আধুনিক যুগ কি?,ইউরোপে মধ্যযুগের সময়কাল কোনটি?

আধুনিক যুগ কি?,ইউরোপে মধ্যযুগের সময়কাল কোনটি?

আধুনিক যুগ কি?
উত্তর : মধ্যযুগে সামন্ত প্রথার অবসান ঘটার পর মানুষ যখন শিল্প বাণিজ্য পুঁজিবাদী অর্থব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র আধুনিক চিন্তচেতনা, শিক্ষা-সংস্কৃতির বিকাশ, উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে থাকে ইতিহাসে সে যুগকেই আধুনিক যুগ বলে ।

আধুনিক শব্দের অর্থ কি?
উত্তর : সাম্প্রতিক বা নব্য ৷

ইউরোপে মধ্যযুগের সময়কাল কোনটি?
উত্তর : ৪৭৬ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত

ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে?
উত্তর : ১৪৫৩ সাল থেকে ।

আরো ও সাজেশন:-

পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর : কনস্টান্টিনোপল।

কত সালে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর : ১৪৫৩ সালে ।

রোমান সাম্রাজ্যের পতনের সময় রোমান সম্রাট কে ছিলেন?
উত্তর : রোমিউলাস অগাস্টুলাস ।

মধ্যযুগের অবসান হয় কখন?
উত্তর : ১৪৫৩ সালে ।

‘Praise of Fally’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ইরেসমাস ।

কত সালে কনস্টান্টিনোপলের পতন হয়?
উত্তর : কনস্টান্টিনোপলের পতন হয় ১৪৫৩ সালে।

রেনেসাঁ কি?
উত্তর : সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা ও ভাস্কর্য, বিভিন্ন মানসিক কার্যকলাপ ও জীবনবোধের নবরূপায়ণের মাধ্যমে ইউরোপে যে পরিবর্তন সূচিত হয় এবং নতুন যে ভাবধারা ও দৃষ্টিভঙ্গি ইউরোপীয় চিন্তায়ও কর্মে মূর্ত হয়ে উঠে তাকে রেনেসাঁ বলা হয় ।

রেনেসাঁ শব্দের অর্থ কি?
উত্তর : নবজাগরণ বা পুনর্জাগরণ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কোথায় প্রথম রেনেসাঁ শুরু হয়?
উত্তর : ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়।

“রেনেসাঁস” শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : “রেনেসাঁস” শব্দের উৎপত্তি ফরাসি শব্দ (Renai ssance) থেকে।

রেনেসাঁর জনক কে? অথবা, রেনেসাঁর অগ্রদূত বলা হয় কাকে?
উত্তর : পেত্রার্ক রেনেসাঁ বলা হয়।

কাকে রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক বলা হয়? অথবা, রেনেসাঁ যুগের মানবতাবাদের জনককাকে বলা হয়?
উত্তর : পেত্রার্ককে রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক বলা হয় ।

সনেটের জনক কে?
উত্তর : পেত্রার্ক ।

‘The Last Judgement’ চিত্রটির চিত্রকর কে?
উত্তর : মাইকেল এ্যাঞ্জেলো ।

‘Devine and Comedy’ গ্রন্থের লেখক কে? অথবা, “ডিভাইন এন্ড কমেডি” গ্রন্থটির লেখক কে? অথবা, ‘The Divine Comedy’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : দান্তে আলেঘিরি
‘The Prince’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ম্যাকিয়াভেলি ।

লিওনার্দো-দ্যা-ভিঞ্চি কে ছিলেন?
উত্তর : ইতালির বিখ্যাত চিত্রকর।

“মোনালিসার” শিল্পী কে ছিলেন?
উত্তর : ‘মোনালিসার’ শিল্পী ছিলেন লিওনার্দো দ্যা ভিঞ্চি

Leave a Comment