ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন

Google Adsense Ads

অনার্স ৩য় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মধ্যবর্তী সামষ্টিক অর্থনীতি/ ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি (Intermediate Macroeconomics) সুপার সাজেশন
Department of : Economics & Other Department
Subject Code: 232201
2025 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন, অনার্স ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন , চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, অনার্স ৩য় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি ব্যতিক্রম সাজেশন pdf, ইমরান সাজেশন অনার্স ৩য় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2025 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2025

ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সাজেশন 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. AS রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়?
উত্তর : ক্লাসিক্যাল ধারণা মতে দামস্তরের পরিবর্তন সত্ত্বেও সামগ্রিক যোগান থাকে বলে AS রেখা লম্ব অক্ষের সমান্তরাল।

২. সৌর বাজার বিধি কী?
উত্তর : সে’র বিধি অনুসারে বাজারে যোগান তার সমপরিমাণ চাহিদা নিজেই সৃষ্টি করে–এ প্রক্রিয়াই হলো সে’র বাজার বিধি।

৩. মিতব্যয়িতার অসামঞ্জস্যতা কী?
উত্তর : এডাম স্মিথ উপযোগ ও দামের সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে বলেন, যে দ্রব্যের উপযোগ বেশি সে দ্রব্যের দাম বেশি আর যে দ্রব্যের উপযোগ কম সে দ্রব্যের দাম কম হবে। কিন্তু তার এ বক্তব্য হিরা ও পানির ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। মূলত এগুলে মিতব্যয়িতার অসামঞ্জস্যতা সৃষ্টি হয়।

৪. সামগ্রিক চাহিদার উপাদানগুলো কী কী?
উত্তর : ১. দামস্তর, ২. সম্পদ প্রতিক্রিয়া, ৩. বিকল্পন প্রভাব, ৪. প্রত্যাশা, ৫. মুদ্রানীতি, ৬. রাজস্ব নীতি, ৭. বিশ্ব অর্থনীতি।

৫. যোগান দিকের ব্যত্যয় কাকে বলে?
উত্তর : অর্থনীতিতে পণ্যের যোগানের ভারসাম্য অবস্থার লঙ্ঘনকেই বলা হয় যোগান দিকের ব্যত্যয়।

৬. ত্বরণ কাকে বলে?
উত্তর : ভোগের পরিবর্তনের কারণে কীভাবে বিনিয়োগের পরিবর্তন হয় তা প্রকাশ করাকে ত্বরণ বলে।

৭. MPC = 0.80 হলে MPS কত হয়?
উত্তর : আমরা জানি, MPS = 1 – MPC = 1 – 0.80 = 0.20

৮. কেইনস এর মতে MPC এর মান কীরূপ হয় লেখ।
উত্তর : অর্থাৎ 0 < MPC < 1 হবে। প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্য অপেক্ষা বেশি কিন্তু একের চেয়ে কম হবে।

৯. পরম আয় বলতে কী বুঝ?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ অর্থ ব্যক্তি বা পরিবারের হাতে থাকে তাকেই পরম আয় বা অবিমিশ্র আয় বুঝায় ।

১০. ফিশারের বিনিময় সমীকরণটি লেখ।
উত্তর : ফিশারের বিনিময় সমীকরণটি হলো-MV=PT; P =MV/T

১১. চরম কেইনসীয় মডেলে LM রেখার আকৃতি কীরূপ হবে?
উত্তর : চরম কেইনসীয় মডেলে LM রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়।

১২. AS রেখা কখন উল্লম্ব অক্ষের সমান্তরাল হয়?
উত্তর : সাধারণত ক্লাসিক্যাল অঞ্চলে AS রেখা উলম্ব অক্ষের সমান্তরাল হয়।

১৩. আর্থিক নীতির দুটি পরিমাণগত হাতিয়ার উল্লেখ কর।
উত্তর : আর্থিক নীতির দুটি পরিমাণগত হাতিয়ার হলো— i. ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম রিজার্ভ নীতি অনুসরণ করতে পারে এবং ii. কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য সদস্য ব্যাংকের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণপত্র ক্রয়-বিক্রয় করতে পারে।

১৪. MEI কী?
উত্তর : মোট বিনিয়োগের পরিবর্তন থেকে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করা হয় তাকে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা (MEI) বলে।

