আর্থিক হিসাববিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন

আর্থিক হিসাববিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন,

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Financial Accounting] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Marketing
Subject Code: 212305
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

আর্থিক হিসাববিজ্ঞান pdf

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও।
অথবা, হিসাববিজ্ঞান কী?
উত্তর : হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যা কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তথ্য ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।

২. আর্থিক হিসাববিজ্ঞান কী?
উত্তর : আর্থিক হিসাববিজ্ঞান হলো হিসাববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য হিসাব বহি ব্যবহারকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলি সরবরাহ করা হয়।

৩. GAAP কী?
উত্তর : GAAP (Generally Accepted Accounting Principles) হচ্ছে সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান নীতিমালা।

৪. নৈতিকতা বলতে কী বুঝ?
উত্তর : নৈতিকতা হলো নীতির একটি মান যা দ্বারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক, সৎ বা অসৎ, সত্য না অসত্য তা নির্ধারণ করা হয়।

৫. হিসাববিজ্ঞানের নৈতিকতা কী?
উত্তর : যে মানের দ্বারা হিসাববিজ্ঞানের কার্যকলাপের কোনটি ঠিক এবং কোনটি বেঠিক তা বিচার করা হয় তাকে হিসাববিজ্ঞানের নৈতিকতা বলে।

৬. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?
উত্তর : হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীগণ হচ্ছে— ১. ভবিষ্যৎ বিনিয়োগকারী, ২. ঋণদানকারী কর্তৃপক্ষ, ৩. পাওনাদার, ৪. ভোক্তা, ৫. সরকার, ৬. গবেষক, ৭. বণিক সমিতি, ৮, বাহ্যিক নিরীক্ষক, ৯. জনগণ, ১০. আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, ১১. শ্রমিকসংঘ ১২. অর্থনৈতিক পরিকল্পনাকারী এবং ১৩. আর্থিক পরামর্শক।

৭. IASC পূর্ণাঙ্গ রূপ দেখাও।
উত্তর : International Accounting Standards Committee.

৮. IFRS এর পূর্ণরূপ কী?
উত্তর : International Financial Reporting Standard.

৯. ICAB এর পূর্ণরূপ কী?
অথবা, ICAB পূর্ণাঙ্গ রূপ দেখাও।
উত্তর : ICAB = The Institute of Chartered Accountants of Bangladesh.

১০. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান কাকে বলে?
উত্তর : হিসাববিজ্ঞানের যে শাখায় ব্যবস্থাপনাসংক্রান্ত সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে।

১১. ধারণাগত কাঠামো কাকে বলে?
উত্তর : যে ব্যবস্থা পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্য এবং মৌলিক বিষয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ ধারাবাহিক মানের ও আর্থিক বিবরণীর প্রতিনিধিত্ব করে তাকে ধারণাগত কাঠামো বলে।

১২. হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কী?
উত্তর : হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো হচ্ছে— ১. প্রাসঙ্গিকতা, ২. নির্ভরযোগ্যতা, ৩. তুলনাযোগ্যতা ও ৪. সামঞ্জস্যতা।

১৩. সামঞ্জস্যতার নীতি কী?
উত্তর : সামঞ্জস্যতার নীতি হলো আয় অর্জনের জন্য কোনাে হিসাবমানের ব্যয়সমূহ আয়ের সাথে মিলকরণের নীতি।

১৪. পূর্ণ প্রকাশ নীতি কাকে বলে?
উত্তর : ব্যবসায়ের হিসাব বহিতে কোনোভাবে গোপন না রেখে সর্বপ্রকার ব্যয় পূর্ণ প্রকাশকরণকে পূর্ণ প্রকাশ নীতি বলে।

১৫. আর্থিক বিবরণী বলতে কী বুঝ?
উত্তর : একটি নির্দিষ্ট হিসাবকালে বা আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানাস্বত্বের হ্রাস-বৃদ্ধি ও নগদ তহবিল সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।

১৬. হিসাব সমীকরণটিকে বর্ধিত করে লেখ।
উত্তর : Assets = Liabilities + Capital + Income – Expense – Drawing. বা, A = L + C + I – E – D

১৭. নগদ প্রবাহসমূহ কী কী?
উত্তর : নগদ প্রবাহসমূহ হলো নগদে ক্রয়, নগদে বিক্রয়, আয়কর প্রদান, খরিদ্দারের নিকট হতে নগদ প্রাপ্তি, সুদ বাবদ নগদ প্রদান ইত্যাদি।

১৮. আর্থিক নগদ প্রবাহ কী?
উত্তর : মূলধন তহবিলে অর্থের প্রবাহকে আর্থিক নগদ প্রবাহ বলে। সাধারণত ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, লভ্যাংশ প্রদান ইত্যাদি বিষয় জড়িত।

১৯. মুক্ত নগদ প্রবাহ কী?
উত্তর : পরিচালনা কার্যক্রম দ্বারা নগদ প্রবাহের সাথে মূলধনি ব্যয় এবং লভ্যাংশ প্রদান সমন্বয় করাকে ঋৎবব পধংয ভষড়ি বা মুক্ত নগদ প্রবাহ বলে।

