ই-কমার্স ও ই-বিজনেস পার্থক্য, ই-কমার্স vs ই-বিজনেস পার্থক্য, ই-কমার্স ও ই-বিজনেস তুলনামূলক আলোচনা, ই-বিজনেস ও ই-কমার্স মধ্যে পার্থক্য, ই-কমার্স ও ই-বিজনেস কাকে বলে,তুলনা ই-কমার্স: ই-কমার্স ও ই-বিজনেস আলোচনা

ই-কমার্স ও ই-বিজনেস পার্থক্য, ই-কমার্স vs ই-বিজনেস পার্থক্য, ই-কমার্স ও ই-বিজনেস তুলনামূলক আলোচনা, ই-বিজনেস ও ই-কমার্স মধ্যে পার্থক্য, ই-কমার্স ও ই-বিজনেস কাকে বলে,তুলনা ই-কমার্স: ই-কমার্স ও ই-বিজনেস আলোচনা

শিক্ষা প্রশ্ন সমাধান

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: ই-কমার্স ও ই-বিজনেস পার্থক্য, ই-কমার্স vs ই-বিজনেস পার্থক্য, ই-কমার্স ও ই-বিজনেস তুলনামূলক আলোচনা, ই-বিজনেস ও ই-কমার্স মধ্যে পার্থক্য, ই-কমার্স ও ই-বিজনেস কাকে বলে,তুলনা ই-কমার্স: ই-কমার্স ও ই-বিজনেস আলোচনা


ই-কমার্স ও ই-বিজনেস এর মধ্যে পার্থক্য

পার্থক্যের বিষয়ই-বিজনেসই-কমার্স
১. আওতাই-বিজনেসের আওতা অনেক বিস্তৃত। ই-কমার্স, ই-মার্কেটিং, ই-রিটেইলিং সহ সবই এর অন্তর্ভুক্ত।ই-কমার্স ই-বিজনেসের অধীন। ই-রিটেইলিং ও ই-মার্কেটিং ই-কমার্সকে তার পণ্য বণ্টন প্রক্রিয়ায় সহযোগী হিসেবে কাজ করে।
২. কর্মকাণ্ডের বিস্তৃতিঅভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ স্থাপন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা ও লেনদেনের বিস্তৃত কর্মকাণ্ড এর অধীন।পণ্য ক্রয়-বিক্রয় ও এর প্রয়োজনে প্রচার, বিজ্ঞাপন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি, ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার এর কর্মকাণ্ডের মধ্যে পড়ে।
৩. প্রযুক্তির ব্যবহারএক্ষেত্রে বিভিন্নমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে যেয়ে অনেক বেশি প্রযুক্তির ব্যবহার হয়।শুধুমাত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়াদি এর অন্তর্ভুক্ত হওয়ায় তুলনামূলকভাবে কম প্রযুুক্তর ব্যবহার হয়ে থাকে।
৪. সম্পর্কিত পদ্ধতিB2B, B2C, E2B, P2P ইত্যাদি ক্রয়-বিক্রয় সংশ্লিষ্ট পদ্ধতি ছাড়াও B2E, E2B সহ অভ্যন্তরীণ বিভিন্ন ইলেক্ট্রনিক যোগাযোগ ও তথ্য ব্যবস্থাদি এরুপ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত।ক্রয়-বিক্রয় সংশ্লিষ্ট B2B, B2C, E2B, P2P সহ সরবরাহ ব্যবস্থা ও মূল্য পরিশোধ পদ্ধতি এর সাথে সম্পর্কযুক্ত।

ই-বিজনেস কি ?

উৎপাদন ও বণ্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকেই ই-বিজনেস বলে। ই-কমার্স, ই-মার্কেটিংসহ ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় অভ্যন্তরীণ ও বহিঃস্থ ডিজিটাল প্রযুক্তিনির্ভর কার্যক্রমই এর অন্তর্ভুক্ত। অর্থাৎ সকল ধরনের অনলাইন ব্যবসায় ই-বিজনেসের অন্তর্ভুক্ত বিষয়।

ই-বিজনেসের বিভিন্ন ধরন রয়েছে। যেমন- ব্যবসায় থেকে ব্যবসায় (B2B), ব্যবসায় থেকে ভোক্তা (B2C), ব্যবসায় থেকে সরকার (B2G), ভোক্তা থেকে ব্যবসায় (C2B), ভোক্তা থেকে ভোক্তা (C2C), সরকার থেকে সরকার (G2G) ইত্যাদি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ই-কমার্স কি ?

আমরা জানি, ব্যবসায়ের প্রধান দু’টি অঙ্গ। এর একটি হলো শিল্প এবং অপরটি বাণিজ্য। শিল্প মূলত উৎপাদন করে আর বাণিজ্য তা বণ্টন করে। আর ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য পরিবেশন তথা ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই ই-কমার্স বলা হয়ে থাকে।

ই-কমার্স মূলত বিক্রয়ের স্বার্থে প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষ; যেমন- ব্যক্তি, প্রতিষ্ঠান, সহযোগী অংশীদার ইত্যাদির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন ও সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং পণ্য ও সেবা বিক্রয় ও সরবরাহের ব্যবস্থা করে। মূলত ই-বিজনেস এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গই হলো ই-কমার্স।

ই-কমার্স এর পূর্ণরূপ কি ?

ই-কমার্স (E-commerce) এর পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক কমার্স (Electronic Commerce)। 

ই-কমার্স এর প্রতিষ্ঠাতা কে ?

১৯৭৯ সালে মাইকেল অ্যালড্রিচ সর্বপ্রথম ইলেক্ট্রনিক শপিং আবিষ্কার করেন। এজন্য তাকে ই-কমার্স এর প্রতিষ্ঠাতা বা উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়।

এবার আসি ই-বিজনেস কি তা জেনে নিই।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *