
গ. <select>
ঘ. <imput>
উত্তরঃ (ক)
২৯. ওয়েব পেজে 1000 বাই 800 পিক্সেলের mahire.ipg ইমেজটি যুক্ত করার জন্য <imgsrc=”nature.ipg”> এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে? [দি. বো. ২০১৬]
ক. width=”1000″ height=”800″ “80
খ. Pixelw “1000”pixeth=“800”
গ. w=“1000”h=“800”
ঘ. wid = “100” hei = “800”
উত্তরঃ (ক)
৩০. নিচের কোনটি ওয়েবপৃষ্ঠার পূর্ণ ঠিকানা? [দি. বো. ২০১৬]
ক. < a href = “www” link text < / a >
খ. < a href = ”url”> link text </a>
গ. < a href = “www.url” > link text < / a >
ঘ. < a href = “www link.com” < / a >
উত্তরঃ (খ)
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
নৈবিত্তিক প্রশ্নের উত্তর HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়-০৪
বহুনির্বাচনি প্রশ্ন
- HTML নামক মার্ক আপ ল্যাংঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?
ওয়েব
ওয়েব পেইজ
পেইজ
ওয়েব সাইট
সঠিক উত্তর: ওয়েব পেইজ - ওয়েব পেইজে সাধারণত বিভিন্ন ধরনের-
ডেটা থাকে
ওয়েব সাইট থাকে
বিভিন্ন উপকরন থাকে
তথ্য থাকে
সঠিক উত্তর: তথ্য থাকে - ওয়েব পেইজে নিয়ন্ত্রন করা হয়।
টেলিভিশন দ্বারা
মোবাইল দ্বারা
কম্পিউটার দ্বারা
ইন্টারনেট দ্বারা
সঠিক উত্তর: কম্পিউটার দ্বারা - ওয়েব সাইট সাধারণত হতে পারে-
স্ট্যাটিক
ডাইনামিক
স্ট্যাটিক ও ডাইনামিক
ল্যাংঙ্গুয়েজ ভিত্তিক
সঠিক উত্তর: স্ট্যাটিক ও ডাইনামিক - HTML এর সংস্করণ HTML এর প্রকাশকাল কখন?
জানুয়ারি ২০০৭
জানুয়ারি ২০০৮
ফেব্রুয়ারি ২০০৭
ফেব্রুয়ারি ২০০৮
সঠিক উত্তর: ফেব্রুয়ারি ২০০৮ - HTTP এর পূর্ণ নাম কী?
Hyper Text Top Protocol
Hyper Technical Transfer Protocol
Hyper Text Top Protocol
Hyper Text Transfer Protocol
সঠিক উত্তর: Hyper Text Transfer Protocol - গ্লোবাল হাইপারটেক্স প্রজেক্ট এর প্রস্তাবনা দেন কে?
এরিক বিনা
টিম বার্নাস লি
মার্ক অ্যান্ডারসেন
বিল গেটস
সঠিক উত্তর: টিম বার্নাস লি - W3C ওয়াল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়।
১৯৮৯ সালে
১৯৯০ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ১৯৯৩ সালে - ইন্টারনেটে ওয়েব পেইজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তা কোনটি?
http
ftp
UDP
UCP
সঠিক উত্তর: http - Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?
URL
http
TCP/IP
Wab page
সঠিক উত্তর: Wab page - HTML মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহার করব?
নোটপ্যাড
এম এস ওয়ার্ড
টেক্সট এডিট
মাউস প্যান
সঠিক উত্তর: নোটপ্যাড - HTML এ ট্যাগ এর বৈশিষ্ট্যকে প্রকাশ করে কোনটি?
Attribute
Program
Value
Align
সঠিক উত্তর: Attribute - ওয়েব পেইজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি?
URL
WWW
HTML
HTTP
সঠিক উত্তর: HTML - HTML কোন ধরনের ল্যাঙ্গুয়েজ?
সাধারণ
ওয়ার্ড
প্রোগ্রামিং
ওয়েব ডেভেলপমেন্ট
সঠিক উত্তর: ওয়েব ডেভেলপমেন্ - কোনটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন টুল?
ড্রিমওয়েবার
কোরলড্র
HTML
JSP
সঠিক উত্তর: HTML - ডাইনামিক ওয়েব পেইজ তৈরিতে ব্যাহৃত সফটওয়্যার কোনটি?