১৫. কার্যকর চাহিদা বলতে কী বুঝ?
উত্তর : সামগ্রিক যোগানের যে স্তরে সামগ্রিক চাহিদা সমতা লাভ করে সেখানেই কার্যকর চাহিদা নির্ধারিত হয়।

১৬. ইনভেনটরি বিনিয়োগ কী?
উত্তর : সাধারণত অনিশ্চিত ভবিষ্যতে পণ্যের চাহিদা মিটানোর লক্ষ্যে বর্তমান এরূপ অতিরিক্ত মজুত গড়ে তোলাকে ইনভেন্টরি বিনিয়োগ বলে।

১৭. S = 120 + 0.25Y হলে বিনিয়োগ গুণক কত হবে?
উত্তর: MPS =ds/dy=0.25
MPS = 0.25
MPC = 0.75
সূতরাং আমরা জানি,
বিনিয়োগ গুণক, K = 1/(1- MPC)
1/(1 – 0.75) = 1/0.25 = 4

১৮. অর্থ গুণকের সূত্রটি লেখ।
উত্তর : অর্থ গুণকের সূত্রটি হলো- M = M/B

১৯. সর্বাধিক তরল সম্পদ কী?
উত্তর : সর্বাধিক তরল সম্পদ অর্থ।

২০. চরম কেইনসীয় মডেলে LM রেখার আকৃতি কীরূপ হবে?
উত্তর : চরম কেইনসীয় মডেলে LM রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

২১. তারল্য ফাঁদ কী?
উত্তর : সুদের হারের যে পর্যায়ে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে তাকে তারল্য ফাঁদ বলা হয়।

২২. বিনিয়োগ বৃদ্ধি পেলে বা পরিবর্তন হলে IS রেখা কোন দিকে স্থানান্তর হবে?
উত্তর : বিনিয়োগ বৃদ্ধি পেলে বা পরিবর্তন হলে ওঝ রেখা ডানদিকে স্থানান্তর হবে।

২৩. ক্লাউডিং আউট প্রভাব কী?
উত্তর : সরকারের ব্যয় বিনিয়োগ ও জাতীয় আয় বৃদ্ধির সহায়ক না হয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তাকে ক্রাউডিং আউট প্রভাব বলা হয়।

২৪. মুদ্রাস্ফীতির হার কী?
উত্তর : মুদ্রাস্ফীতির হার বলতে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দামস্তর বৃদ্ধির শতকরা হার বুঝায়।

২৫. উল্লম্ফন মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর : দামস্তর সময়ের ব্যবধানে অস্বাভাবিক দ্রুতগতিতে ‘ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে তাকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে

26. ‘Stop and Go’ পলিসি কাকে বলে?
উত্তর : মুদ্রাস্ফীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার কর্তৃক রাজস্ব নীতি ও আর্থিক নীতি প্রয়োগ ও স্থগিত করা এবং পুনরায় প্রয়োগ করার নীতিকে থাম এবং যাও নীতি বলা হয়।

২৭. ডিস-ইনফ্লেশন কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিত উপায়ে নিয়োগ না কমিয়ে অধিক মুদ্রাস্ফীতিকে নামিয়ে আনা যায় তাকে ডিস-ইনফ্লেশন বলে।

২৮. মার্ক আপ মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর : উৎপাদন ব্যয় বৃদ্ধি ও মুনাফা অর্জনের প্রত্যাশার ওপর যে মুদ্রাস্ফীতি নির্ভরশীল তাকে আপ মুদ্রাস্ফীতি বলে।

Google Adsense Ads

PDF Download ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ক্লাসিক্যাল ও কেইনসীয় সামগ্রিক চাহিদা রেখার পার্থক্য দেখাও।
২. সামগ্রিক যোগান রেখার বিভিন্ন অবস্থায় রাজস্ব নীতির কার্যকারিতা ব্যাখ্যা কর।
৩. সরকারি ব্যয় গুণক বলতে কী বুঝ?
৪. সাধারণ বিনিয়োগ গুণক ও অতি গুণকের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
অথবা, সাধারণ বিনিয়োগ গুণক ও অতি গুণকের মধ্যে অমিলগুলো লেখ।

