Advertisement
আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্য সমূহ আলোচনা কর,বৈচিত্র্যকরণ কিভাবে ঝুঁকি হ্রাস করে?
আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্য সমূহ আলোচনা কর ।অথবা, বৈচিত্র্যকরণের লক্ষ্য কী?অথবা, আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর ।
উত্তর : বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আয় বৃদ্ধি, ব্যয় হ্রাস অথবা উভয় উদ্দেশ্যেই বিনিয়োগের আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ করে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ হতে আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্য আলোচনা করা হলো :-
(ক) আয়সংক্রান্ত উদ্দেশ্যসমূহ :
১. চাহিদার নতুন উৎসের আকর্ষণ বৃদ্ধি করা;
২. লাভজনক বাজার বা স্থানীয় বাজারে প্রবেশের সুবিধা ;
৩. একচেটিয়া বাজারের সুযোগ কাজে লাগে না;
৪. আত্মরক্ষামূলক কৌশল হিসেবে বিনিয়োগের আন্ত র্জাতিক বৈচিত্র্যকরণ ব্যবহার করে ও
৫. আন্তর্জাতিকভাবে বহুমুখীকরণের মাধ্যমে লাভজনকতা বুদ্ধি ।
(খ) ব্যয়সংক্রান্ত উদ্দেশ্যসমূহ :
১. অর্থনৈতিক মানদণ্ড হতে সুবিধা অর্জন করে;
২. বিদেশি উৎপাদনের উপকরণের ব্যবহার;
৩. বৈদেশিক উপকরণের কাঁচামাল সমৃদ্ধ দেশের উৎপাদন প্রক্রিয়া স্থানান্তর ;
৪. উন্নত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশে আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ ও
৫. বিনিময় হারের হ্রাসবৃদ্ধির সাথে সামঞ্জস্যবিধান ।
বৈচিত্র্যকরণ কিভাবে ঝুঁকি হ্রাস করে? অথবা, বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা যায়? উদাহরনের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর : পোর্টফোলিওতে সিকিউরিটি অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়াই হচ্ছে বৈচিত্রকরণ (Diversification)। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পোর্টফোলিও আয়ের ব্যঘাত না ঘটিয়ে মোট ঝুকি হ্রাসকরণ ।
পূবে উপস্থাপিত উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে, বৈচিত্রকরণ ঝুকি হ্রাসে সহায়তা করে। যেহেতু পোর্টফোলিও পরিমিত ব্যবধান ১৭.০৯% তাহলে অবশ্যই সিকিউরিটি P ও Q এর পরিমিত ব্যবধান ৫০% ও ৩০% -এর চেয়ে কম।
Advertisement
বৈচিত্রকরণের ক্ষমতা ও কৌশল বোঝার জন্য পোর্টফোলিও ঝুঁকির উরপ ভেদাঙ্ক ও সহ-সম্বন্ধের প্রভাব বিবেচনা করা প্রয়োজন । এজন্য আমরা তিনটি ঘটনা পরীক্ষা করব।
(ক) সিকিউরিটির পরম ধনাত্মক সহ-সম্বন্ধ এবং পোর্টফোলিও ঝুঁকি ।
(খ) সিকিউরিটির পরম ঋণাত্মক সহ-সমৃদ্ধ এবং পোর্টফোলিও ঝুঁকি ।
(গ) সিকিউরিটির মধ্যকার শুন্য-সহ সম্বদ্ধ এবং পোর্টফোলিও ঝুঁকি ।
Advertisement 2
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।
Advertisement 5
আর্টিকেলের শেষ কথাঃ বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা যায়? উদাহরনের সাহায্যে ব্যাখ্যা কর।, বৈচিত্র্যকরণের লক্ষ্য কী?, আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর
Advertisement 2
Advertisement 3