ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year islamic history and culture 3rd paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র সাজেশন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২-১৫২৬ খ্রিষ্টাব্দ) (History of Muslims in India (712-1526 AD)) সুপার সাজেশন
ইসলামের ইতিহাস ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের
 History of Islam 3rd paper Suggestion Degree 2nd year
Subject Code: 121601
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year islamic history and culture 3rd paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র সাজেশন

ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

History of Islam 3rd paper Suggestion PDF 2024

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ জালালউদ্দিন ফিরোজ খলজি।
২। “বাকাত-ই-নাসিরী” গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ।
৩। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উঃ গুজরাটের কাথিওয়াড়ে।
৪। কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন?
উঃ ইলতুৎমিশ।
৫। “মামলুক” শব্দের অর্থ কি?
উঃ ‘মামলুক’ শব্দের অর্থ দাস বা ক্রীতদাস।
৬। “মাতামহীসুলভ ব্যবস্থা” কে প্রবর্তন করেন?
উঃ ফিরোজ শাহ তুঘলক।
৭। মুহাম্মদ বিন-কাশিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন?
উঃ মুহাম্মদ বিন-কাশিম ৭১২ সালে সিন্ধু বিজয় করেন।
৮। “রক্তপাত ও কঠোর নীতি” কে গ্রহণ করেন?
উঃ রক্তপাত ও কঠোরনীতি গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।
৯। “ভারতের তোতাপাখি” বলা হয় কাকে?
উঃ কবি আমীর খসরুকে ‘ভারতের তোতাপাখি’ বলা হয়।
১০। মুহম্মদ-বিন-তুঘলক কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উঃ দাক্ষিণাত্যের দেবগিরিতে।
১১। খিজির খান কত বছর রাজত্ব করেন?
উঃ ৭ বছর (১৪১৪-১৪২১ খ্রিস্টাব্দ)।
১২। বাবর কোন যুদ্ধে ইব্রাহীম লোদীকে পরাজিত করেন?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে।
১৩। কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে?
উঃ আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।
১৪। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ সুলতান আলাউদ্দিন খলজি।
১৫। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উঃ দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি।
১৬। দৌলতাবাদের পূর্ব নাম কি?
উঃ দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি ।
১৭। ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উঃ ইবনে বতুতা ১৩৩৩ সালে ভারতবর্ষে আগমন করেন।
১৮। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উঃ ১৩৯৮ সালে।
১৯। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে।
২০। ‘রেহেলা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘রেহেলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
২১। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উঃ ১০২৬ খ্রিস্টাব্দে।
২২। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান কুতুব উদ্দিন আইবেক।
২৩। ‘রক্তপাত ও কঠোর নীতি’ কে গ্রহণ করেন?
উঃ রক্তপাত ও কঠোরনীতি গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।
২৪। ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কবি ফেরদৌসি।
২৫। রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন?
উঃ চাচ বংশের।
২৬। সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন?
উঃ সুলতান মাহমুদ ভারতে ১৭টি অভিযান পরিচালনা করেন।
২৭। ‘লাখ বখশ’ কার উপাধি?
উঃ সুলতান কুতুবউদ্দিন আইবেকের।
২৮। সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন?
উঃ সুলতানা রাজিয়া চার বছর রাজত্ব করেন।
২৯। খলজী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উঃ সুলতান আলাউদ্দিন খলজি।
৩০। তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম কি?
উঃ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তুঘলক।
৩১। মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উঃ মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম ফকরুদ্দিন মুহাম্মদ জুনা খান।
৩২। ‘দ্বিতীয় আলেকজান্ডার’ কার উপাধি?
উঃ ‘দ্বিতীয় আলেকজান্ডার’ সুলতান আলাউদ্দিন খলজির উপাধি।
৩৩। দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন কে?
উঃ দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন সুলতান মুহাম্মদ বিন তুঘলক।
৩৪। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
উঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৫। “সুলতান-ই-আজম” কাকে বলা হয়?
উঃ সুলতান ইলতুৎমিশকে।
৩৬। একডালা দুর্গ কোথায় অবস্থিত?
উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায়।
৩৭। জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উঃ সুলতান ফিরোজ শাহ তুঘলক জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন।
৩৮। “তারিখ-ই-মোবারক শাহী” এর লেখক কে?
উঃ ‘তারিখ-ই-মোবারকশাহী’ এর লেখক ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ।
৩৯। “জাহানসুজ” উপাধি কার ছিল?
উঃ ‘জাহান সুজ’ উপাধি ছিল আলাউদ্দিন হোসেনের।
৪০। কোন যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন।
৪১। খিজির খান কোন বংশ প্রতিষ্ঠা করেন?
উঃ খিজির খান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন।
৪২। লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বাহলুল লোদী।
৪৩। মুহাম্মদ বিন কাশিম,কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন?
উঃ মুহাম্মদ বিন কাশিম ৭১২ সালে সিন্ধু বিজয় করেন।
৪৪। কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন?
উঃ মুহাম্মদ বিন কাশিম।
৪৫। “ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিষ্ফল বিজয়।” উক্তিটি কার?
উঃ ঐতিহাসিক স্টেনলি লেনপুলের।

