আমাদের জীবন তো রাসুল (সা.)এর পছন্দ অপছন্দের ভিত্তিতে হওয়া দরকার

আমাদের জীবন তো রাসুল (সা.)এর পছন্দ অপছন্দের ভিত্তিতে হওয়া দরকার।

তাই আসুন জেনে নিই রাসুল(সা.)এর কিছু অপছন্দের কাজ-

১.প্রস্রাবরত অবস্থায় সালাম দেয়া অপছন্দ করতেন।( ইবনে মাজাহ-৩৫৮)

২.বিবাহিত নারীর ঘরে রাত্রিযাপন করা এবং একাকি গমন করা অপছন্দ করতেন(স্বামী বা মুহরিম বাদে)।(মুসলিম-২১৭১,২১৭৩)

৩.কোথাও মহামারি হলে সেখান থেকে বের হওয়া কিংবা বাইরে থাকলে সেখানে প্রবেশ করা অপছন্দ করতেন।(বুখারী-৫৭২৮,মুসলিম-২২১৮)

৪.খুতবা কালীন কারো সাথে আলাপচারিতা অপছন্দ করতেন। (বুখারী-৯৩৪,মুসলিম-৮৫১)

৫.কেউ সালাম দেওয়া ব্যতিত কারো ঘরে প্রবেশের অনুমতি চাইলে তাকে সালাম ছাড়াই ঘরে প্রবেশের অনুমতি দেওয়া অপছন্দ করতেন। (সহিহুল জামি-৭১৯০)
৬.অধিক হাসা অপছন্দ করতেন। (তিরমিযী-২৩০৫,ইবনে মাজাহ-৪২৬৮)

৭.এশার সালাতের আগে ঘুম ও এশার সালাতের পর গল্পগুজব অপছন্দ করা করতেন।(সহিহুল জামি-৬৯১৫)

৮.কারো বায়ু বের হওয়ার আওয়াজে হাসি দেওয়া অপছন্দ করতেন। (সহিহুল জামি-৬৮৯৬)

৯.খাওয়ার শেষে আঙ্গুলগুলো না চেটে হাত ধৌত করা অপছন্দ করতেন। (মুসলিম-২০৩৩)

১০.ব্যবহৃত কোন পশুর গলায় ঘন্টা লাগানো অপছন্দ করতেন। (আবু দাউদ-২৫৫৬,২৫৫৪,নাসায়ী-৫২২১)

(উৎস- রাসুল (সা.) এর ২৪ ঘন্টা বই)

Leave a Comment