২০. নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ের নগদ অর্থের প্রাপ্তি, নগদ প্রদান এবং পরিবর্তন যে বিবরণীতে প্রকাশ পায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।

২১. হিসাব কাকে বলে?
উত্তর : লেনদেনগুলোকে হিসাববিজ্ঞানের নিয়মানুযায়ী উপযুক্ত শিরনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে।

২২. দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে?
উত্তর : কোনো লেনদেনকে দুটি পক্ষে বিশ্লেষণ করে আধুনিক, গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট দুটি দিকে লিপিবদ্ধ করা হলে তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে।

২৩. ডেবিট নোট কাকে বলে?
উত্তর : ক্রয় ফেরত ও ভুল সংশোধন এরূপ বিশেষ অবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে ডেবিট করার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে পূর্ণ বিবরণী ইস্যু করে তাকে ডেবিট নোট বলে।

২৪. ক্রেডিট নোট বলতে কী বুঝ?
উত্তর : কোনো সংগত কারণে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে অথবা পণ্যের মূল্য ভুলবশত অধিক ধার্য করা হলে হিসাব সংশোধনের জন্য বিক্রেতা ক্রেতার হিসাব ক্রেডিট করে যে পত্র দেওয়া হয় তাকে ক্রেডিট নোট বলে।

২৫. ভ্যাট চলতি হিসাব কাকে বলে?
উত্তর : মোট উৎপাদিত পণ্যের মূল্যের ওপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে মোট বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে করের বিয়োগফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব বলে।

২৬. কারবারি বাট্টা কাকে বলে?
উত্তর : ব্যবসায়ীদের সাথে স্বাভাবিক ও সুসম্পর্ক বজায় রাখা এবং সর্বোপরি বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে থাকে তাকে কারবারি বাট্টা বলে।

২৭. হিসাবের চার্ট বলতে কী বুঝ?
উত্তর : লেনদেনের সমশ্রেণিভুক্ত পক্ষসমূহকে যথাযথ শিরোনামের অধীনে নির্দিষ্ট ছকে বিবরণী আকারে প্রকাশ করাকে হিসাবের চার্ট বা হিসাব তালিকা বলে।

২৮. ‘ডেবিট’ থেকে ‘ডেটর’ কীভাবে আলাদা?
উত্তর : ডেবিট (Debit) ও ডেটর (Debtor) শব্দ দুটি আলাদা। কারণ ডেবিট (Debit) হচ্ছে গ্রহীতা অর্থাৎ যে সুবিধা গ্রহণ করে এবং ডেটর (Debtor) হচ্ছে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব যা বাকিতে পণ্যসামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়।

২৯. সাধারণ জাবেদা কাকে বলে?
উত্তর : তারিখের ক্রমানুসারে হিসাবের যে বহিতে ব্যবসায়িক দৈনন্দিন লেনদেনসমূহ ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলে।

৩০. বিশেষ জাবেদা বলতে কী বুঝ?
উত্তর : যেসব লেনদেন কারবারে বার বার সংঘটিত হয় এবং একাধিকবার একই রকম জাবেদা দিতে হয় সেক্ষেত্রে লিপিবদ্ধকরণ ঝামেলা এড়ানোর জন্য যে জাবেদা দাখিলা পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।

৩১. কোন ধরনের বিক্রয় বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না?
উত্তর : নগদ বিক্রয়কে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না।

৩২. অনিশ্চিত হিসাব কী?
উত্তর : রেওয়ামিলে গরমিল দেখা দিলে যে হিসাব খুলে সাময়িকভাবে রেওয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে।

৩৩. নীতিগত ভুল কী?
উত্তর : হিসাব সহকারী বা হিসাবরক্ষকগণ হিসাবশাস্ত্রের পরিপূর্ণ জ্ঞানের অভাবে হিসাববিজ্ঞানের সর্বজনস্বীকৃত নীতি হতে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাই নীতিগত ভুল।

৩৪. বিপরীত দাখিলা কী?
উত্তর : সমন্বয় দাখিলার ঠিক বিপরীত অর্থাৎ পরবর্তী হিসাবকালের শুরুতে বকেয়া ও অগ্রিম সংক্রান্ত আয় এবং ব্যয়সমূহের জন্য যে এন্ট্রি দিয়ে থাকে তাকে বিপরীত দাখিলা বলে।

৩৫. সমন্বিত রেওয়ামিল বলতে তুমি কী বুঝ?
উত্তর : সমন্বয় জাবেদাসমূহ লিপিবদ্ধ করার পর সব সমন্বিত হিসাবের জেরসমূহ নিয়ে যে বিবরণ তৈরি করা হয় তাকে সমন্বিত রেওয়ামিল বলে।

৩৬. বকেয়াভিত্তিক হিসাব ব্যবস্থা কী?
উত্তর : বকেয়াভিত্তিক হিসাব ব্যবস্থা হলো ব্যবসায় সংগঠনের কোনো লেনদেনসংক্রান্ত ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক বিবরণীতে সংযুক্ত করার জন্য লিপিবদ্ধ করা হয় এমন একটি হিসাব ব্যবস্থা।