Layout
Syntax
Formatting
Pert
সঠিক উত্তর: Pert - ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম কতটি রং বা কালারের নামকে HTML ও CSS এর জন্য তালিকাভূক্ত করেছে।
১০টি
২০টি
৫০টি
১৬টি
সঠিক উত্তর: ১৬টি - HTML কী ধরনের ল্যাংঙ্গুয়েজ?
একমূখী
দ্বিমূখী
বহুমূখী
উভমূখী
সঠিক উত্তর: বহুমূখী - HTML এর সর্বশেষ ভার্সন নিচের কোনটি?
HTML.3
HTML.4
HTML.5
HTML.6
সঠিক উত্তর: HTML.5 - HTML এর সর্বশেষ ভার্সন HTML.৫ পরিচিতি লাভ করে কত সালে?
২০০৮ সালে
২০০৯ সালে
২০১০ সালে
২০১১ সালে
সঠিক উত্তর: ২০১০ সালে - WWW এর পূর্ণ নাম কী?
World Web Wide
Web World Web
World Wide Web
World Web World
সঠিক উত্তর: World Wide Web - WWW কে ইন্টারনেটের কী বলা হয়?
রিজার্ভেশন সিস্টেম
বুলেটিন বোর্ড
বুদ্ধিমত্তা
সৃজনশীল
সঠিক উত্তর: বুলেটিন বোর্ড - মোজাইক নামে ব্রাউজার তৈরি হয় কত সালে?
১৯৯০ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৮৯ সালে
সঠিক উত্তর: ১৯৯৩ সালে - একটি ওয়েবসাটের সকল বিষয়বস্ত ও উপস্থাপনার কার্যগত অবকাঠামোই-
ওয়েব সাইট
ওয়েব পেইজ
ওয়েব সাইটের কাঠামো
মূল পেইজ
সঠিক উত্তর: ওয়েব সাইটের কাঠামো - মূলত হোম পেইজ হচ্ছে-
এক ধরনের বিষয়
এক ধরনের সূচি
মূল বিষয়
কাঠামোর সূচি
সঠিক উত্তর: এক ধরনের সূচি - একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েব সাইট ডিজাইন করা হয় তাকে কী বলে?
Hierarchical স্ট্রাকচার
Network স্ট্রাকচার
Linear স্ট্রাকচার
Combination স্ট্রাকচার
সঠিক উত্তর: Combination স্ট্রাকচার - HTML প্রাথমিক রূপ লাভ করে কখন?
১৯৭০ সালে
১৯৯৫ সালে
১৯৮০ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ১৯৭০ সালে - সরাসরি ওয়েব সাইট তৈরির জন্য নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
HTML Editor
Macromedia Firework
Macromedia Dreamweaver
Flash
সঠিক উত্তর: Macromedia Dreamweaver - নিচের কোন স্ট্রাকচারটি সবচেয়ে জটিল প্রকৃতির?
Tree Structure Site
Web-Linked Structure Site
Sequence Structure Site
Star Structure Site
সঠিক উত্তর: Tree Structure Site - ≺h1≻ অর্থ কী?
একটি প্যারাগ্রাফ বর্ণনা করা
একটি হরিজন্টাল রুল বর্ণনা করা
এক লাইন ফাঁকা তৈরি করা
একটি কমান্ড বর্ণনা করা
সঠিক উত্তর: একটি প্যারাগ্রাফ বর্ণনা করা - কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিএসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয় এগুলোকে কী বলে?
ট্যাগ
বর্ণ
ফন্ট
হেডিং
সঠিক উত্তর: ট্যাগ - HTML লিংকের সিনটেক্সে url এর স্থলে কী দিতে হয়?
পূর্ণ ঠিকানা
বর্ণ
ফন্ট
হেডিং
সঠিক উত্তর: পূর্ণ ঠিকানা - ≺tr≻ ট্যাগ হলো-
Table
Tab Row
Table Repeat
Table Row
সঠিক উত্তর: Table Row - ১৯৮০ সালে HTML রচনা করেন কে?
টিম লি
রবার্ট টিমলি
টিম বার্নার লি
রবার্ট লি
সঠিক উত্তর: টিম বার্নার লি - HTML.5 ভার্সন প্রকাশিত হয় কখন?
১৯৯১ সালে
২০০০ সালে
২০১২ সালে
১৯৯৪ সালে
সঠিক উত্তর: ২০১২ সালে - সাধারন ওয়েব পেইজ তৈরির জন্য কী লিখতে হয়?