Degree History of Islam 3rd paper Suggestion 2024, ইসলামের ইতিহাস ৩য় পত্র চূড়ান্ত সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. ‘কিতাবুল হিন্দ’গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আল বেরুনি।

২. ‘তারিখ ই মুবারকশাহী’ এর লেখক কে?
উত্তর: ‘তারিখ ই মুবারকশাহী’ এর লেখক ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি।

৩. ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? অথবা, ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতে আসেন।

৪. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।

৫. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোয়ার।

৬. রাজা দাহির কোন বংশের দাহির ছিলেন?
উত্তর: রাজা দাহির চাচ বংশের দাহির ছিলেন।

৭. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?

উত্তর: সুলতান মাহমুদ ১০২৬ খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।

৮. সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন?
উত্তর: সুলতান মাহমুদ ভারতে ১৭টি অভিযান পরিচালনা করেন।

৯. ’শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ’শাহনামা’ গ্রন্থের রচয়িতা মহাকবি ফেরদৌসি।

১০. জাহান সুজ উপাধি কার ছিল?
উত্তর: জাহান সুজ উপাধি ছিল ঘুর রাজ্যের অধিপতি আলাউদ্দিন হোসেনের।

১১. তারইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: তারইনের প্রথম যুদ্ধ ১১৯১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

১২. তারইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: তারইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

১৩. দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবেক।

১৪. ’লাখবখস’ কার উপাধি?
উত্তর: ’লাখবখস’ সুলতান কুতুবউদ্দিন আইবেকর উপাধি।

১৫. সুলতান ই আজম কাকে বলা হয়?
উত্তর: সুলতানি আজম ইলতুৎমিস কে বলা হত।

১৬. ভারতবর্ষে কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন?
উত্তর: ভারতবর্ষে সুলতান ইলতুৎমিশ সর্বপ্রথম রৌপ্যমুদ্রা চালু করেন।

১৭. সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেন?
উত্তর: সুলতান রাজিয়া প্রায় সাড়ে তিন বছর রাজত্ব করেন।

১৮. উলক খান কে ছিলেন?
উত্তর: উলুক খান ছিলেন ভারতবর্ষের প্রভাবশালী সুলতান গিয়াসউদ্দিন বলবনের উপাধি।

ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২-১৫২৬ খ্রি.)

১৯. খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তর: খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজী।

২০. দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি?
উত্তর: দ্বিতীয় আলেকজান্ডার দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির উপাধি।

২১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কে?
উত্তর: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজী।

২২. দৌলতাবাদের পূর্ব নাম কী?
উত্তর: দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি।

২৩. একডালা দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: একডালা দুর্গ দিনাজপুরের মহানন্দা নদীর তীরে অবস্থিত।

২৪. দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্রমুদ্রার প্রচলন করেন কে?
উত্তর: দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্রমুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুঘলক।

২৫. জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জৌনপুর নগরীর সুলতান ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেন।

২৬. তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম কী?
উত্তর: তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম সুলতান নাসির উদ্দিন মাহমুদ তুঘলক।

২৭. মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান।

২৮. তৈমুর লঙ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর: তৈমুর লঙ ১৩৯৮খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করে।

২৯. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান।

৩০. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর :পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল।

৩১. লোদী বংশের শেষ সুলতান কে?
অথবা, দিল্লি সালতানাতের সর্ব শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদী।

৩২. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

৩৩. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: চেয়েছি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

আরো ও সাজেশন:-

Degree 2nd Year History of Islam 3rd paper Suggestion 2024

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১.ইবনে বতুতার পরিচয় দাও।
২. ইবনে বতুতার ‘রেহল‘ গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা কর।
৩. মুহম্মদ বিন কাসিমের পরিচয় দাও।
৪. জিয়াউদ্দিন বারানীর পরিচয় দাও।
৫. মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?

