বিষয়: তৃতীয় বর্ষ বিভাগ ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র বিষয় ইসলামে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ১৩১৮০১
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
#বিষয়ঃ_ইসলামিক_স্টাডিজ_পঞ্চম_পত্র
১। ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কি?
উঃ আদর্শ মানুষ গড়ে তোলা।
২। “খিদমতে খালক” অর্থ কি?
উঃ সৃষ্টি জগতের খেদমত করা।
৩। “আদল” শব্দের অর্থ কি?
উঃ ন্যায় বিচার।
৪। “নাগরিক শব্দের অর্থ কি?
উঃ নগরের অধিবাসী।
৫। “সার্বভৌমত্ব অর্থ কি?
উঃ সবকিছুর উপর নিরঙ্কুশ অধিকার।
৬। “আল – মুয়াখাত অর্থ কি?
উঃ হৃদ্যতা, সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন।
৭। “খিলাফত শব্দের অর্থ কি?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উঃ প্রতিনিধিত্ব ও স্থলাভিষিক্ত।
৮। ইনসাফ শব্দের অর্থ কি?
উঃ স্বচ্ছ বা ন্যায়সংগত।
৯। ইসলামী আইনের প্রধান উতস কয়টি?
উঃ দুটি। যথা : ১. কুরআন, ২. সুন্নাহ।
১০। হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার?
উঃ তিন প্রকার।
১১। ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি?
উঃ চারটি।
১২। ইসলামী রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম কি?
উঃ মজলিসে সূরা।
১৩। মদিনার পূর্ব নাম কি ছিল?
উঃ ইয়াসরিব।
১৪। হিলফুল ফুযুল অর্থ? কি?
উঃ শান্তিসংঘ।
১৫।,”শাস “শব্দের অর্থ কি?
উঃ শাসন করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেওয়া।
১৬। “মসজিদ শব্দের অর্থ কি?
উঃ সিজদা করার স্থান।
১৭। পরমসহিষ্ণুতা কি?
উঃ ইসলাম যে নীতি ও আদর্শের উপর সর্বাপেক্ষা বেশ গুরুত্বারোপ করে তার নাম পরমসহিষ্ণুতা।
১৮। বিবাহিত ব্যভিচারের শাস্তি কি?
উঃ প্রস্তরাঘাত করে হত্যা।
১৯। হাক্কুলাহ শব্দের অর্থ কি?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উঃ স্রষ্টার প্রতি কর্তব্য।
২০। উখওয়াত শব্দটির অর্থ কি?
উঃ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ মধুর বন্ধন।
২১। আদল কাকে বলে?
উঃ কোন পক্ষপাতিত্ব না করে যার প্রাপ্যতা তাকে দেওয়ার নাম আদল
২২। হাদীস শব্দের অর্থ কি?
উঃ কথা বা বাণী।
২৩। আসমানী কিতাব মোট কতটি?
উঃ মোট ১০৪ টি।
২৪। জিযিয়া শব্দের অর্থ কি?
উঃ নিরাপত্তা করা।
২৫। নৈতিক শক্তি কি?
উঃ নৈতিক শক্তি বলতে বুঝায়, বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, ন্যয়নিষ্ঠা, পরমসহিষ্ণুতা ও চারিত্রিক পবিত্রতা – পরিচ্ছন্নতা।
২৬। শূরা শব্দের অর্থ কি?
উঃ পরামর্শ।
২৭। পুঁজিবাদ কি?
উঃ পুঁজিবাদ হলো পুঁজি কেন্দ্রিক আবর্তিত এক বিশেষ ধরনের অর্থনৈতিক মতবাদ।
২৮। রাজনীতি ছাড়া কী অচল?
উঃ মানবজীবন রাজনীতি ছাড়া অচল।
২৯। রাণীর বাড়ি রাজার থেকে কত দূরে?
উঃ মেপে দেখুন।
খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “ইহসান” বলতে কি বুঝ? ১০০%
২। ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝ?১০০%
৩। পরমতসহিষ্ণুতা বলতে কি বুঝ?১০০%
৪। ইসলামী গণতন্ত্রের স্বরূপ কি?১০০%
৫। ইসলামী আইনের উতসসমূহ লিখ। ১০০%
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৬। ইসলামী রাষ্ট্রের বিচারব্যবস্থা সম্পর্কে লিখ। ১০০%
৭। হযরত মুহাম্মদ (সাঃ) এর পররাষ্ট্রনীতি সম্পর্কে লিখ।১০০%
৮। খিদমত খালক কাকে বলে? খিদমত আল খালকের তাত্পর্য ব্যাখ্যা কর। ১০০%
৯। ইসলামী রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।৯৯%
১০। পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি?৯৯%
১১। অন্ধকার যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল?
১২। প্রতিবেশীদের প্রতি অধিকার ও কর্তব্য লিখ।
১৩। ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বুঝ?কূটনীতি কি?
গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ইসলামী সমাজব্যবস্থায় কিভাবে মানব মর্যাদার নিশ্চয়তা দেওয়া হয়েছে? আলোচনা কর। ১০০%
২। আদল বলতে কি বুঝ? সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদলের ভূমিকা আলোচনা কর। ১০০%
৩। ইসলামী রাষ্ট্রব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রব্যবস্থার তুলনামূলক আলোচনা কর। ১০০% ।
৪। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ বর্ণনা কর। ১০০% ।
৫। মজলিসে শুরা কি? ইসলামী রাষ্ট্রে মজলিসে শুরার সদস্যদের গুণাবলি বর্ণনা কর। ১০০%
৬। ইসলামী রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ও গুণাবলি বর্ণনা কর। ১০০%
৭। ইসলামী সমাজব্যবস্থায় প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। ১০০%
৮। ইসলামী রাষ্ট্রে নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর। ১০০%
৯। হিযরত বলতে কি বুঝ? হিযরতের কারণসমূহ ও ফলাফল আলোচনা কর। ৯৯% ।।
১০। সামাজিক সমস্যা ও সংকট নিরসনে ইসলামের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
১১। ইহসান কি? ইসলামী জীবন বিধানে ইহসানের গুরুত্ব ও প্রয়োজনীতা আলোচনা কর। ৯৯%
১২। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? বিচার বিভাগের স্বাধীনতার রক্ষার উপায়গুলো আলোচনা কর। ৯৮%
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
- মার্কেটিং ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year marketing 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ মার্কেটিং ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের মার্কেটিং ৫ম পত্র সাজেশন 2022 PDF Download
- মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year marketing 6th paper suggestion, ডিগ্রি ৩য় বর্ষ মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের মার্কেটিং ৬ষ্ঠ পত্র সাজেশন 2022 PDF Download
- সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year social work 6th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের সমাজকর্ম ৬ষ্ঠ পত্র সাজেশন 2022 PDF Download
- সমাজকর্ম ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year social work 5th paper suggestion, ডিগ্রি ৩য় বর্ষ সমাজকর্ম ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের সমাজকর্ম ৫ম পত্র সাজেশন 2022 PDF Download
- সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year sociology 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন 2022 PDF Download
- সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ ২০২২, degree 3rd year sociology 6th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন 2022 PDF Download