অল্প কোড
একটি কোড
প্রচুর কোড
দুটি কোড
সঠিক উত্তর: প্রচুর কোড - HTML এর নিরাপত্তা ব্যবস্থা কেমন?
দুর্বল
সবল
খুব দুর্বল
খুব সবল
সঠিক উত্তর: খুব দুর্বল - HTML এর ট্যাগগুলো কী দ্বারা বেষ্টিত থাকে?
( )
{ }
উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
Advertisement 2
- ওয়েব পেইজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পন্থাকে কী বলে?
Layout
Sintax
Copy
Formatting
সঠিক উত্তর: Formatting - নিচের কোনটি Empty ট্যাগ?
≺title/≻
≺Blockquote/≻
≺LI/≻
≺Meta/≻
সঠিক উত্তর: ≺LI/≻ - HTML এ ডকুমেন্ট টাইটেল থাকে কোন সেকশনে?
Body Section
Paragaph Section
Head Section
Hyperlink Section
সঠিক উত্তর: Head Section - একটি ডকুমেন্টের সাথে আরেকটি ডকুমেন্টের সংযোগ স্থাপন করা হয় নিচের কোন ট্যাগ ব্যবহার করে?br>
মেটা ট্যাগ
স্টাইল ট্যাগ
বেস ট্যাগ
লিংক ট্যাগ
সঠিক উত্তর: লিংক ট্যাগ - টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?
≺tr/≻
≺table/≻
≺td/≻
≺hr/≻
সঠিক উত্তর: ≺table/≻ - টেবিলের প্রতিটি কলামের উপরের অংশে তথ্যে শিরোনামকে কী বলে?
টেবিল হেডিং
বডি
কলাম
সারি
সঠিক উত্তর: টেবিল হেডিং - টেবিলের সারি ও কলামের সংযোগস্থলকে কী বলে?
সারি
সংযোগস্থল
কলাম
সেল
সঠিক উত্তর: সেল - ইমেজ লোড না হলে টেক্সট দেখাবে নিচের কোন অ্যাট্রিবিউট?
img
src
alt
align
সঠিক উত্তর: alt - একটি ফ্রোম অপর ফ্রেম কেমন?
আলাদা
ভিন্ন
স্বাধীন
মুক্ত
সঠিক উত্তর: স্বাধীন - প্রতিটি ফ্রেম সেট নির্ধারণ করে কোনটি?
একটি সারি
একটি সারি বা কলাম
একটি কলাম
একটি টেবিল
সঠিক উত্তর: একটি সারি বা কলাম - HTML ৫ এ লে-আউটকে সাধারণত কয়টি ট্যাগের মাধ্যমে করা হয়?
২টি
৪টি
৩টি
অসংখ্য
সঠিক উত্তর: ২টি - HTML হেডিং কোনটি?
≺h1≻ to ≺h5≻
≺h1≻ to ≺h4≻
≺h1≻ to ≺h6≻
≺h1≻ to ≺h7≻
সঠিক উত্তর: ≺h1≻ to ≺h6≻ - হাইপারলিংক নির্দেশ দেওয়ার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কী বলে?
হাইপারলিংক সিস্টেম
হাইপারলিংক
হাইপার মিডিয়া
মিডিয়া
সঠিক উত্তর: হাইপারলিংক সিস্টেম - HTML এ লিংককে কয় ভাগে ভাগ করা যায়?
২ভাগে
৩ভাগে
৪ভাগে
৫ভাগে
সঠিক উত্তর: ২ ভাগে - ইমেজের বামে ও ডানে কী পরিমাণ জায়গা রাখতে চাই তা লেখার জন্য ব্যবহৃত হয় কোনটি?
vaspace
haspace
border
alt
সঠিক উত্তর: border - JPES ফরম্যাটে কত বিট কালার সাপোর্ট পাওয়া যায়।
৪ বিট
৮ বিট
১৬ বিট
২৪ বিট
সঠিক উত্তর: ১৬ বিট - কোনটি গ্রাফিক্স সফটওয়্যার না?
Adobe Photoshop
PHP
Adobe Illustrator
Coral Draw
সঠিক উত্তর: PHP - HTML এর ওপেনিং ট্যাগ কোনটি?
≺html/≻
≺html≻
≺htl/≻
≺htl/≻
সঠিক উত্তর: ≺htl/≻ - HTML এর ক্লোজিং ট্যাগ কোনটি?
