হাওর এলাকার কৃষক সালামত সাহেবের এক খন্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে।
যেমন: ধান উৎপাদন যখন ১৬, ১০ ও ০ মন হয়, তখন উৎপাদন হয় যথাক্রমে ০, ১০, ও ১৬ মন। প্রাপ্ত তথ্যের আলােকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর সমূহ:
উৎপাদন সম্ভাবনা রেখা:
মানুষকে আনন্দ বা তৃপ্তি দেয় এমন বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য ও সেবা পাওয়ার আকাক্সক্ষাকে অভাব বলে। জন্মলগ্ন থেকেই মানুষকে সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয়।
একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা যায়। মানুষের প্রয়োজনীয় দ্রব্য ও সেবার অভাব পূরণ হলে আরামদায়ক দ্রব্য বা সেবার অভাব অনুভূত হয়। সেটি পূরণ হবার সাথে সাথেই বিলাস জাতীয় দ্রব্য বা সেবার অভাবের মুখোমুখি হতে হয়। এভাবে মানুষের নিরন্তর চাওয়া বা অভাবের শেষ নেই।
যেমন- কোন মানুষ যখন ভাড়া বাসায় থাকে পরবর্তীতে আরাম আয়েশ বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাসায় থাকার আকাক্সক্ষা অনুভব করে। সেটি পূরণ হলে মানুষের মনে উন্নতমানের গাড়ি, মূল্যবান অলংকার ও উন্নত সেবা ইত্যাদির অভাব সৃষ্টি হয়।
আবার কারও কারও ক্ষেত্রে যিনি দুবেলা দুমুঠো খেতে পারছেন পরবর্তীতে তিনি উন্নত খাবার ও বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য ভোগ্যদ্রব্য যেমন- টেলিভিশন, রেফ্রিজারেটর, টেলিফোন ইত্যাদির অভাব অনুভব করেন।
উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে ।
এই রেখাটি PPC রেখা নামে বেশি পরিচিত । অভাব অসীম এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা সব অভাব একসাথে পূরণ করতে পারি না । তবে দুষ্প্রাপ্যতার সমস্যা এবং নির্বাচনের প্রয়োজনীয় উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি । অর্থাৎ বর্তমান সম্পদ ও প্রযুক্তির সাহায্যে সমাজে কোন দ্রব্য কি পরিমান উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা হতে জানতে পারি ।
এ প্রসংগে অধ্যাপক লিপসি বলেন,”উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা যা বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয়সমূহ প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব যদি প্রাপ্ত উৎপাদিত সম্পদের সবটুকুই ব্যবহার করা যায় “।
চিত্রে AB একটি উৎপাদন সম্ভাবনা রেখা । A বিন্দুতে X দ্রব্যের উৎপাদন শুন্য এবং B বিন্দুতে উৎপাদন শূন্য । Y দ্রব্যের A ও B এর মাঝে উভয় দ্রব্যের উৎপাদন নির্দেশিত । যেমন — P বিন্দুতে Y এর OY1 , এবং X এর OX1 Q বিন্দুতে Y এর OY2 ও X এর OX2 , এবং R বিন্দুতে Y এর OY3 ও X এর OX3 উৎপাদন সংমিশ্রণ নির্দেশিত । সুতরাং A . P . Q . R ও B বিন্দুকে নিয়ে গঠিত হয় উৎপাদন সম্ভাবনা রেখা ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তবে এখানে উল্লেখ্য AB রেখার নিচে যে কোন বিন্দু ; যেমন — S – এ উৎপাদন সম্ভব তবে এই বিন্দুতে উৎপাদন করলে উৎপাদনের উপাদানগুলাের ব্যবহার অপূর্ণ থেকে যাবে । আবার X – দ্রব্য । উপকরণের সীমাবদ্ধতার জন্য AB রেখার আওতার বাইরে ; যেমন — M বিন্দুতে উৎপাদন সম্ভব নয় এটা অ – অর্জন যােগ্য সমন্বয় প্রকাশ করে ।
সুতরাং সম্পদ বা উপকরণের সীমাবদ্ধতার কারণেই কোন্ কোন্ দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে জানা যায় ।উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যসমূহ উপরিউক্ত আলােচনার প্রেক্ষিতে উৎপাদন সম্ভাবনা রেখার ( PPC
সীমিত সম্পদ ও অসীম অভাবের কারনে সৃষ্ট নিবাচন সমসম্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখাা করা যাই।
কোন দেশেমর জনগনের খাদ্য অভ্যাসের কারনে নানা সময উৎপাদন রেখার বা উৎপাদন কম বেশি হয় ।
কেউ ধান চাষের গুরউত্ব কোন বছর বেমি দেন আমার কোন বছর গম চাষ বেশি করা হয়
চিত্র অনুসারে আমরা বলতে পারি জনাব সালামত সাহেবের সম্পন সম্পদ ব্যবহার করেল ধান মোট: ১৬ একক ধান উৎপাদন করতে পারতেন । অথবা সম্পন সম্পদ ব্যবহার করেল গম মোট: ১৬ একক ধাগম উৎপাদন করতে পারতেন । এই ২টির যেকোন ১টির অভাব পূরন করত পারতো ।
তাই জনাব সালামত সাহেব ১ম বছর পূন ধান ১৬ একক উৎপাদন করে আর গম উৎপাদন করে ০ একক,
আরার ২য় বছর পূন ধান ১০ একক উৎপাদন করে আর গম উৎপাদন করে ১০ একক,
আরার ৩য় বছর পূন ধান ০ একক উৎপাদন করে আর গম উৎপাদন করে ২০ একক,
এই ভাবে জনাব সালামত তার হাওর এলাকার এক খন্ড জমিতে ধান ও গম উৎপাদনের কাজ করে ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এইচএসসি /ভোকেশনাল/আলিম সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর পেতে ক্লিক করুন
অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য
এই খানে X=ধান ও Y= গম দ্রব্যের উৎপাদন
