ডিপ্লোমা – ইন – ইঞ্জিনিয়ারিং ( ইলেকট্রিক্যাল)
সেমিস্টার: ষষ্ঠ
আলোচ্য বিষয়: করোনা কি এবং এর প্রভাব অসুবিধা, অসুবিধা( নবম অধ্যায়)।
শিক্ষকের নাম: মোঃ ইসমাইল হোসেন
করোনা ইফেক্ট (Corona Effect): যখন দুটি কন্ডাক্টরের এস্পেসিং ব্যাসের তুলনায় বেশি অবস্থায় রেখে তাদের আড়াআড়ি AC Voltage প্রয়োগ করে ধীরে ধীরে বৃদ্ধি করা হয় তখন একটি বিশেষ পর্যায় আসে।
এই বিশেষ পর্যায় কন্ডাক্টরের চারপাশের বাতাস Electrostatic stress হয়ে আয়নিত হয় এবং বাতাসে ইন্সুলেশন ভেঙ্গে যায়। এ অবস্থায় হালকা বেগুনি রশ্মি দেখা যায় এবং ওজন গ্যাসের সৃষ্টি হয় সেটাই করোনা নামে পরিচিত।
করোনার প্রভাব (Influence of Corona)
১. কন্ডাকটরের চারপাশে বেগুনি রশ্মি দেখা যায়।
২. ওজন গ্যাসের সৃষ্টি হয়।
৩. পাওয়ার লস হয়।
৪. হারমোনিক্স কারেন্টের সৃষ্টি হয়।
করোনা এর সুবিধা (Advantage of Corona):
১. সার্জ ভোল্টেজ এর ফলে সৃষ্ট ট্রানজিয়েন্ট ইফেক্ট কে সীমিত রাখে বলে সুইচ গিয়ার এর সেফটি বাল্ব হিসেবে কাজ করে
২. করোনার কারনে পরিবাহিদ্বয়ের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসের মান হ্রাস পেয়ে থাকে। কারন এসময় পরিবাহীর চার পাশের বাতাস পরিবাহী হিসেবে কাজ করে এবং পরিবাহীর ভার্চুয়াল ব্যাস বৃদ্ধি পায়।
করোনা এর অসুবিধা (Disadvantage of Corona)
১. পাওয়ার লস হয়।
২. দক্ষতা হ্রাস পায়।
৩. ওজন গ্যাসের সৃষ্টি হয়।
৪. ক্যামিক্যাল রিএকশন এর কারণে পরিবাহী ক্ষয়প্রাপ্ত হয়।
৫. নিকটবর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন সৃষ্টি করে।
৬. ইনসুলেটর ও পেজের মধ্যে ফ্লাশ ওভার ভোল্টেজ এর সৃষ্টি হয়।
৭. প্রচুর হার্মনিক্স এর উৎপত্তি হয়।
- hsc result 2024
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- বাচ্চা নিতে কতবার সহবাস করতে হয়,বাচ্চা নেওয়ার জন্য কতবার সহবাস করতে হয়?
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য