আদমশুমারি কি?, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?,২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?

আদমশুমারি কি?, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?,২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?

আদমশুমারি কি?
উত্তর : নির্দিষ্ট সময় (বছর) এর অন্তর গোক গণনা ।

বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে ।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩৭% ।

বাংলাদেশের পুরুষ ও নারী অনুপাত কত?
উত্তর : বাংলাদেশের পুরুষ ও নারী অনুপাত হলো ১০০.২ : ১০০ ।

“An Essay on the Principle of Population” গ্রন্থের লেখক কে?
উত্তর : “An Essay on the Principle of Population” গ্রন্থের লেখক ম্যালথাস ।

প্রজননশীলতা কি?
উত্তর : প্রজননশীলতা হলো বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া ।

“The passion between sexes is necessary উক্তিটি কার?
উত্তর : ম্যালথাসের।

থনিসিটি কি?
উত্তর : এথনিক গোষ্ঠি বা এথনিসিটি বলতে এমন একটি গোষ্ঠিকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সাংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি সহ বৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠি হিসেবে বাস করে।

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠির নাম লিখ ।
উত্তর : সাঁওতাল ।

সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর : উত্তরাঞ্চলে ।

বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায়?
উত্তর : রাখাইন উপজাতিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষত, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, বরগুনা ও বরিশাল জেলায় বাস করে ।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ
উত্তর : রাখাইন।

মাতৃতান্ত্রিক পরিবারের উদাহরণ দাও। অথবা, বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠির নাম লিখ
উত্তর : বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠি হলো- গারো।

বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর : বাংলাদেশের এথনিক গোষ্ঠী হলো চাকমা ।

জনসংখ্যা বয়স কাঠামোর মৌল নিয়ামকগুলো কি কি? অথবা, বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কী?
উত্তর : জন্মশীলতা, মরণশীলতা ও অভিগমন।

GFR-এর পূর্ণ অভিব্যক্তি কি?

উত্তর: GFR-এর পূর্ণ অভিব্যক্তি General Fertility Rate.

বাংলাদেশের কোন উপজাতি মুসলিম?
উত্তর : বাংলাদেশের পাঙন উপজাতি মুসলিম ।

স্থানাস্তরগমন প্রধানত কয় প্রকার?
উত্তর : স্থানান্তরগমন প্রধানত ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তরগমন ও ২. আন্তর্জাতিক স্থানান্তরগমন।

আন্তর্জাতিক স্থানাস্তরগমনের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : আন্তর্জাতিক স্থানান্তরগমন দুই প্রকার ।

অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার ।

Leave a Comment