≺/htl≻
≺htl/≻
≺/html≻
≺/htlm/≻
সঠিক উত্তর: ≺/html≻ - কোন স্ট্রকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক?
লিনিয়ার
হায়ারকি
নেটওয়ার্ক
কম্বিনেশন
সঠিক উত্তর: হায়ারকি - নিচের কোনটি দিয়ে স্ট্যাকি ওয়েব পেইজ তৈরি করা হয়?
PHP
ASP
JSP
HTML
সঠিক উত্তর: HTML - ইন্টারনেট সেবা প্রধানকারী প্রতিষ্ঠান কোনটি ?
isp
ups
ips
aps
সঠিক উত্তর: isp - নিচের কোনটি INTERNAT EXPLORER বলা হয়?
Browser
Oracle
Database
pase
সঠিক উত্তর: Browser - Google.com/yahoo কী?
Engine
Search Engine
Protocol
Email Address
সঠিক উত্তর: Search Engine - একটি ডোমইন নেম এর ডট এর পর শেষ অংশকে কী বলে?
টপ লেবেল
টপ ডোমেইন
Last লেবেল ডোমেইন
Last ডোমেইন
সঠিক উত্তর: টপ লেবেল - টপ লেভেল ডোমেন সমূহেকে কয় ভাগে ভাগে করা যায়?
২ভাগে
৩ভাগে
৪ভাগে
৫ভাগে
সঠিক উত্তর: ৫ ভাগে - Webpase.FIP ইত্যাদি কে কী বলা হয়?
ওযাই-ফাই
নেটওয়ার্ক
টপোলজি
ইন্টারনেট ডকুমেন্ট
সঠিক উত্তর: ইন্টারনেট ডকুমেন্ট - ডোমেইন নেম এর সাথে নিচের কোনটি থাকলে শিক্ষা প্রতিষ্টান বোঝায়?
.ac
.gov
.com
.edu
সঠিক উত্তর: .edu
বহুপদী সমাপ্তি সূচক
- ডাইনামিক ওয়েব পেইজের সাথে সম্পর্কযুক্ত হলো-
i. PHP
ii. ASP
iii. JSP
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - ওয়েব সাইটের কাঠামো-
i. Home Page
ii. Main Sections
iii. Sub Sections
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
- মূল পেইজ যুক্ত থাকে-
i. মূল প্রোগ্রাম
ii. ব্যানার
iii. অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - ওয়েব সাইটের কাঠামোর সেকশন হলো-
i. মূল পেইজ
ii. মূল সেকশন
iii. উপ সেকশন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - HTML এর ক্ষেএে –
i. ইন্টারনেটের সাথে সংযুক্ত এরূপ কোন তথ্য রাখার পেইজকে ওয়েব পেইজ বলে।
ii. মূল সেকশন
iii. উপ সেকশন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
- HTML এ –
i. প্রতিটি ডকুমেন্ট ফ্রেম বলে।
ii. লিংকের সিনটেক্স url এর স্থলে পূর্ণ ঠিকানা দিতে হয়।
iii. ≺hr> ট্যাগটি দ্বারা এক লাইন ফাকা করা হয়।
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii - HTML ব্যবহৃত হয়-
i. ইন্টারনেট তৈরিতে
ii. ইন্টারনেট পেইজ তৈরিতে
iii. ওয়েব সাইট তৈরিতে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - HTML এর ক্ষেএে –
i. HTML এ নিরাপত্তা ব্যবস্থা খুব শক্তিশালী।
ii. সাধারন ওয়েব পেইজ তৈরির জন্য প্রচুর কোড লিখতে হয।
iii. বড় কোড লেখাযুক্ত ওয়েব পেইজ চালানো বেশীরভাগ ক্ষেএে জটিলতার সৃষ্টি করে।
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii - ট্যাগ-
i. আরম্ভ, ট্যাগ ≺h1>
ii. সমাপ্তি ট্যাগ≺h1>
iii. জটিল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii - কিছু কিছু ট্যাগ-
i. বৈশিষ্ট্য প্রকাশ করে।
ii. Empty ট্যাগ ব্যবহার করে।
iii. প্রতিটি ট্যাগ শুরু হয় চিহ্ন দ্বারা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - HTML লে আউট এর গুরুত্বপূর্ণ –
i. Header
ii. Footer
iii. Page Nunber
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - হেডিং এর ট্যাগ-
i.≺h1> Biggest heading ≺/h1>
ii. ≺h2> Smallest heading ≺/h2>
iii. ≺h1> ≺/h6>
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - টেবিল তৈরির সাথে সংশ্লিষ্ট কয়েকটি ট্যাগ হল-
i. ≺th>
ii. ≺tr>