৫. কেইনসীয় মডেলকে ক্লাসিক্যাল মডেলের কতটুকু সম্প্রসারণ বলা যায়।
৬. র‍্যাচেট প্রভাব ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৭. MEC ও MEI এর মধ্যে পার্থক্য কী?
৮. প্রমাণ কর যে, অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য।
৯. আপেক্ষিক ও পরিমাপকৃত আয় কী?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১০. দ্রব্য মূল্য ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক দেখাও।
১১. অর্থের লেনদেন চাহিদার সুদ হার ব্যাখ্যা কর। সংবেদনশীলতার স্থিতিস্থাপকতা ব্যাখ্যা কর।
১২. M1, M2, M3 এবং M4 ধারণাসমূহ ব্যাখ্যা কর।
১৩. কেইনসের সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান রেখার ভিত্তিতে IS রেখা অঙ্কন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১৪. চিত্রের সাহায্যে ক্রাউডিং আউট প্রভাব ব্যাখ্যা কর।
১৫. LM রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা কর।

১৬. শ্রমের যোগানের নির্ধারকসমূহ কী?
১৭. অপূর্ণ নিয়োগ ভারসাম্য ব্যাখ্যা কর।
১৮. চক্রবিরোধী রাজস্ব নীতি কী?
১৯. মুদ্রাস্ফীতি ব্যবধান বা ফাঁক কী?
২০. স্বল্পমেয়াদি ফিলিপস রেখা থেকে কীভাবে দীর্ঘমেয়াদি ফিলিপস রেখা পাওয়া যায়?

অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন 2025

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আয় ও নিয়োগ সংক্রান্ত ক্লাসিক্যাল তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্ব বর্ণনা কর।
২. দেখাও যে, ভারসাম্য বাজেট গুণকের মান একের সমান।
৩. আয় নির্ধারণের সরল কেইনসীয় মডেলটি ব্যাখ্যা কর।
৪. MEC ও সুদের হারের মাধ্যমে অর্থনীতিতে কীভাবে ভারসাম্য বিনিয়োগ নির্ধারিত হয়?
৫. স্থায়ী আয় কী? ফ্রিডম্যানের স্থায়ী আয় উপসিদ্ধান্তটি ব্যাখ্যা কর।

৬. ডুসেনবেরির উপসিদ্ধান্ত অনুসারে দেখাও যে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক অসমানুপাতিক কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সমানুপাতিক।
৭. অর্থের ফটকা চাহিদা সম্পর্কিত আধুনিক মতবাদ ব্যাখ্যা কর।
৮. জেমস টোবিনের অর্থের চাহিদাসংক্রান্ত পোর্টফোলিও মতবাদটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
৯. অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় এবং ক্যামব্রিজ সমীকরণের মধ্যে তুলনা কর? তাদের মধ্যে কোনটি উত্তম?
১০. IS-LM রেখার মাধ্যমে স্থিতীয় মডেলে আর্থিক নীতির কার্যকারিতা ব্যাখ্যা কর।

১১. দ্রব্য বাজারের ভারসাম্য মডেল থেকে IS রেখা অঙ্কন কর।
১২. দেওয়া আছে, C = 200 + 0.75Y, I = 100 – 50i, M1 = 0.25Y, M2 = 100-40i, Ms = 200.
i. IS ও LM সমীকরণ নির্ণয় কর,
ii. ভারসাম্য সুদের হার ও জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
১৩. কেইনসের মতে, একটি দেশ কীভাবে অপূর্ণ নিয়োগের ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগের ভারসাম্যে পৌঁছাতে পারে?
১৪. প্রকৃতি মজুরির নির্ধারকগুলো কী কী?

১৫. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা আলোচনা কর।
১৬. আর্থিক নীতির কার্যকারিতা সম্পর্কে ক্লাসিক্যাল ও মনিটরিস্টদের মতবাদ আলোচনা কর।
১৭. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় চক্রবিরোধী রাজস্ব নীতির কার্যকারিতা ব্যাখ্যা কর।
১৮. মুদ্রা সংকোচনের কারণ ও ফলাফল উল্লেখ কর।
অথবা, কী কী কারণে মুদ্রা সংকোচন ঘটে এবং এর ফলাফল ব্যাখ্যা কর।
১৯. স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফিলিপস রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২০. ফিলিপস রেখার সাহায্যে মুদ্রাস্ফীতির হার ও বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৩য় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি পরীক্ষার সাজেশন, 2025 অনার্স তৃতীয় বর্ষ ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি সাজেশন

Honors 3rd year Common Suggestion 2025

আজকের সাজেশস: Honors Intermediate Macroeconomics Suggestion 2025,ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি চূড়ান্ত সাজেশন 2025

Google Adsense Ads

Leave a Comment