আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্য সমূহ আলোচনা কর,বৈচিত্র্যকরণ কিভাবে ঝুঁকি হ্রাস করে?

আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্য সমূহ আলোচনা কর,বৈচিত্র্যকরণ কিভাবে ঝুঁকি হ্রাস করে?

উত্তর : বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আয় বৃদ্ধি, ব্যয় হ্রাস অথবা উভয় উদ্দেশ্যেই বিনিয়োগের আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ করে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ হতে আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্য আলোচনা করা হলো :-

(ক) আয়সংক্রান্ত উদ্দেশ্যসমূহ :

১. চাহিদার নতুন উৎসের আকর্ষণ বৃদ্ধি করা;
২. লাভজনক বাজার বা স্থানীয় বাজারে প্রবেশের সুবিধা ;
৩. একচেটিয়া বাজারের সুযোগ কাজে লাগে না;
৪. আত্মরক্ষামূলক কৌশল হিসেবে বিনিয়োগের আন্ত র্জাতিক বৈচিত্র্যকরণ ব্যবহার করে ও
৫. আন্তর্জাতিকভাবে বহুমুখীকরণের মাধ্যমে লাভজনকতা বুদ্ধি ।

(খ) ব্যয়সংক্রান্ত উদ্দেশ্যসমূহ :

১. অর্থনৈতিক মানদণ্ড হতে সুবিধা অর্জন করে;
২. বিদেশি উৎপাদনের উপকরণের ব্যবহার;
৩. বৈদেশিক উপকরণের কাঁচামাল সমৃদ্ধ দেশের উৎপাদন প্রক্রিয়া স্থানান্তর ;
৪. উন্নত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশে আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ ও
৫. বিনিময় হারের হ্রাসবৃদ্ধির সাথে সামঞ্জস্যবিধান ।

উত্তর : পোর্টফোলিওতে সিকিউরিটি অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়াই হচ্ছে বৈচিত্রকরণ (Diversification)। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পোর্টফোলিও আয়ের ব্যঘাত না ঘটিয়ে মোট ঝুকি হ্রাসকরণ ।

পূবে উপস্থাপিত উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে, বৈচিত্রকরণ ঝুকি হ্রাসে সহায়তা করে। যেহেতু পোর্টফোলিও পরিমিত ব্যবধান ১৭.০৯% তাহলে অবশ্যই সিকিউরিটি P ও Q এর পরিমিত ব্যবধান ৫০% ও ৩০% -এর চেয়ে কম।

বৈচিত্রকরণের ক্ষমতা ও কৌশল বোঝার জন্য পোর্টফোলিও ঝুঁকির উরপ ভেদাঙ্ক ও সহ-সম্বন্ধের প্রভাব বিবেচনা করা প্রয়োজন । এজন্য আমরা তিনটি ঘটনা পরীক্ষা করব।

(ক) সিকিউরিটির পরম ধনাত্মক সহ-সম্বন্ধ এবং পোর্টফোলিও ঝুঁকি ।
(খ) সিকিউরিটির পরম ঋণাত্মক সহ-সমৃদ্ধ এবং পোর্টফোলিও ঝুঁকি ।
(গ) সিকিউরিটির মধ্যকার শুন্য-সহ সম্বদ্ধ এবং পোর্টফোলিও ঝুঁকি ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ বৈচিত্র্যকরণের মাধ্যমে কিভাবে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা যায়? উদাহরনের সাহায্যে ব্যাখ্যা কর।, বৈচিত্র্যকরণের লক্ষ্য কী?, আন্তর্জাতিক বৈচিত্র্যকরণের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর

Leave a Comment