৬. আরবদের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল আলোচনা কর।
৭. সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. আলবেরুনি কে ছিলেন?
৯. কুতুব মিনার সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।

১০. সুলতান রাজিয়া সম্পর্কে যা জানো লেখ।
১১. ‘চল্লিশ চক্র’ বলতে কী বোঝ?
১২. বলবনের ‘রক্তপাত ও কঠোর নীতি’ ব্যাখ্যা কর।
১৩. রাজতন্ত্র সম্পর্কে বলবনের ধারণা কী?

১৪. খলজি বংশের পরিচয় দাও।
১৫. সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কী?
১৬. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্পর্কে লেখ।
১৭. ফিরোজ শাহ তুঘলকের মাতামহীসুলভ ব্যবস্থা আলোচনা কর।

১৮. রাজা গণেশের পতনের কারণগুলো সংক্ষেপে লেখ।
১৯. সুলতান বাহালুল খান নদী কে ছিলেন?
২০. ইব্রাহিম লোদী কে ছিলেন?
২১. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব বর্ণনা কর।
২২. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কী ছিল?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মালিক কাফুরের পরিচয় দাও।
২। রাজা দাহির ও মুহাম্মদ ঘুরীর
পরিচয় দাও।
৩। খিজির খান সম্পর্কে যা জান লিখ।
৪। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধর।
৫। বলবনের “রক্তপাত ও কঠোর নীতি” ব্যাখ্যা কর।
৬। মুহাম্মদ-বিন-তুঘলকের রাজধানী স্থানান্তর সম্বন্ধে সংক্ষেপে লিখ।
৭। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল?
৮। সুলতান ইলতুৎমিশ মোঙ্গল আক্রমণ থেকে কিভাবে ভারতকে রক্ষা করেন?
৯। মোহাম্মদ-বিন-তুঘলকে ‘তাম্রমুদ্রা প্রচলন পরিকল্পনা’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।
১০। তৈমুর লং এর ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা কর।
১১। সুলতান আলাউদ্দীন খলজীর মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কি?
১২। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ছিল?
অথবা, পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখ।
১৩। “কুতুব মিনার” সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখ।
১৪। পরিচয় দাওঃ সুলতানা রাজিয়া, জিয়াউদ্দিন বারানী। ডিগ্রী ইসলামের ইতিহাস ৩য় পত্র সাজেশন

ইসলামের ইতিহাস ৩য় পত্র চূড়ান্ত সাজেশন,ইসলামের ইতিহাস ৩য় পত্র চূড়ান্ত সাজেশন 2024

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর।
২। গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ বিশ্লেষণ কর।
৩। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসাবে সুলতান কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব মূল্যায়ন কর।
৪। বিজেতা হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন কর।
৫। সুলতান ফিরোজশাহ তুঘলকের শাসন নীতি আলোচনা কর।
৬। তুমি কাকে লোদী বংশের শ্রেষ্ঠ শাসক মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
৭। দিল্লি সালতানাতের পতনের কারণগুলো বর্ণনা কর।
৮। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর।
৯। সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা কর।
১০। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও।
১১। বিজেতা ও শাসক হিসেবে মুহাম্মদ ঘুরীর কৃতিত্ব মূল্যায়ন কর।
১২। দিল্লী সালতানাত সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবানের অবদান মূল্যায়ন কর।
১৩। লোদী বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।
১৪। সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download ইসলামের ইতিহাস ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ রচনামূলক প্রশ্নবলি

১. ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎস সমূহ আলোচনা কর।
২. মুসলমানদের আগমনের পূর্বে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।
৩. গজনী বংশের উত্থান আলোচনা কর বংশের সুলতান মাহমুদের শাসনকাল কে স্বর্ণযুগ বলা হয় কেন?

৪. মোহাম্মদ ঘুরির উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা কর।
৫. বিজেতা ও শাসক হিসেবে মোহাম্মদ ঘুরির কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন কর অথবা, ইলতুৎমিস দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন

৭. দিল্লি সালতানাত সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবনের অবদান মূল্যায়ন কর।
৮. আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা কর।
৯. তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো আলোচনা কর।
১০. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর প্রতীকী মুদ্রা প্রচলন পর্যালোচনা কর।
১১. সৈয়দ বংশের উত্থান ও পতন আলোচনা কর।

১২. সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর।
১৩. লোদী বংশের উত্থান ও পতনের ইতিহাস ব্যাখ্যা কর।
১৪. লোদী বংশের পতনের কারণসমূহ আলোচনা কর।
১৫. সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধর।
১৬. মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সমালোচনা কর। ডিগ্রী ইসলামের ইতিহাস ৩য় পত্র সাজেশন

Degree 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স:2024 ইসলামের ইতিহাস ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ইসলামের ইতিহাস ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2024, ডিগ্রী ২য় বর্ষ ইসলামের ইতিহাস ৩য় পত্র সাজেশন 2024

Leave a Comment