ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন

অনার্স ৩য় বর্ষের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ (History of Europe (1453-1815)) সুপার সাজেশন
Department of : History & Other Department
Subject Code: 231513
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫, অনার্স ৩য় বর্ষের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

ক বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১. কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়

২. ইউরোপে আধুনিক যুগের সূচনা হয় কবে?
উত্তর: আধুনিক যুগের সূচনা হয় 1453 খ্রিস্টাব্দ থেকে।

৩. রেনেসাঁ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: রেনেসাঁ শব্দের উৎপত্তি ফরাসি শব্দ থেকে।

৪. রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক কাকে বলা হয়?
উত্তর: মানবতাবাদের জনক পেত্রার্ককে বলা হয়।

৫. সনেটের জনক কে?
উত্তর: সনেটের জনক পেত্রার্ক।

৬. মেকিয়াভেলি কে ছিলেন?
উত্তর: মেকিয়াভেলি ছিলেন একজন ঐতিহাসিক ও রাজনীতিজ্ঞ ।

৭. জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের জনক কে ছিলেন?
উত্তর: জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের জনক ছিলেন মার্টিন লুথার।

৮. মার্টিন লুথার কে ছিলেন?
উত্তর: মার্টিন লুথার জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন।

৯. ইনডালজেন্স কী?
উত্তর: ইনডালজেন্স হল পাপমুক্তির ছাড়পত্র।

১০. ওয়ার্মসের সভা আহ্বান করেন কে?
উত্তর: ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস।

১১. কে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ইগ্নেশিয়াস লায়লা জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন।

১২. ইনকুইজিশন কী?
উত্তর: ইনকুইজিশন হল 1483 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিচারের জন্য সম্রাট দ্বিতীয় ফিলিপ কর্তৃক প্রতিষ্ঠিত বিচারালয়।

১৩. কে আমেরিকা আবিষ্কার করেন?
উত্তর: কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।

১৩. ভাস্কো দ্যা গামা কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর: ভাস্কো দ্যা গামা পর্তুগিজ নাবিক ছিলেন।

১৪. ফ্রান্সের বুরবোঁ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফ্রান্সের বুরবোঁ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চতুর্থ হেনরি।

১৫. কার্ডিনাল রিশল্যু কে ছিলেন?
উত্তর: কার্ডিনাল রিশল্যু ছিলেন 17 শতকের ইউরোপের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, কূটনৈতিক এবং ত্রয়োদশ লুইয়ের প্রধানমন্ত্রী।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

১৬. ওয়েস্টফেলিয়া চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: ওয়েস্টফেলিয়া চুক্তি 1648 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

১৭. কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সর্ব কনিষ্ঠ সন্তান বলা হয়?
উত্তর: রাশিয়াকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়।

১৮. মহান পিটারের বৈদেশিক নীতি কী নামে পরিচিত?
উত্তর: মহান পিটারের বৈদেশিক ‘উষ্ণ জল নীতি’ ও পশ্চিমের জানালা উন্মুক্ত করা নীতি নামে পরিচিত।

১৯. চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী ছিলেন কোলবেয়াট কুলবার্ট।

২০. দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন?
উত্তর: দ্বিতীয় জোসেফ অস্ট্রিয়ার রাজা ছিলেন।

২১. টেইলি কী?
উত্তর: টেইলি মোট আয়ের উপর ধার্যকৃত কর।

২২. ফরাসি বিপ্লবের বিখ্যাত দুজন দার্শনিকের নাম লেখ।
উত্তর: ফরাসি বিপ্লবের বিখ্যাত দুজন দার্শনিকের নাম হলেন ভলতেয়ার ও জ্যাঁ জ্যাক রুশো।

২৩. গিলোটিন কী?
উত্তর: নামে এক ব্যক্তি পাইকারি হারে মানুষের শিরচ্ছেদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন, যা তাঁর নামানুসারে গিলোটিন নামে পরিচিত।

২৪. Letter de chachet কী?
উত্তর: Letter de chachet হল রাজা কর্তৃক এমন একটি আদেশ নামা যার দ্বারা কোন ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা যায়

২৫. Edict of Nantes জারি করেন কে
উত্তর: Edict of Nantes জারি করেন চতুর্থ হেনরি

২৬.“I am the state.’’- কার উক্তি?
উত্তর: উক্তিটি চতুর্দশ লুইয়ের

২৭. `The Divine Comedy’ গ্রন্থের লেখক কে?
উত্তর:`The Divine Comedy’ গ্রন্থটির রচয়িতা দান্তে আলিগিয়েরি

২৮. `The Price’ গ্রন্থের লেখক কে?
উত্তর:`The Price’ গ্রন্থের লেখক ম্যাকিয়াভেলি

২৯. `The Last Judgment’এর শিল্পী কে?
উত্তর:`The Last Judgment’এর শিল্পী মাইকেল এঞ্জেলো

৩১. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন।
উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

PDF Download ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

খ. বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. পবিত্র রোমান সাম্রাজ্য কী?
২. আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল?
৪. প্রটেস্ট্যান্ট ধর্মের মূলনীতি লেখ।

৫. প্রতিসংস্কার আন্দোলন কী?
৬. স্পেনের উত্তরাধিকার যুদ্ধ এর কারণ গুলো কী কী?
৭. “রিশল্যু স্বদেশ এসেছিলেন একজন ক্যাথলিক এবং বিদেশে প্রোটেস্ট্যান্ট।’- ’তুমি কি একথা স্বীকার কর।
৮. ওয়েস্টফালিয়ার সন্ধির গুরুত্ব লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. জ্ঞান্দীপ স্বৈরাচার বলতে কী বুঝ?
১০. সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ আলোচনা কর।
১১. মার্কেন্টাইলবাদ বলতে কী বুঝ?
১২. শিল্প বিপ্লব কী?

১৩. টেনিস কোর্টের শপথ কী?
১৪. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কী ছিল?
১৫. সন্ত্রাসের রাজত্ব ক?
১৬. মহাদেশীয় ব্যবস্থা কী?
১৭. নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ কী ছিল?

2024 ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ. বিভাগ রচনামূলক প্রশ্নবলি

১. মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
২. ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন কর।
৩. ভৌগোলিক আবিষ্কারের কারণসমূহ আলোচনা কর।
৪. ডাচ স্বাধীনতা আন্দোলনের বর্ণনা দাও।

৫. ফরাসি রাজতন্ত্র সুদৃঢ়ীকরণে রিশল্যুর অবদান আলোচনা কর।
৬. ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৭. প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
৮. ওয়েস্টফেলিয়া সন্ধি শর্তসমূহ আলোচনা কর।

৯. আধুনিক রাশিয়ার স্থপতি হিসেবে মহামতি পিটারের মূল্যায়ন কর।
১০. চতুর্দশ লুইয়ের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
১১. জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসেবে দ্বিতীয় যোসেফের কৃতিত্ব মূল্যায়ন কর।
১২. অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন

১৩. ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৪. পোল্যান্ড ব্যবচ্ছেদের কারণগুলো বর্ণনা কর।
১৫. ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।
১৬. সন্ত্রাসের রাজত্ব কাল বলতে কী বুঝ?

১৭. সন্ত্রাসের বা ত্রাসের রাজত্বের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৮. সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা আলোচনা কর।

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ স্পেশাল সাজেশন 2024,Honors History of Europe (1453-1815) Suggestion 2024

PDF Download ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ সাজেশন, ইউরোপের ইতিহাস ১৪৫৩-১৮১৫ অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Leave a Comment