ক. চিত্র থেকে আমরা বুজতে পারি যে , প্রদত্ত সম্পদ সাপেক্ষে X ও Y দ্রব্যের উৎপাদন N বিন্দুতে অর্জন করা সম্ভব নয় , কিন্তু M বিন্দুতে অর্জন করা সম্ভব । কিন্তু তা হবে অপূর্ণ নিয়োগ যা বেকারত্ব নির্দেশ করবে । পক্ষান্তরে I , J , K বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ নিয়োগ অবস্থা নির্দেশ করা হয় , এ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিন্দুগুলোর যে কোনোটিতে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা যায় । তাই উৎপাদন সম্ভবনা রেখাকে অর্জনযোগ্য উৎপাদন সম্ভবনা সীমান্ত (Production Possibility Frontier বা PPF ) রেখা বলা হয় ।
খ. সম্পদের সল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচনঃ মানব জিবনে অসীম অভাব পূরণে যে স্বল্প বা সীমিত সম্পদ ও সুযোগ বিদ্যমান , তার দক্ষ ব্য্যহার ধারণাটি PPC রেখার মাধ্যমে উপলব্ধি করা যায় । চিত্র থেকে বোঝা যায়, AB উৎপাদন সম্ভবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে । AB রেখার মধ্যে I, J বা Kবিন্দুতে উৎপাদন করা হলে সম্পদ – এর দক্ষ বা পূর্ণমাত্রার ব্যবহার বোঝায় । M বিন্দুতে উৎপাদন করা হলে তা সম্পদের অদক্ষ বা অপূর্ণ ব্যবহার নির্দেশ করে ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এইচএসসি /ভোকেশনাল/আলিম সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর পেতে ক্লিক করুন
- এইচএসসি বিষয়: পৌরনীতি ও সুশাসন ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান ২০২১, HSC Class 12 Politics and Good Governance Assignment Answer 1stweek 2021
- HSC Class 12 Bangla Assignment Answer 1stweek 2021, উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১
- এইচএসসি পরীক্ষার্থীদের ২০২২ এর ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ
- আলিম পৌরনীতি ও সুশাসন উত্তর ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২২, Alim Madrasah Class 12 Sub: Politics and Good Governance 1st week Assignment Answer 2021
- Madrasah Dakhil Class 10 English Assignment Answer [2nd week Assignment Answer 2021] দাখিল বিষয়: ইংরেজি ১ম পত্র, ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
- আলিম ২০২২ পরীক্ষার্থীদের ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা উত্তর
- Dakhil class 10 Bangladesh and world identity Assignment Answer 2nd week 2021, দাখিল ২০২২ পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এস্যাইনমেন্ট উত্তর সমূহ ২০২১, ৬ষ্ঠ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- ৬ষ্ঠ শ্রেণি অ্যাসাইনমেন্টের উত্তর ৬ষ্ঠ/ ৫ম/৪র্থ/৩য় /২য় /১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- সকল বিষয় উত্তর ৬ষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, Assignment Answers For Class: 6 Answers 6th Week Of 2021
- ৬ষ্ঠ থেকে ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণি , Class: 7 Assignment Answers 6th -1st Week Assignment Answers 2021
- মাধ্যমিক ৭ম শ্রেণী ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ ২০২১
- শ্রেণি: ৮ম অ্যাসাইনমেন্টের উত্তর ৬ষ্ঠ থেকে ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর এক সাথে
- 8 Class Assignment Answer 2021 (6th Week), ৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
- দাখিল পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
- ৯ম শ্রেণি অ্যাসাইনমেন্টের উত্তর ৬ষ্ঠ/ ৫ম/৪র্থ/৩য় /২য় /১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- ৯ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান
- নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট সমাধান 2021
- গার্হস্থ্য বিজ্ঞান সপ্তম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১, Class 7 Home Science 6th Week Assignment Answer 2021
- ৮ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১, Class 8 Home Science 6th Week Assignment Answer 2021
- Class 9 History and World Civilization Assignment Answer 2021, ৯ম শ্রেণির ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান
- Class 9 Physics Assignment Answer 6th Week 2021, নবম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
- 9 Class Accounting Answer 6th Week Assignment Answer 2021, ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ (৬ষ্ঠ সপ্তাহের)
- Class 6 Home Science Assignment 2021 6th week, ৬ষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ (৬ষ্ঠ সপ্তাহের)
- 6 Class Agriculture 6th Week Assignment Answer 2021, ৬ষ্ঠ শ্রেণির কৃষি অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ উত্তর ২০২১
- Class 8 Agricultural Education Assignment Solution 6th Week 2021, ৮ম শ্রেণি ইংরেজি অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৬ষ্ঠ সপ্তাহ উত্তর ২০২১
- Assignment Class 8 English Answer (6th Week) 2021 Solution, ৮ম শ্রেণি ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
1 thought on “এইচএসসি অর্থনীতি এসাইনমেন্ট উত্তর 2021। [১ম-সপ্তাহ] অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর ডাউনলোড”