৩৭. অবচয় কাকে বলে?
উত্তর : অবচয় হলো দীর্ঘস্থায়ী সম্পদের ব্যবহত মূল্যের খরচ যা কোনো সম্পদের নির্দিষ্ট হিসাবকাল শেষে নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ করার একটি প্রক্রিয়া মাত্র।

৩৮. হিসাবকাল কাকে বলে?
উত্তর : যে সময়ের ব্যবধানে কোনো প্রতিষ্ঠান আর্থিক বিবরণীসমূহ তৈরি ও উপস্থাপন করে তার প্রতিটি একককে একেকটি হিসাবকাল বলে।

৩৯. অস্থায়ী হিসাব কী?
উত্তর : যে হিসাবগুলাের মেয়াদকাল একটি হিসাবকালের ভিতরেই সমাপ্তি ঘটানো হয় তাদেরকে অস্থায়ী হিসাব বলে।

৪০. কখন সমন্বয় দাখিলা দেওয়া হয়?
উত্তর : হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দেওয়া হয়।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. “হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা”– আলোচনা কর।
২. আর্থিক হিসাববিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা কর।
৩. হিসাব তথ্য ব্যবহারকারীর ধরন অনুযায়ী তথ্যের শ্রেণিবিভাগ দেখাও।
৪. সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার অসুবিধা বা সীমাবদ্ধতা বর্ণনা কর।
৫. হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কী বুঝ?

৬. হিসাব সমীকরণের উপাদানসমূহ আলোচনা কর।
৭. নগদ প্রবাহ বিবরণী কী?
৮. ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ ও পরিচালন নগদ প্রবাহের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৯. হিসাব চক্রের সংজ্ঞা দাও।
১০. অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব কী?

১১. কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না?
১২. সমন্বয় দাখিলা ও বিপরীত দাখিলার মধ্যে পার্থক্য দেখাও।
১৩. মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয়ব্যয়ের তুলনামূলক পার্থক্য দেখাও।
১৪. আর্থিক বিবরণীর সংজ্ঞা দাও।
১৫. উদ্বৃত্তপত্র ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও।

১৬. অবিরত বা নিত্য মজুত পদ্ধতি কী?
১৭. কালান্তিক মজুত পদ্ধতি কী?
১৮. হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ কর।
অথবা, হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থার উপাদানগুলো কী কী?

১৯. “হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা।”- ব্যাখ্যা কর।
অথবা, হিসাববিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
২০. বিশেষ জাবেদা ও সাধারণ বা প্রকৃত জাবেদার পার্থক্য দেখাও।
২১. হিসাব পদ্ধতি কাকে বলে?
২২. FOB শিপিং পয়েন্ট ও FOB ডেসটিনেশন এর পার্থক্য লেখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আধুনিক ব্যবসায়ে হিসাববিজ্ঞানের ভূমিকা বর্ণনা কর ।
২. মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর।
৩. নৈতিকতা কী? নৈতিকতা ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কী?
৪. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা কর।
৫. আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ারসমূহ আলোচনা কর।

৬. নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব বর্ণনা কর।
অথবা, নগদ প্রবাহ বিবরণীর উপকারিতা বর্ণনা কর।
৭. হিসাব চক্রের ধাপসমূহ আলোচনা কর।
৮. ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মগুলো দেখাও।
৯. নগদ ও বকেয়া ভিত্তিতে হিসাবরক্ষণের পার্থক্য দেখাও।
১০. সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বর্ণনা কর।
অথবা, কেন সমন্বয় দাখিলা দেওয়া হয়?

১১. সমন্বয় ও সমাপনী দাখিলার পার্থক্যগুলো আলোচনা কর।
১২. কার্যপত্র ও উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর।
অথবা, কার্যপত্র ও উদ্বৃত্তপত্রের মাঝের অমিলগুলো লেখ।
১৩. আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা কর।
১৪. অবিরত মজুত পদ্ধতি ও কালান্তিক মজুত পদ্ধতির পাথক্য কী?

১৫. যান্ত্রিক হিসাব পদ্ধতি ও ম্যানুয়াল হিসাব পদ্ধতির পার্থক্য দেখাও।
১৬. হিসাব পদ্ধতির গঠন প্রক্রিয়া আলোচনা কর।
১৭. মজুত মূল্যায়ন পদ্ধতি আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর আর্থিক হিসাববিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন

Honors 1st year Common Suggestion 2024

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

1%20%281%29 04
1%20%281%29 05
1%20%281%29 06
1%20%281%29 07
1%20%281%29 08
1%20%281%29 09
1%20%281%29 10
1%20%281%29 11
1%20%281%29 12
1%20%281%29 13
1%20%281%29 14
1%20%281%29 15

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর আর্থিক হিসাববিজ্ঞান অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন অনার্স ১ম বর্ষের, অনার্স ১ম বর্ষ আর্থিক হিসাববিজ্ঞান সাজেশন

Honors 1st year Common Suggestion 2024

Leave a Comment