iii. ≺thead>
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - ওয়েব পেইজ ডিভাসের জন্য ফাইলের বর্ধিতাংশ
i. .htm
ii. .html
iii. .doc
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii - HTML এ-
i. HTML সহজে ব্যবহার ও অনুধাবন করা যায়
ii. সকল ব্রাউজার HTML কে সমর্থন করে না
iii. HTML বিনামূল্য ব্যাহার করা যায়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও iii - নিচের তথ্যগুলো লক্ষ্য করি:
i. একটি ডেটা সেলে ইমেজ, টেক্সট, ফটোগ্রাফ ইত্যাদি ব্যবহার করা যায় না
ii. টেবিলের প্রতিটি কলামের উপরের অংশে তথ্য শিরোনামকে টেবিল হেডিং বলে
iii. টেবিলে সারি ও কলামের সংযোগস্থলকে সেল বলে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii - HTML এ-
i. HTML কে ওয়েব পেইজ তৈরির সবচেয়ে বিমুদ্ধ ল্যাংঙ্গুয়েজ বলা হয়
ii. যেকোন অপারেটিং সিস্টেমের সাথে Notepad অথবা Wordpad নামক সাধারণ টেক্সট এডিটর সার্ভিস প্রোগ্রাম হিসেবে থাকে
iii. HTML কে তৈরি করেছেন টিম বার্নাস লি
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii - আইপি অ্যাড্রেস সাধারণত লিখা হয়-
i. নম্বর দ্বারা
ii. টেক্সট দ্বারা
iii. ক্যারেক্টার দ্বারা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ
………………………………………
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৬ – ৯০ নং প্রশ্নগুলোর উওর দাও:
একটি ওষুধ কোম্পানি তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েব সাইট তৈরি করলো। কিন্তু Google সার্চে ওয়েব পেইজ পাওয়া যাচ্ছে না।
- ওয়েব সাইটটিতে কোন HTML ট্যাগ ব্যবহার করা হয়নি?
SEARCH
META
BODY
HEAD
সঠিক উত্তর: i, ii ও iii - নিচের কোনটি সার্চ ইঞ্জিন
Yahoo
Nortoni
Microsoft
Amazon
সঠিক উত্তর: Yahoo - নতুন Browser Window তে Page খোলার জন্য কোন Command টি প্রযোজ্য?
target = “-Self”
target = “-blank”
target = “-Parent”
target = “-top”
সঠিক উত্তর: target = “-blank” - টেবিলে কয়টি বর্ডার দেওয়া হয়েছে?
২টি
৩টি
১টি
কোনো বর্ডার নেই
সঠিক উত্তর: কোনো বর্ডার নেই
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯১-৯৩ নং প্রশ্নগুলোর উওর দাও:
বর্তমানে আমাদের দেশে বেকার সমস্যা মারাত্বক সামাজিক ব্যাধি। প্রায় প্রতিটি সমাজেই এ ব্যাধিতে আক্রান্ত। বেকার সমস্যা দূর করতে বর্তমানে HTML, CSS, JAVA Script সহ বিভিন্ন ধরনের CMS সফটওয়্যার এর মাধ্যমে ওয়েব ডিজাইন করে বেশ অর্থ উপার্জন করছে।
- CSS- এর পূর্ণরূপ কী?
Caseding Style Sheet
Compund Style Sheet
Compund Shorting System
Cacacing Simple Sheet
সঠিক উত্তর: Caseding Style Sheet - কত সালে তাদের প্রতিযোগিতামূলক ব্রাউজার রিলিজ করে?
১৯৯৫ সালে
১৯৯৬ সালে
১৯৯৭ সালে
১৯৯৮ সালে
সঠিক উত্তর: ১৯৯৬ সালে - অনেক বেশি তথ্যের ডিজাইনের ক্ষেএে নিচের কোনটি ভালো?
HTML
Java Script
CSS
RGB
সঠিক উত্তর: CSS
HSC /Alim Common Suggestion 2024
আজকের সাজেশস: HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়-০৪ কমন নৈবিত্তিক প্রশ্নের উত্তর
ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়-০৪ ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর, ১০০%কমন MCQ নৈবিত্তিক উত্তর ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়-০৪
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
Advertisement 5
Advertisement 3