আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে, আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল, ইতিহাস বিখ্যাত জাবের যুদ্ধ কখন সংঘটিত হয়, “আস-সাফফাহ” শব্দের অর্থ কী

আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে, আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল, ইতিহাস বিখ্যাত জাবের যুদ্ধ কখন সংঘটিত হয়, “আস-সাফফাহ” শব্দের অর্থ কী

আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আবুল আব্বাস আল-সাফফাহ।

আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : ৭৫০ খ্রিস্টাব্দে।

ইতিহাস বিখ্যাত জাবের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ইতিহাস বিখ্যাত জাবের যুদ্ধ সংঘটিত হয় ৭৫০ খ্রিস্টাব্দে।

“আস-সাফফাহ” শব্দের অর্থ কী?
উত্তর : ‘আস-সাফ্ফাহ” শব্দের অর্থ রক্তপিপাসু ।

“বাগদাদ” শব্দের অর্থ কী?
উত্তর : “বাগদাদ” শব্দের অর্থ ন্যায় বিচারের উদ্যান।

আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায়?
উত্তর : কুফায়।

আরবীয় ‘জোয়ান অব আর্ক’ কে ছিলেন?
উত্তর : আরবীয় জোয়ান অব আর্ক ছিলেন ওয়ালিদ-বিন- তারিকের বোন লায়লা ।

বাগদাদ নারী কে প্রতিষ্ঠা করেন? অথবা, বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অথবা, কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?
উত্তর : আব্বাসীয় খলিফা আবু জাফর আল- মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন ।

আল-মনসুর শব্দের অর্থ কী? উত্তর : বিজয়ী।

আন-নাস-উস-জাকিয়া কার উপাধি?
উত্তর : ৮০৯ – ৮১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।

কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?
উত্তর : খলিফা আল-মনসুর ।

আরো ও সাজেশন:-

বায়তুল হিকমা কী?
উত্তর : বায়তুল হিকমা আব্বাসীয় খলিফা আল-মামুন কর্তৃক নির্মিত জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান

বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : বায়তুল হিকমা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন।

কার শাসনামলকে অগাস্টানের যুগ বলা হয়?
উত্তর : খলিফা আল-মামুনের শাসনামলকে অগাস্টানের যুগ বলা হয় ৷

কোন আব্বাসীয় খলিফাকে আরবদের নিরো বলা হয়েছে?
উত্তর : নিষ্ঠুরতার জন্য খলিফা মুতাওয়াক্কিলকে . আরবদের নিরো বলা হয়েছে।

নাহরে জুবাইদা কী?
উত্তর : নাহরে জুবাইদা আব্বাসীয় শাসনামলের একটি বিখ্যাত খাল ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

নাহরে জুবাইদা খালটি খনন করেন কে?
উত্তর : নাহরে জুবাইদা খালটি খনন করেন খলিফা হারুন-অর-রশিদের মহিয়ষী স্ত্রী জুবাইদা।

আব্বাসীয় খলিফাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন?
উত্তর : খলিফা হারুন-অর-রশিদ।

“আরব্য রজনী” কে সংকলন করেন?
উত্তর : খলিফা হারুন-অর-রশিদ “আরব্য রজনী” সংকলন করেন।

“দিওয়ান আল খাতাম” কী?
উত্তর : “দিওয়ান আল খাতাম” রেজিস্ট্রেশন বিভাগ ৷
দিওয়ান আল-খারাজ বলা হতো কোন বিভাগকে ?

উত্তর : দিওয়ান আল-খারাজ বলা হতো রাজস্ব বিভাগকে ।

বাগদাদ নগরী ধ্বংস করেন কে?
উত্তর : হালাকু খান ।

কত সালে বাগদাদের পতন হয়? উত্তর : ১২৫৮ সালে।

সর্বশেষ আব্বাসীয় খলিফা কে ছিলেন?
উত্তর : সর্বশেষ আব্বাসীয় খলিফা ছিলেন মুসতাসিম

Leave a Comment