আযানের ধ্বনি

আযানের ধ্বনি

মোঃ ফিরোজ খান

ভোর সকালে ভেসে আসে সুদূর থেকে ধ্বনি
মোয়াজ্জেমের আযানের ধ্বনি খুবই মধুর লাগে,
ঘুম থেকে জেগে উঠবো আমরা মুসলিম মমিন
ওযু করে ছুটে চলবো মসজিদের দরবারে।

আল্লাহর পথে আহবান জানিয়ে বলবো সবাই
আদায় করবো সকলে মিলে ফজরের নামাজ,
সুখে শান্তিতে সবাই থেকে গড়বো সুখের সমাজ
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে করবেনা অবহেলা।

অভাব থাকবেনা জীবনের মাঝে বুঝবো সবাই
দিনের পথে ভালো কাজে বিলিয়ে দিবো সবাই
ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবনা নামাজের সময়
নামাজ আদায় করে শুরু হবে দিনের কাজ।

সুখে দুঃখে জীবন যাপন করবো আমরা সবাই
ভালো মন্দের বিচার করবেন আল্লাহ আমাদের,
টাকা পয়সা ক্ষণস্থায়ী সম্পদ থাকবেনা চিরকাল
আল্লাহর হুকুম মেনে চললে জীবন হবে সুখের।

সবার আগে আযানের ধ্বনি আসবে যখন কানে
সব কাজ ছেড়ে ছুটে যাবো আল্লাহর সুখের ঘরে,
থাকবেনা জীবনে অভাব অনটন এটা সত্য কথা
আল্লাহ তায়ালার রহমতে থাকবো সুখে সবাই।

শিক্ষা

Leave a Comment